Skip to content

গ্রাজুয়েট শিক্ষানবিশ নিয়োগ ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট (ইন্ডিয়া) লিমিটেডের

ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট (ইন্ডিয়া) লিমিটেড গ্রাজুয়েট শিক্ষানবিশদের জন্য পাঁচটি পদে নিয়োগ করছে। এর জন্য যোগ্য এবং ইচ্ছুক ব্যক্তিদের আবেদন জানানো হচ্ছে।

কর্মখালি:- ৫

কর্মস্থান:- সমগ্র ভারতের বিভিন্ন শহর

আবেদন পদ্ধতি:- অনলাইন

এই চাকরির নিয়োগের ব্যাপারে বিশদে জানতে নিচের তথ্যের ওপর চোখ রাখুন।

শিক্ষাগত যোগ্যতা:-

ন্যূনতম ৫৫ শতাংশ প্রাপ্ত নম্বরের সঙ্গে BE অথবা B.Tech. (সিভিল/ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং)।

[Read this in English]

বিশেষ দ্রষ্টব্য:-

যে সব ব্যক্তিরা বিগত ন্যূনতম তিন বছরের মধ্যে কোর্স শেষ করেছে তারাই এই পদের জন্য আবেদন জানাতে পারবে।

বয়স সীমা:- ২০/০৮/২০২০ এর আগে নূন্যতম ১৮ বছর। (SC/ST দের জন্য পাঁচ বছর এবং OBC দের জন্য তিন বছরের ছাড়)

মাসিক বেতন:- ১০,০০০/-

[যেকোনো চাকরির খবর পেতে আমাদের Telegram চ্যানেল টি subscribe করুন]

নির্বাচন পদ্ধতি:-

শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে আবেদনকারীদের নিয়োগ করা হবে।

যোগ্য আবেদনকারীদের জন্য ইন্টারভিউয়ের স্থান, সময় এবং দিন জানিয়ে দেওয়া হবে ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট (ইন্ডিয়া) লিমিটেডের অফিশিয়াল ওয়েবসাইটে (http://www.engineeringprojects.com)

আবেদন পদ্ধতি:-

ইচ্ছুক এবং যোগ্য আবেদনকারী না নিম্নে প্রদত্ত ওয়েবসাইটে অনলাইন আবেদন করতে পারেন।

অফিশিয়াল ওয়েবসাইট:- http://www.engineeringprojects.com

উল্লেখযোগ্য তারিখ:-

অনলাইন আবেদনের সূচনা:- ০১/০৮/২০২০
অনলাইন আবেদনের সমাপ্তি:- ২০/০৮/২০২০

এই নিয়োগের ব্যাপারে আরো বিশদ তথ্য জানতে চোখ রাখুন ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট (ইন্ডিয়া) লিমিটেডের অফিশিয়াল ওয়েবসাইটে।

বিজ্ঞপ্তি

আবেদন করুন

[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন