কলকাতা: সোশাল মিডিয়ায় তার ভিডিও দেখেননি এরকম মানুষের খুঁজে পাওয়া দুষ্কর।
তার মজার ছলে বলা কখনো “আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি”, “বুকের ভেতর হাহাকার করে”, “মদ খাবি মানুষ হবি” অথবা বাঙালি খাবার ফুচকা, বিরিয়ানির কথা বলে এখন নেটদুনিয়ায় নতুন সেনসেশন।
কখনো মুখে তার গম্ভীর্যের ছাপ তো পর মুহূর্তেই এক মুখ হাসি নজর কেড়ে নিয়েছে দর্শকদের। তার ভিডিও ফেসবুকে অল্পবয়েসীদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
বোরজা ইয়াঙ্কি, ফেসবুকে জনপ্রিয় হয়ে উঠেছেন তার গাল ভরা হাসি আর মজাদার বাচনভঙ্গির জন্যই।
এই তরুণ ইউটিউবার এর একটি ভিডিওতে ৩০ লক্ষর ও বেশি ভিউ এবং ৫৪ হাজার শেয়ার।
দেখুন তার ভিডিও:
আদতে ইউটিউবার এই কানাডিয়ান এর ভিডিও ফেসবুক এই বিপুলভাবে জনপ্রিয় হয়ে উঠেছে।
[আরো পড়ুন: ফের আগামী রবিবার বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকতে চলেছে বিশ্ব ]
আবার অধিকাংশ বাঙালিই সেই ভিডিওর নিচে কমেন্ট করে নতুন নতুন প্রবাদবাক্য শোনানোর অনুরোধ জানিয়েছেন।
এবং মজার কথা বোরজা নতুন একটি করে ভিডিওতে নতুন বাংলা প্রবাদ বা শব্দ মজার ছলে বলছেন এবং ভাইরাল হচ্ছে সেই ভিডিও।
কিন্তু কানাডায় থাকা সত্বেও বাংলা জানলেন কি করে বোরজা?
সূত্রের খবর, এক প্রবাসী বাংলাদেশির কাছ থেকে টুকটাক বাংলা শিখছেন বোরজা, আর সেই বাংলা বলেই নেতদুনিয়ায় দারুন জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি।
তবে অনেকেই অভিযোগের আঙ্গুল তুলেছেন তার দিকে বাংলা ভাষাকে বিকৃত করার জন্য।
বর্তমানে নতুন প্রজন্ম বাংলাতে সাবলীল না হলেও কিভাবে বোরজা মজার ছলে বাংলা বলে ভাইরাল হয়ে উঠেছেন সেই নিয়েও নেটসুনিয়ায় আলোড়ন সৃষ্টি হয়েছে।
তার এই উদ্যোগকে কুর্ণিশ জানিয়েছেন নেটিজেনরা।
দেখুন তার আরো কিছু ভিডিও: