Skip to content

১৭৫ জন ইঞ্জিনিয়ার নিয়োগ ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের (BEL)

ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (BEL) বিভিন্ন পদের জন্য যোগ্য এবং ইচ্ছুক ব্যক্তিদের আবেদন জানাচ্ছে।

মোট পদ সংখ্যা:- ১৭৫
কর্মস্থান:- গাজিয়াবাদ, এবং পাঁচখুলা ইউনিট, BEL
আবেদন পদ্ধতি:- অনলাইন



এই চাকরির নিয়োগের ব্যাপারে বিশদে জানতে নিচে দেওয়া তথ্যের উপর চোখ রাখুন।

যে পদে নিয়োগ:-

ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের (BEL) এর গাজিয়াবাদ ও পাঁচখুলা ইউনিটে নিয়োগ করা হচ্ছে।

গাজিয়াবাদ ইউনিট:-

পদ সংখ্যা বিন্যাস:-

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং:- ১৫
কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং:- ১০
ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং:- ১৫
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং:- ৪
সিভিল ইঞ্জিনিয়ারিং:- ৬

যোগ্যতা:-

আবেদনকারীকে ন্যূনতম BE অথবা BTech ডিগ্রিধারী হতে হবে।

যোগ্য আবেদনকারীদের এক বছরের জন্য নিয়োগ করা হবে, মাসিক ১১,১১০ টাকা বেতনের বিনিময়ে।



পাঁচখুলা ইউনিট:-

পদ সংখ্যা বিন্যাস:-

শিক্ষানবিশ ইঞ্জিনিয়ার-I (ইলেকট্রনিক্স):- ১৫
শিনবিশ ইঞ্জিনিয়ার-I ( মেকানিক্যাল):- ১৮
শিক্ষানবিশ অফিসার-I (অর্থনীতি):- ২
শিক্ষানবিশ ইঞ্জিনিয়ার-II :- ৬০
প্রজেক্ট ইঞ্জিনিয়ার- I (ইলেকট্রনিক্স) :- ২৫
প্রজেক্ট ইঞ্জিনিয়ার- I (সিভিল) :- ২
প্রজেক্ট ইঞ্জিনিয়ার- I (ইলেকট্রিক্যাল) :- ২
প্রজেক্ট অফিসার-I (হিউম্যান রিসোর্স):- ১

যোগ্যতা:-

আবেদনকারীকে ন্যূনতম BE অথবা BTech অথবা MBA ডিগ্রিধারী হতে হবে।

যোগ্য আবেদনকারীদের প্রজেক্ট ইঞ্জিনিয়ার এবং অফিসার পদে নিয়োগ করা হবে পাঁচ বছরের জন্য, মাসিক ৫০,০০০ টাকার বিনিময়ে এবং শিক্ষানবিশ ইঞ্জিনিয়ারদের তিন বছরের জন্য মাসিক ৩১,০০০-৩৪,০০০ টাকা বেতনের বিনিময়ে নিয়োগ করা হবে।

আবেদন করার যোগ্যতা নিয়ে আরো বিস্তারিত জানতে নিচে দেওয়া বিজ্ঞপ্তিটি পড়ুন।



আবেদন পদ্ধতি:-

যোগ্য এবং ইচ্ছুক ব্যক্তিরা, নিম্নে প্রদত্ত ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারবেন।
অফিশিয়াল ওয়েবসাইট:- https://www.bel-india.in/

আবেদন করার পদ্ধতি নিয়ে বিস্তারিত জানতে নিচে দেওয়া বিজ্ঞপ্তি পড়ুন।

উল্লেখযোগ্য তারিখ:-

গাজিয়াবাদ ইউনিটের জন্য আবেদনের সর্বশেষ তারিখ:- ২৩/১১/২০২০

পাঁচখুলা ইউনিটের জন্য আবেদনের সর্বশেষ তারিখ:- ২৫/১১/২০২০

এই চাকরির নিয়োগের ব্যাপারে বিশদে জানতে চোখ রাখুন ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (BEL) এর অফিশিয়াল ওয়েবসাইটে।

[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন