পশ্চিমবঙ্গ সরকার ৫ই আগস্ট আধার ও রেশন কার্ড লিংক করা নিয়ে এক নতুন বিজ্ঞপ্তি জারি করেছে।
এই বিজ্ঞপ্তি অনুযায়ী আপনাকে আপনার রেশন কার্ড ও আধার কার্ড আঙ্গুলের ছাপ দিয়ে লিঙ্ক করতে হবে offline এর মাধ্যমে।
অনলাইনের মাধ্যমে লিঙ্ক করার পদ্ধতি আপাতত কিছু দিনের জন্য বন্ধ রাখা হয়েছে বলে জানা গিয়েছে।
আজ এই আর্টিকেলটি মাধ্যমে আপনারা জানবেন কিভাবে আপনি আপনার আধার কার্ড মোবাইল নম্বর ও রেশন কার্ড লিঙ্ক করতে পারবেন অফলাইনে এর মাধ্যমে:
চলুন এই পয়েন্টস গুলি বিস্তারিত ভাবে জানা যাক…
রেশন কার্ড ও আধার কার্ড লিঙ্ক করার আগে আপনি দেখে নিতে পারেন তা আগে থেকেই লিংক করা আছে নাকি।
রেশন কার্ড ও আধার কার্ড লিঙ্ক করা আছে নাকি কিভাবে চেক করবেন জানতে ক্লিক করুন
যদি ভেরিফাই করে নিয়ে থাকেন , তাহলে চলুন দেখে নি এবার লিংক কিভাবে করবেন।
অফলাইনের মাধ্যমে আধার ও রেশন কার্ড লিংক করার পদ্ধতি
পশ্চিমবঙ্গ সরকারের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, আপনি দুইভাবে এই লিংক করার প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন।
রেশন দোকানের মারফত
এই প্রথম পদ্ধতির মাধ্যমে লিঙ্ক করতে যে রেশন দোকানে আপনি রেশন সংগ্রহ করেন সেই রেশন দোকানে আপনাকে যেতে হবে।
আপনার সংশ্লিষ্ট রেশন দোকানে গিয়ে নিজের আঙুলের ছাপ দিয়ে আধার কার্ড ভেরিফাই করে আপনি এই লিংক করার প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন।
লিংক করার প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে থাকলে, আপনি উপরে দেওয়া পদ্ধতিটি ব্যবহার করে তা যাচাই করে নিতে পারেন।
সার্ভেয়ারদের মারফত
পশ্চিমবঙ্গ খাদ্য এবং সরবরাহ দপ্তর Webel technology limited এর কিছু সার্ভেয়ার দের নিযুক্ত করেছেন এই লিংক করার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য।
এই সার্ভেয়ার রা বাড়ি বাড়ি গিয়ে আপনার আধার ও রেশন কার্ড লিঙ্ক করে দেবেন। এই প্রক্রিয়া ও আপনার আঙ্গুলের ছাপ দিয়েই সম্পূর্ণ করা হবে।
পশ্চিমবঙ্গ সকারের দেওয়া বিজ্ঞপ্তি:

অফলাইনে এর মাধ্যমে আধার ও রেশন কার্ড লিংক করার ডকুমেন্টস
অফলাইনে এর মাধ্যমে আধার ও রেশন কার্ড লিংক করার প্রক্রিয়া সম্পূর্ণ করতে যা যা ডকুমেন্টস লাগবে সেগুলি হল:
- আধার কার্ড
- ডিজিটাল রেশন কার্ড
- মোবাইল নম্বর
এই পদ্ধতি গুলির মধ্যে যে কোন একটি পদ্ধতি দিয়ে আপনি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার আপনার ডিজিটাল রেশন কার্ডের সাথে লিংক করে নিতে পারবেন।
সমস্ত লেটেস্ট খবর আপনার Telegran এ পেতে Join করুন আমাদের Telegram Group
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- গাড়ি বা বাইকের ফিটনেস সার্টিফিকেট PDF ডাউনলোড প্রক্রিয়া ২০২৩
- গাড়ি বা বাইকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট (RC) ডাউনলোড প্রক্রিয়া ২০২৩
- RTO-তে করা আবেদনের স্টেটাস অনলাইনে কিভাবে চেক করবেন ২০২৩
- বাইক/গাড়ির নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) ডাউনলোড পদ্ধতি ২০২৩
- দুর্গাপুর স্টিল টাউনশিপের বিদ্যুৎ সরবরাহ আংশিকভাবে বন্ধ থাকার বিজ্ঞপ্তি
- পশ্চিমবঙ্গ কাস্ট সার্টিফিকেট ডাউনলোড (PDF) অনলাইন প্রক্রিয়া ২০২৩
- কৃষক বন্ধু আইডি নাম্বার চেক (সার্চ) করার অনলাইন পদ্ধতি ২০২৩
- স্বাস্থ্য সাথী কার্ডের জন্য অনলাইন আবেদন পদ্ধতি পশ্চিমবঙ্গ ২০২৩
- স্বাস্থ্য সাথী অনলাইন আবেদনের স্টেটাস চেক কীভাবে করবেন ২০২৩