নতুন বছর মানুষ কে নতুন স্বপ্ন পূরণের, নতুন ভাবে বাঁচার আশ্বাস জাগায়।
নতুন বছরের মানুষের মনে এক উত্তেজনার সৃষ্টি হয় যে এই বছর তাদের নতুন কিছু উপহার দেবে।
তেমন এ ২০১৯ এর সব মলিনতা কাটিয়ে ২০২০ কে আঁকড়ে ধরে নতুন করে শুরু করার ইচ্ছা ও স্বাভাবিকভাবেই আশার সঞ্চার করেছিল মানুষের মনে।কিন্তু অচিরেই ভেঙেছে মানুষের ভুল।
২০২০ শাল মানুষের মনে গভীর ভাবে নানা ভয়,আশঙ্কা, প্রাণহানির ঘটনা দীর্ঘ ভাবে প্রভাব ফেলেছে।
২০১৯ এর শেষে এক ছোট্ট দেশ চীন থেকে উৎপত্তি হওয়া এক ভাইরাস ২০২০ তে মহামারীর রূপ ধারণ করে কঠোর আর্থিক ও শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত করেছে গোটা পৃথিবীর মানুষকে। প্রতিদিন মারা যাচ্ছে শত মানুষ ও ভয় ও আতঙ্কের দানা বাঁধছে মানুষের মনে প্রতিদিন।
শুধু তাই নয়, এই মারণভাইরাস করোনাই শুধু নয়, আমফান, নিসর্গ, ভূমিকম্প,পঙ্গপাল, ভারত চীন সীমান্তে যুদ্ধ সব পরিস্থিতি পৃথিবীকে ধ্বংসস্তূপ এ পরিণত করেছে।
এখনো পর্যন্ত পৃথিবীর অনেক জায়গায় মৃত্যু হয়েছে লাখ লাখ মানুষের। দিনের পর দিন ঘরে বন্দী থাকা মানুষ ও কেউ অতিরিক্ত মনঃকষ্ট ও আর্থিক অভাবে ভুগছে, ক্ষতি হচ্ছে বহু পরিযায়ী শ্রমিক, দিন মজুরদের।
তবুও বহু প্রচেষ্টার পর ও এই মহামারীকে পৃথিবীর বুক থেকেই একবারেই নির্মূল করা সম্ভব হচ্ছেনা।
ক্ষেত ও জমির ফসল এর উপর পঙ্গপালের এর আক্রমণ ছিল বিস্তীর্ণ আফ্রিকা জুড়ে ও ভারতের সামান্য কিছু জায়গায় ফসলের অতন্ত্য ক্ষতিসাধন করেছে।
এই সমস্ত ক্ষতি কাটিয়ে ওঠা এখনো সম্ভব হয়ে ওঠেনি,তার মধ্যেও আবার এক নতুন ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ এর আশঙ্কা সংবাদ জারি করেছে নাসা।
NASA জানিয়েছে যে এবার এক ভয়াবহ ধুলোর ঝড় আস্তে চলেছে পৃথিবীর বুকে, ভারতের বুকে রাজস্থানের এ প্রচন্ড গরম ধূলোর ঝড় কে বলা হয় আঁধী।
পৃথিবীর অন্যান্য অঞ্চলে এই রকম ঝড় স্বাভাবিক ভাবেই হয়ে থাকে। কিন্তু এই বার ধুলোর ঝড়ের প্রকোপ অনেক বেশি এবং বড়ই প্রকোটশালী।
এই ধুলোর ঝড় এর এক বিকট আকৃতি ধরা পড়েছে নাসা স্যাটেলাইট এ। তাঁরা জানিয়েছেন এই ধুলোর ঝড় প্রায় 2 হাজার মাইল দীর্ঘ।
আপাতত এই ধুলোর ঝড় এর অবস্থান উত্তর আটলান্টিক মহাসাগরের উপরে।
ঝড়টি একটি বিশাল আকার ধারণ করতে পারে আমেরিকার বুকে।
তার দীর্ঘতা পৌঁছতে পারে ৫ হাজার মাইল এর উপর যদি আফ্রিকা থেকে সাহারা ফেরত এই প্রবল ঝড় সাগরের বুকের উপর দিয়ে অতিক্রান্ত হয়।
নাসা সতর্কবার্তা জারি করেছে যে উত্তর ও দক্ষিণ আমেরিকার বিস্তীর্ণ অংশে তান্ডব চালাতে পারে
ভারতের মতোই আমেরিকা বাসীদের মধ্যে ঘটে চলেছে অনেক দুর্যোগ, করোনা সংক্রমণ বেশ দাপিয়ে বেড়াচ্ছে আমেরিকায়।
তারপর কদিন আগেই কৃষ্ণবর্ণের ব্যক্তি কে হত্যা কান্ড নিয়েই গর্জে উঠেছিল আমেরিকা বাসী।
তাদের মনে সবসময় ভয় আছে প্রাণ এর ভয় নিয়ে। তার উপর নাসার এমন একটি সতর্ক বার্তায় গভীর আশঙ্কায় ভুগছেন মানুষজন।
সমস্ত লেটেস্ট খবর আপনার Telegran এ পেতে Join করুন আমাদের Telegram Group