অন্নপ্রাশন, এই শব্দের সাথে জড়িয়ে আছে যে কোনো ব্যক্তির ছোটবেলার আবেগ।
শৈশবের একটি গুরুত্বপূর্ণ ধাপ পেরোনো হিসেবে ধরা হয়ে থাকে এই অন্নপ্রাশনকে।
এক শিশুর তরল খাদ্য ছেড়ে চর্বনযোগ্য খাবারের দিকে উপনীত হাওয়ার ঘটনা পালন করা হয় এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে।
সম্প্রতি এমনই এক একরত্তির মজাদার ঘটনা ভাইরাল হয়েছে ফেসবুকে। ফেসবুকে আপলোড হাওয়ার সঙ্গে সঙ্গেই সোশাল মডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পরে এই ভিডিও।
ফেসবুকে এই মুহূর্তে ভিডিওটি শেয়ার হয়েছে ১৩ হাজার বার এবং ভিডিওটি এখনও দেখে ফেলেছেন প্রায় ১৮ লাখ মানুষ।
ভিডিওটি একটি একরত্তির অন্নপ্রাশন অনুষ্ঠানের।
ভিডিওটিতে দেখা যাচ্ছে তার সামনে পরিবেশন করা খাবারের থালায় থাকা সব খাবার লন্ডভন্ড করছে এই খুদে। সামনে রাখা খাবার নিয়ে খেলে চলেছে এই খুদে।
তার মনে অনাবিল আনন্দ। তাকে বাধা না দিয়েই তার এই দৃশ্য সমানে উপভোগ করছেন সামনে থাকা তার অভিভাবকরা।
যেন এক অনাবিল আনন্দ বিরাজ করছে তাদের ঘিরে।
সোশাল মিডিয়ায় ভাইরাল হাওয়ার পরই সমস্ত বয়সের দর্শকদের মন কেড়ে নিয়েছে এই একরত্তি খুদে।
তার এই অকৃত্রিম আনন্দ পাওয়ার ধরন মন জয় করে নিয়েছে সমস্ত সোশাল মিডিয়া ব্যাবহারকারীদের, তাই এই ভিডিও ভাইরাল হতেও বেশি সময় লাগেনি সোশাল মডিয়ায়।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- গাড়ি বা বাইকের ফিটনেস সার্টিফিকেট PDF ডাউনলোড প্রক্রিয়া ২০২৩
- গাড়ি বা বাইকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট (RC) ডাউনলোড প্রক্রিয়া ২০২৩
- RTO-তে করা আবেদনের স্টেটাস অনলাইনে কিভাবে চেক করবেন ২০২৩
- বাইক/গাড়ির নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) ডাউনলোড পদ্ধতি ২০২৩
- দুর্গাপুর স্টিল টাউনশিপের বিদ্যুৎ সরবরাহ আংশিকভাবে বন্ধ থাকার বিজ্ঞপ্তি
- পশ্চিমবঙ্গ কাস্ট সার্টিফিকেট ডাউনলোড (PDF) অনলাইন প্রক্রিয়া ২০২৩