একটি নয়, দুটি নয়, একসাথে দশটি সন্তানের জন্ম দিয়ে ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন এক নারী।
হ্যাঁ! অবিশ্বাস্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকাই।
মঙ্গলবার (৮ জুন) দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানী প্রিটোরিয়ার একটি হাসপাতালে গোসিয়াম থামারা সিথোল নামে ৩৭ বছর বয়সী এই নারী একসঙ্গে ১০ সন্তানের জন্ম দিয়েছেন।
তার মধ্যে সাতটি ছেলে ও তিনটি মেয়ে সন্তান রয়েছে বলে জানা গিয়েছে।
এর আগে একসাথে ৪ টি কিংবা ৬টি সন্তানের জন্ম হওয়ার কথা হয়তো শুনে থাকবেন। তবে গোটা বিশ্বে একসাথে দশটি সন্তানের একসাথে জন্ম দেওয়ার ঘটনা এই প্রথম বলেই সোনা যাচ্ছে।
এই ১০টি সন্তানের আগেও জমজ সন্তানের জন্ম দিয়েছিলেন গোসিয়া।
প্রিটোরিয়া মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গাইনি বিভাগের উপ-প্রধান অধ্যাপক ডিনি মাওলা জানিয়েছেন, একসঙ্গে গোসিয়ার ১০ সন্তান জন্ম দেয়ার ঘটনা বিরল।
তিনি আরো বলেন “নবজাতকদের আগামী কয়েক মাস ইনকিউবেটরে রেখে ওজন ঠিক করতে হবে। কারণ তারা গর্ভাবস্থায় উচ্চ ঝুঁকিপূর্ণ ছিল”।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- সামস্য সমাধন (জন সংযোগ) প্রকল্প পশ্চিমবঙ্গ 2024 – সমস্ত তথ্য
- স্বাস্থ্য সাথী কার্ড ব্যালেন্স চেক করার অনলাইন পদ্ধতি 2024
- আধার নম্বর (UID) Lock /Unlock কীভাবে করবেন অনলাইন ২০২৪
- কল্পতরু মেলা (দুর্গাপুর) ২০২৪ – তারিখ, সময় এবং ইতিহাস
- SAIL মেডিক্লেম ই-কার্ড (PDF) কিভাবে ডাউনলোড করবেন ২০২৪
- mParivahan অ্যাপে আপনার DL এবং RC কীভাবে সেভ করবেন 2024
- LPG গ্যাস KYC আপডেট (অনলাইন e-KYC এবং অফলাইন) পদ্ধতি ২০২৪
- নাম দিয়ে ড্রাইভিং লাইসেন্স (DL) নম্বর কীভাবে খুঁজে পাবেন জেনে নিন
- প্রতিবন্ধী শংসাপত্রের স্ট্যাটাস চেক করার অনলাইন পদ্ধতি পশ্চিমবঙ্গ