দিল্লি: কোভিড-১৯ এর নামে ভুয়ো ই -মেইল পাঠিয়ে সাইবার ক্রাইম হতে পারে বলে সতর্কবানি দিলো কেন্দ্র।
CERT আজ টুইট করেছেন যে কেন্দ্রীয় নানান ব্যক্তিগত ও অর্থনৈতিক তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে পারেন সরকারের নামে এই ভুয়ো ই-মেইল।
CERT -In, জানিয়েছেন যে “[email protected]” এরকম একাউন্ট থেকে সরকারি সাহায্যের নামে ভুয়ো ইমেইল গুলি আস্তে পারে।
মেইল প্রাপক এই ইমেইল গুলোর মধ্যে কিছু লিংক পাঠাবে, যেটি তে ক্লিক করলেই আপনার ব্যাক্তিগত ও আর্থিক সব তথ্য চুরি করবে হ্যাকআর রা।
এখনো পর্যন্ত দু মিলিয়ন নাগরিকদের ই-মেইল পাঠিয়ে সাধারণ মানুষদের ফাঁদে ফেলছে সাইবার হামলাকারীরা।
দিল্লি ,হায়দ্রাবাদ, মুম্বাই, চেন্নাই, আমেধাবাদ নাগরিকদের এই মেইল পাঠানো হবে, তাই সতর্ক বার্তা জারি করেছে CERT, তারা জানিয়েহেন যে যেন কোনো মেইল এ লিংক এ না ক্লিক করতে।
সন্দেহভাজন কোনো ই মেইল বা মেসেজ এলে “[email protected]” শীঘ্রই এই আইডি যে জানাতে।
ZD net এর রিপোর্ট অনুযায়ী জানানো হয়েছে উত্তর কোরিয়া ভারত, সিঙ্গাপুরে, দক্ষিণ কোরিয়া, জাপান, ব্রিটেন এবং আমেরিকার ৫০ লক্ষ বেশি মানুষদের ছোট বড় সব তথ্য হাতাবে তারা।
ভারতে গতবছর সেপ্টেম্বর এর এ ATM এ হানা, ও গ্রাহকদের তথ্য চুরি করেছিল ম্যালওয়ার সফ্টওয়ার তৈরি করেছিল।
এর আগেও 2014 ও 2017 তে সনি পিকচার্স সাইবার হামলার ঘটনা ও ব্রিটেনে “ওয়ানা ক্রআই ” নামের সাইবার ক্রাইম এ অভিযোগ আছে লেজরাস দের বিরুদ্ধে।