ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট (ইন্ডিয়া) লিমিটেড গ্রাজুয়েট শিক্ষানবিশদের জন্য পাঁচটি পদে নিয়োগ করছে। এর জন্য যোগ্য এবং ইচ্ছুক ব্যক্তিদের আবেদন জানানো হচ্ছে।
কর্মখালি:- ৫
কর্মস্থান:- সমগ্র ভারতের বিভিন্ন শহর
আবেদন পদ্ধতি:- অনলাইন
এই চাকরির নিয়োগের ব্যাপারে বিশদে জানতে নিচের তথ্যের ওপর চোখ রাখুন।
শিক্ষাগত যোগ্যতা:-
ন্যূনতম ৫৫ শতাংশ প্রাপ্ত নম্বরের সঙ্গে BE অথবা B.Tech. (সিভিল/ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং)।
বিশেষ দ্রষ্টব্য:-
যে সব ব্যক্তিরা বিগত ন্যূনতম তিন বছরের মধ্যে কোর্স শেষ করেছে তারাই এই পদের জন্য আবেদন জানাতে পারবে।
বয়স সীমা:- ২০/০৮/২০২০ এর আগে নূন্যতম ১৮ বছর। (SC/ST দের জন্য পাঁচ বছর এবং OBC দের জন্য তিন বছরের ছাড়)
মাসিক বেতন:- ১০,০০০/-
[যেকোনো চাকরির খবর পেতে আমাদের Telegram চ্যানেল টি subscribe করুন]
নির্বাচন পদ্ধতি:-
শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে আবেদনকারীদের নিয়োগ করা হবে।
যোগ্য আবেদনকারীদের জন্য ইন্টারভিউয়ের স্থান, সময় এবং দিন জানিয়ে দেওয়া হবে ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট (ইন্ডিয়া) লিমিটেডের অফিশিয়াল ওয়েবসাইটে (http://www.engineeringprojects.com)
আবেদন পদ্ধতি:-
ইচ্ছুক এবং যোগ্য আবেদনকারী না নিম্নে প্রদত্ত ওয়েবসাইটে অনলাইন আবেদন করতে পারেন।
অফিশিয়াল ওয়েবসাইট:- http://www.engineeringprojects.com
উল্লেখযোগ্য তারিখ:-
অনলাইন আবেদনের সূচনা:- ০১/০৮/২০২০
অনলাইন আবেদনের সমাপ্তি:- ২০/০৮/২০২০
এই নিয়োগের ব্যাপারে আরো বিশদ তথ্য জানতে চোখ রাখুন ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট (ইন্ডিয়া) লিমিটেডের অফিশিয়াল ওয়েবসাইটে।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- পশ্চিমবঙ্গ জমির খাজনা অনলাইন পেমেন্ট করার পদ্ধতি ২০২৩
- পশ্চিমবঙ্গ খাজনার আবেদন নম্বর অনলাইনে কীভাবে খুঁজে পাবেন
- পশ্চিমবঙ্গ জমির খাজনা দেওয়ার জন্য আবেদন পদ্ধতি অনলাইন
- আপনার ট্রাফিক চালান বা জরিমানা হয়েছে কিনা চেক করার পদ্ধতি
- ট্র্যাফিক চালান (বা জরিমানা) অনলাইনে পেমেন্ট করার পদ্ধতি
- কীভাবে অনলাইনে ট্রাফিক চালান এবং পেমেন্টের স্টেটাস চেক করবেন