কেরালা: দুবাই থেকে আগত এয়ার ইন্ডিয়ার বিমান আজ বিকেল ৭.৪৫ নাগাদ কেরালার কোজিকোদেতে অবতরণের সময় বিধ্বংসী দুর্ঘটনার মুখে পড়ে।
প্রাথমিক সূত্রে খবর পাওয়া গেছে বিমানটিতে ১৯১ যাত্রী ছিলেন।
অবতরণের সময় রানওয়ে বৃষ্টিস্নাত থাকায় বিমানের চাকা পিছল খেয়ে এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক সূত্র অনুমান।
অবতরণের সময় বিমানটি রানওয়ে ছাড়িয়ে উপত্যকায় গিয়ে পড়ে এবং বিমানটি দু’টুকরো হয়ে যায়।
কেরালায় আজ ভারী বর্ষণকেই আপাতদৃষ্টিতে দায়ী করা হচ্ছে এই বিমান দুর্ঘটনার জন্য। অতি ভারী বৃষ্টির জন্য বিমানটি রানওয়ে থেকে ৩৫ ফুট দুরত্বে গিয়ে পড়ে।
দুর্ঘটনাস্থলে তাৎক্ষণিক গিয়ে পৌঁছায় ১৫ টি এম্বুলেন্স। বিমানটিতে (IX- 1344) ছিলেন মোট ১৮৪ জন যাত্রী এবং তার সঙ্গে ১০ জন শিশু ও ৬ জন বিমানসেবিকা সহ দুই পাইলট।
বিমানের সামনের অংশ নিঃশেষ হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দুর্ভাগ্যবশত মারা গিয়েছেন দুই পাইলটই। বাকিদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
তাদের নিকটস্থ হাসপাতালে তৎক্ষণাৎ স্থানান্তরিত করা হয়েছে।
সূত্রের খবর অনুসারে প্রচুর হতাহতের খবর থাকলেও, এই মুহূর্তে পাইলট ছাড়া অন্যান্যদের মৃত্যুর খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি।
তবে ভাগ্যবশত বিমান দুর্ঘটনার সময় সমগ্র বিমানে আগুন লেগে যায়নি।
তাই আহত হওয়ার সম্ভাবনা থাকলেও মৃত্যুর আশঙ্কা অনেকটাই কমে গিয়েছে।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- কল্পতরু মেলা (দুর্গাপুর) ২০২৪ – তারিখ, সময় এবং ইতিহাস
- শুরু হতে চলেছে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস – জেনে নিন সময়সূচি
- দুর্গাপুর থেকে জয়পুর ও পাটনা ফ্লাইট পরিষেবা শুরু হচ্ছে মে মাসেই
- দুর্গাপুর স্টিল টাউনশিপের বিদ্যুৎ সরবরাহ আংশিকভাবে বন্ধ থাকার বিজ্ঞপ্তি
- সিউড়ি-অন্ডাল-শিয়ালদহ রুটে নতুন ট্রেন চালু হচ্ছে ১ আগস্ট থেকে
- দুর্গাপুরে নতুন ইন্টারনেট এক্সচেঞ্জ পয়েন্টের (IXP) চালু করা হলো