কোটা: সম্প্রতি মহারাও ভীম সিংহ হাসপাতালে মারা গেলেন একজন ৪০ বছরের ব্যক্তি যার ঘরের সদস্য রা ভুলবসত ভেন্টিলেশন এর প্লাগ বিযুক্ত করে এয়ার কুলারের সাথে যোগ করে দিয়েছিলেন।
Indian Express এর এক রিপোর্ট অনুযায়ী, ব্যক্তিটির কোভিড ১৯ এ আক্রমণ আশঙ্কা করে তাকে হসপিটাল এর ভর্তি করা হয়েছিল।
কিন্তু পরে তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় তাকে জুনের 15 তারিক আইসলেসন ওয়ার্ড এ সরানো হয় যখন ICU র অপর একটি ব্যক্তির করোনা পজিটিভ ধরা পড়ে।
কিন্তু তার পরেই বাড়ির সদস্যদের এই অযুক্তিকর ঘটনা ঘটানোর পড়েই মানুষটি মারা যান।
জানা গেছে, অতিরিক্ত গরম এর জন্য তারা একটি এয়ার কুলার নিয়ে আসে।
কিন্তু সেটি লাগানোর প্লাগ না পাওয়ায় সেটি ভুলবসত ভেন্টিলেটর এর প্লাগ খুলে লাগায়।
তবে ঘরের সদস্যরা অভিযোগ জানিয়েছেন যে আধা ঘন্টা পর নাকি ভেন্টিলেটর এর পাওয়ার অফ হয়ে যায়।
তারা সঙ্গে সঙ্গেই ডাক্তার ও মেডিক্যাল স্টাফ দের জানান।
হসপিটাল এর সুপার ডঃ নবীন সাক্সেনা বলছেন এই ঘটনার র ক্ষতিয়ে দেখাশোনা ও তদন্ত করবে ডেপুটি সুপেরিনডেন্ট সমীর তান্ডন, মুখ্য মেডিক্যাল অফিসের ও নার্সিং সুপার ও তার রিপোর্ট জমা দেয়া হবে শনিবার।
ডাক্তার জানিয়েছেন যে পুরো ঘটনার সত্যতা যাচাই করে দোষী ক উপযুক্ত সাজা দেওয়া হবে।
সমীর বাবু আপাতত কোনো তথ্য সামনে আনতে পারছেন না।
তিনি জানিয়েছেন আইসলেসন ওয়ার্ড টি ৪-৫ মেডিক্যাল স্টাফ ও রেসিডেন্ট ডক্টর উপস্থিত থাকেই।
তিনি এও বলেন যে মৃত্যের বাড়ির সদস্যরা মেডিক্যাল টিম এর কাছ থেকে কোনো অনুমতি নেয়ার প্রয়োজন মনে করেনি উপরন্তু যারা অন ডিউটি ডাক্তার এর সাথেও দুর্ব্যবহার করেছেন।