Skip to content

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু চন্দননগরের ডেপুটি ম্যাজিস্ট্রেটের

পশ্চিমবঙ্গে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে প্রায় ৩১,০০০।

রীতিমত আতঙ্কে দিন কাটাচ্ছেন পশ্চিমবঙ্গবাসী। সম্প্রতি রাজ্যের কয়েকটি এলাকাকে কন্টেনমেন্ট এলাকা ঘোষণা করেছে রাজ্য সরকার।

এবার এই করোনা আবহে মারা গেলেন চন্দননগরের ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবদত্তা রায়।

কিছুদিন আগেই তার শরীরে করোনার উপসর্গ দেখা গেলে, তিনি করোনা পরীক্ষা করান এবং রিপোর্টে তার করোনা পজিটিভ ধরা পরে।

এরপর এক সপ্তাহ আগে তাকে ভর্তি করানো হয় শ্রীরামপুর শ্রমজীবী করোনা হাসপাতালে।

চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হয় ধীরে ধীরে। আজ সকাল পৌনে ন’টা নাগাদ তার মৃত্যু হয়।

[আরো পড়ুন: দেখে না কিনলে স্যানিটাইজার থেকে ছড়াতে পারে বিষ – সতর্ক বার্তা বিশেষজ্ঞদের ]

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৩৮ বছর।

দমদমের বাসিন্দা দেবদত্তা রায়, পুরুলিয়ায় ২ ব্লকের BDO হিসাবে নিযুক্ত ছিলেন। বর্তমানে হুগলির চন্দননগর মহকুমায় তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে নিযুক্ত ছিলেন।

ভীন রাজ্য থেকে আসা শ্রমিকদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তিনি।

কিছুদিন আগেই তার শারীরিক অসুস্থতা ধরা পরলে, তিনি করোনা পরীক্ষা করেন, এবং তাতে তার করোনা পজিটিভ ধরা পরে।

তার করোনা ধরা পড়ার পর তিনি বেশ কিছুদিন বাড়িতেই ছিলেন। তার স্বামীও করোনায় আক্রান্ত হয়েছেন। বাড়িতে তাদের সঙ্গে তাদের ৪ বছরের সন্তানও ছিল।

প্রশাসন হুগলিতে এখনও পর্যন্ত ২১ টি কন্টেনমেন্ট এলাকা ঘোষণা করেছেন। প্রশাসন এও জানিয়েছে যে প্রয়োজন পড়লে কন্টেনমেন্ট এলাকার সংখ্যা আরো বাড়ানো হবে।

সমস্ত লেটেস্ট খবর আপনার Telegran এ পেতে Join করুন আমাদের Telegram Group

[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন