দুর্গাপুর: ইতোমধ্যে দুর্গাপুর বিমানবন্দর থেকে ভারতের বিভিন্ন গন্তব্যের বেশ কয়েকটি বিমানের পরিষেবা শুরু হয়েছে।
এবার, বিমান সংস্থা ইন্ডিগো ২০২১ সালের ১লা মে থেকে দুর্গাপুর – আহমেদাবাদ এবং দুর্গাপুর – গুয়াহাটি রুটে বিমান পরিষেবা শুরু করার প্রস্তুতি নিচ্ছে।
এর আগে, এই এয়ারলাইনস ঘোষণা করেছে যে তারা ২০২১ এর এপ্রিল থেকে দিল্লি, বেঙ্গালুরু এবং হায়দরাবাদে ফ্লাইট শুরু করবে।
খবরের সূত্র অনুযায়ী, ২০২১ সালের মে মাস থেকে দুর্গাপুর – আহমেদাবাদ, এবং দুর্গাপুর – গুয়াহাটি রুটে ফ্লাইটগুলি চলবে প্রতিদিন।
ফ্লাইটটি সকাল ৬ টা ১০ মিনিটে আহমেদাবাদ বিমানবন্দর থেকে ছেড়ে ৮ টা ৪৫ মিনিটে দুর্গাপুরে নামবে। এটি আবার দুপুর ২ টো ১০ এ দুর্গাপুর থেকে ছেড়ে যাত্রা শুরু করবে এবং বিকেল ৪ টে ৫৫ মিনিটে আহমেদাবাদ পৌঁছাবে।
অন্যদিকে, দুর্গাপুর – গুয়াহাটি রুটের জন্য, ফ্লাইটটি দুর্গাপুর থেকে সকাল ৯ টা বেজে ২০ মিনিটে যাত্রা শুরু করবে এবং ১০ টা বেজে ২০ মিনিট এ গুয়াহাটি পৌঁছাবে। এটি আবার গুয়াহাটি থেকে সকাল ১০ টা বেজে ৫০ মিনিটে যাত্রা শুরু করবে এবং দুপুর ১২ টাই দুর্গাপুরে পৌঁছাবে।
দুর্গাপুর – আহমেদাবাদ বিমানের সময়সূচি
দুর্গাপুর – গুয়াহাটি বিমানের সময়সূচি
স্পাইসজেট ইতিমধ্যে দিল্লি, মুম্বই এবং চেন্নাইয়ের মতো ভারতের বড় শহরগুলিতে বিমান পরিষেবা শুরু করেছে। এটি ২০২১ সালের ২৮ শে মার্চ থেকে দুর্গাপুর পুনে রুটেও ফ্লাইট পরিষেবা শুরু করবে।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- কল্পতরু মেলা (দুর্গাপুর) ২০২৪ – তারিখ, সময় এবং ইতিহাস
- শুরু হতে চলেছে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস – জেনে নিন সময়সূচি
- দুর্গাপুর থেকে জয়পুর ও পাটনা ফ্লাইট পরিষেবা শুরু হচ্ছে মে মাসেই
- দুর্গাপুর স্টিল টাউনশিপের বিদ্যুৎ সরবরাহ আংশিকভাবে বন্ধ থাকার বিজ্ঞপ্তি
- সিউড়ি-অন্ডাল-শিয়ালদহ রুটে নতুন ট্রেন চালু হচ্ছে ১ আগস্ট থেকে
- দুর্গাপুরে নতুন ইন্টারনেট এক্সচেঞ্জ পয়েন্টের (IXP) চালু করা হলো