কিছুদিন আগেই, বিপর্যস্ত হয় দুর্গাপুর ব্যারেজের ৩১ নম্বর লকগেট।
এরপর থেকেই, দ্রুত লকগেট সারানোর জন্য জোরকদমে শুরু হয় কাজ।
সুবিধার্থে, দুর্গাপুর ব্যারেজ জলশূন্য করে দেওয়া হয় এমনকি পাঞ্চেত ও মাইথন জলাধার থেকেও জল-সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।
এই ঘটনায়, দুর্গাপুরে দেখা দিয়েছে তীব্র জল সংকট। সামান্য কয়েকজন দুর্গাপুরবাসী দিনে সীমিত জলের সরবরাহ পেলেও, সিংহভাগ দাবি করেছেন ব্যবহারযোগ্য বা পানযোগ্য কোনরকম জলের সরবরাহই হয়নি কয়েকদিন যাবৎ।
তীব্র জল সংকট থাবা বসিয়েছে বিদ্যুৎ সরবরাহেও। জলের সরবরাহ না থাকায় দুর্গাপুর পাওয়ার প্লান্টের একটি ইউনিট বন্ধ হয়ে যায়।
এই জলসংকটে বাধ্য হয়েই অনেক দুর্গাপুরবাসীকে পানীয় জল কেনার বন্দোবস্ত করতে হয়েছে। কয়েকটি এলাকায় অসাধু ব্যবসায়ীরাও, এই সুযোগকে কাজে লাগিয়ে পানীয় জলের দাম ন্যায্য মূল্যের তুলনায় বাড়িয়ে নিয়েছেন
কয়েকটি এলাকায় পানীয় জলের প্যাকেটও সরবরাহ করা হয়েছে বলে জানা গিয়েছে।
আজ সকালে, অবশেষে লক গেট সরানোর কাজ শুরু হয়েছে এবং দ্রুত গতিতে কাজ চলছে।
কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, এই কাজ শেষ করতে ২০-২৬ ঘন্টা লাগতে পারে এবং জলাধার সম্পূর্ণভাবে পুনরায় পূর্ণ হতে লাগবে আরও ৬-৭ ঘন্টা।
অতএব, আশা করাই যায় বৃহস্পতিবার রাত্রি অথবা শুক্রবার সকালের মধ্যে জল সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হয়ে উঠবে।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- পশ্চিমবঙ্গ জমির খাজনা অনলাইন পেমেন্ট করার পদ্ধতি ২০২৩
- পশ্চিমবঙ্গ খাজনার আবেদন নম্বর অনলাইনে কীভাবে খুঁজে পাবেন
- পশ্চিমবঙ্গ জমির খাজনা দেওয়ার জন্য আবেদন পদ্ধতি অনলাইন
- আপনার ট্রাফিক চালান বা জরিমানা হয়েছে কিনা চেক করার পদ্ধতি
- ট্র্যাফিক চালান (বা জরিমানা) অনলাইনে পেমেন্ট করার পদ্ধতি
- কীভাবে অনলাইনে ট্রাফিক চালান এবং পেমেন্টের স্টেটাস চেক করবেন
- ভর্তুকিহীন রেশন কার্ড পশ্চিমবঙ্গ (ফর্ম ১০) অনলাইনে আবেদন করুন
- আপনার বাইক বা গাড়িতে নমিনি কীভাবে যুক্ত করবেন অনলাইনে
- গাড়ি বা বাইকের ফিটনেস সার্টিফিকেট PDF ডাউনলোড প্রক্রিয়া ২০২৩