দুর্গাপুর: এবার করোনা মোকাবিলায় ৫০০ বেড করে ২টি কোবিড হাসপাতাল গড়ে তোলার উদ্যোগ নিয়েছে দুর্গাপুর ইস্পাত কারখানা ও বার্নপুরের ইস্কো কারখানা।
সূত্রের খবর অনুযায়ী, এই হাসপাতালে প্রত্যেকটি বেড এই থাকবে অক্সিজেন সাপোর্ট। ডিএসপি ও ইস্কোর নিজস্ব অক্সিজেন প্লান্ট থেকে নিরবিচ্ছিন্ন অক্সিজেন দেওয়া হবে হাসপাতাল গুলি তে।
অক্সিজেন সরবরাহের সুবিদার্থে ডিএসপি ও ইস্কোর কারখানার কাছেই এই ২টি হাসপাতাল ঘরে তোলা হবে বলে মনে করা হচ্ছে।
হাসপাতাল দুটি তৈরির কাজ সম্পূর্ণ হলে তা তুলে দেওয়া হবে রাজ্য প্রশাসনের হাতে, পরিচালনার জন্য।
এই উদ্যোগের ফলে পশ্চিম বর্ধমানে এক ধাক্কায় ১০০০ বেড সংখ্যা বেড়ে গেলে পরিস্থিতি সামাল দিতে অনেকটাই সহজ হবে বলে মনে করা হচ্ছে।
বেড গুলি তে অক্সিজেন সাপোর্ট থাকায় আশঙ্কাজনক ব্যক্তির চিকিৎসা করা ও সহজ হবে বলে মনে করা হচ্ছে।
শনিবার দুর্গাপুর ইস্পাত কারখানা থেকে ১২০ টন তরল অক্সিজেন সমেত ‘অক্সিজেন এক্সপ্রেস’ রওনা করা হলো দিল্লির উদ্দেশ্যে।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- গাড়ি বা বাইকের ফিটনেস সার্টিফিকেট PDF ডাউনলোড প্রক্রিয়া ২০২৩
- গাড়ি বা বাইকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট (RC) ডাউনলোড প্রক্রিয়া ২০২৩
- RTO-তে করা আবেদনের স্টেটাস অনলাইনে কিভাবে চেক করবেন ২০২৩
- বাইক/গাড়ির নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) ডাউনলোড পদ্ধতি ২০২৩
- দুর্গাপুর স্টিল টাউনশিপের বিদ্যুৎ সরবরাহ আংশিকভাবে বন্ধ থাকার বিজ্ঞপ্তি
- পশ্চিমবঙ্গ কাস্ট সার্টিফিকেট ডাউনলোড (PDF) অনলাইন প্রক্রিয়া ২০২৩
- কৃষক বন্ধু আইডি নাম্বার চেক (সার্চ) করার অনলাইন পদ্ধতি ২০২৩
- স্বাস্থ্য সাথী কার্ডের জন্য অনলাইন আবেদন পদ্ধতি পশ্চিমবঙ্গ ২০২৩
- স্বাস্থ্য সাথী অনলাইন আবেদনের স্টেটাস চেক কীভাবে করবেন ২০২৩