আধার কার্ড এখন একটি অত্যাবশ্যক পরিচিতি পত্র। তবে, অনেক ক্ষেত্রেই অনেকের আধার কার্ডে ভুলভ্রান্তি থেকেই যায়। সেই ভুলভ্রান্তি সংশোধন করা কপালে ভাঁজ ফেলার মতো দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়।
শুধু ভুলভ্রান্তি সংশোধনই নয়, অনেক ক্ষেত্রে আধার কার্ডে পূর্ববর্তী তথ্য যেমন, ঠিকানা, ছবি ইত্যাদি পরিবর্তনও চিন্তার কারণ হয়ে দাঁড়ায়।
তবে এখন আধার কার্ডে তথ্য সংশোধন করা যেতে পারে চোখের নিমেষে UIDAI (ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া) এর দৌলতে।
তাদের অফিসিয়াল ওয়েবসাইট uidai.gov.in এ এখন আধার কার্ডের তথ্য সহজেই সংশোধন করা যেতে পারে।
আজ এই আর্টিকেলেটির মাধ্যমে আপনি নিচে দেওয়া বিষয়গুলি জানতে পারবেন আধার সংসদনের বেপারে,
- আধার কার্ডের যা যা তথ্য সংশোধন করা যেতে পারে
- সংশোধনের জন্য প্রয়োজনীয় নথি
- আধার কার্ড সংশোধনের চার্জ
- অনলাইনে আধার কার্ড সংশোধনের পদক্ষেপ
তাহলে চলুন এই বিষয়গুলি বিস্তারিত ভাবে দেখে নেওয়া যাক…
আধারে কি কি তথ্য সংশোধন বা আপডেট করা যাবে
যে সকল তথ্য অনলাইনে সংশোধন করা যেতে পারে, সেগুলি হল,
- আঞ্চলিক ভাষা
- নিজের নাম
- জন্ম তারিখ
- লিঙ্গ
- ঠিকানা
আধারে তথ্য সংশোধন করতে কি কি নথিপত্র লাগবে
আধার কার্ডে তথ্য সংশোধনের জন্য যে সকল নথিপত্র লাগবে সেগুলি হল,
- নিজের আধার কার্ডের নম্বর
- আধার কার্ডের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বর
- আধার কার্ডের তথ্য সংশোধনের জন্য পরিচিতি সংক্রান্ত নথিপত্র (ঠিকানা সংক্রান্ত নথিপত্র, পরিচিতি পত্র ইত্যাদি)
আধারে তথ্য সংসদন করতে কত টাকা লাগবে
আধার কার্ডে তথ্য সংশোধনের জন্য নুন্যতম ৫০ টাকা মাথাপিছু ধার্য করা হয়েছে। এই ধার্য টাকা UPI, ডেবিট অথবা ক্রেডিট কার্ড অথবা ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে আপনি জমা করতে পারবেন।
আধার কার্ডে তথ্য সংসদন করার অনলাইন পদ্ধতি
এবার, কয়েকটি সহজ ধাপের মাধ্যমেই আপনি সহজেই আপনার আধার কার্ডের তথ্য সংশোধন করতে পারবেন।
আধারে তথ্য সংসদন করার জন্য,
ধাপ ১: myAadhaar এর অফিসিয়াল ওয়েবসাইটে যান

- প্রথমে আপনাকে myAadhaar এর ওয়েব পোর্টাল myaadhaar.gov.in এ যেতে হবে।
- সেখান থেকে “Login” অপশনটি ক্লিক করতে হবে।
- এরপরে একটি নতুন পেজ খুলে যাবে।
ধাপ ২: আপনার আধার নম্বর এন্টার করুন

- যে নতুন পেজটি খুলেছে সেখানে আপনার আধার নম্বর এন্টার করে দিন।
- নিচে দেওয়া ক্যাপচা কোডটি সঠিকভাবে লিখুন এবং ‘Send OTP’ অপশনটি ক্লিক করুন।
- এরপর আপনার আধার কার্ডের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরে একটি OTP আসবে।
- ওই OTP টি ওয়েবসাইটে নির্দিষ্ট জায়গায় এন্টার করে দিন।
- এরপর “Login” অপশন টি ক্লিক করুন।
- এই পদ্ধতিতে আপনি myAadhaar পোর্টালটিতে login করতে পারবেন।
আপনি যদি আপনার আধার নম্বর ভুলে গিয়ে থাকেন তবে নীচের আর্টিকেলটিতে দেওয়া পদ্ধতি অনুসরণ করে আপনি সেটি অনলাইন খুঁজে নিতে পারেন।
নিজের আধার নম্বর অনলাইন খুঁজে নেওয়ার পদ্ধতি জানতে ক্লিক করুন
ধাপ ৩: আপডেট আধার অনলাইন অপশনটি ক্লিক করুন

- myAadhaar পোর্টালটিতে “Update Aadhaar Online” অপশনটি ক্লিক করুন।
- এরপর, “Proceed to Update Aadhaar” অপশনটি ক্লিক করুন।
- এরপর একটি নতুন পেজ আপনার সামনে খুলে যাবে।
ধাপ ৪: যে তথ্য সংশোধন করবেন তা এন্টার করুন

- নতুন পেজটিতে যে সকল তথ্য আপনি সংশোধন করতে চান, সেগুলি বেছে নিন (নাম, ঠিকানা ইত্যাদি)।
- সব সঠিক তথ্য বেছে নেওয়ার পর “Proceed to update Aadhaar” অপশনটি ক্লিক করুন।
- এবার ইংরেজি এবং বাংলায় আপনার সংশোধন করার তথ্যগুলি সঠিকভাবে লিখে নিন।
- এরপর “Manual Upload” অপশনটি বেছে নিন।
- এর পরবর্তী ধাপে আপনাকে সংশোধনের জন্য কি ধরণের পরিচিতি পত্র আপলোড করবেন তা বেছে নিন।
- এরপর “Continue to upload” অপশনটি ক্লিক করুন।
- আপনার সঠিক পরিচিতি পত্র (PDF) সিলেক্ট করে নিন।
- এরপর “Next” অপশনটি বেছে নিন।
ধাপ ৫: যে তথ্য সংশোধন করছেন সেগুলি যাচাই করে নিন

- এই পেজটিতে আপনি যে তথ্যগুলি সংশোধন করতে চান, সেগুলি ঠিক আছে কিনা আরো একবার যাচাই করে নিন।
- যদি কোনো তথ্য ভুল থাকে আপনি “Edit” অপশনটিতে গিয়ে ভুল তথ্য সংশোধন করতে পারবেন।
- যদি সকল তথ্য ঠিক থাকে, তবে চেকবক্সটিতে ক্লিক করুন।
- এরপর “Next” অপশনটিতে ক্লিক করুন।
- এরপর আবার একটি নতুন পেজ খুলে যাবে।
ধাপ ৬: পেমেন্ট সম্পূর্ণ করুন

- নতুন পেজটিতে চেকবক্সের ওপর ক্লিক করুন।
- এরপর, “Make Payment” অপশনটি বেছে নিন।
- এর পর আপনার পছন্দ মত পেমেন্টের অপশনটি আপনি বেছে নিতে পারেন।
- আধার কার্ডে তথ্য সংশোধনের ভিত্তিতে আপনার ৫০ টাকা ধার্য করা হবে।
- সব শেষে আপনাকে পেমেন্টের “Acknowledge slip” টি ডাউনলোড করে নিতে পারেন।
আপনার আধার সংসদনের আবেদন জমা পরে যাবে।
এভাবেই আপনার আধার কার্ডের সকল তথ্য অনলাইনেই সংশোধন করা সম্ভব।
মাত্র কয়েকটি ধাপ, আর আপনি সহজেই আপনার আধার কার্ডের তথ্য সংশোধন করতে পারবেন।
আবেদন করার পর আপনি সহজেই আপনার আধার কার্ডের তথ্য সংসদন করার স্টেটাস চেক করতে পারবেন অনলাইনের মাধ্যমে।
আধার কার্ড এর সংসদনের স্টেটাস চেক করার পদ্ধতি জানতে ক্লিক করুন
আধার কার্ড সংসদন সংক্রান্ত প্রয়াসই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
কীভাবে অনলাইনে আপনার আধার কার্ডের তথ্য সংশোধন করবেন?
আপনি UIDAI-এর myAadhaar পোর্টাল myaadhaar.uidai.gov.in-এর মাধ্যমে অনলাইনে আপনার আধার কার্ডের তথ্য সংশোধন করতে পারেন।
আপনি অনলাইনে কোন আধার তথ্য সংশোধন করতে পারেন?
আপনি অনলাইনে আপনার আধার কার্ডে আপনার নাম, ঠিকানা, জন্ম তারিখ, লিঙ্গ এবং স্থানীয় ভাষার তথ্য সংশোধন করতে পারেন।
অনলাইনে আধার তথ্য সংশোধন করতে কী কী নথির প্রয়োজন?
আধার তথ্য পরিবর্তন বা সংশোধন করার জন্য আপনার আধার নম্বর, আধার লিঙ্কযুক্ত মোবাইল নম্বর এবং সাপোর্টিং ডকমেন্টস এর প্রয়োজন।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- ড্রাইভিং লাইসেন্সে ঠিকানা পরিবর্তন অনলাইনে কীভাবে করবেন ২০২৩
- ড্রাইভিং লাইসেন্স রিনিউ করার অনলাইন প্রক্রিয়া 2023
- পশ্চিমবঙ্গ ভোটার তালিকা ২০২৩-এ আপনার নাম চেক করার পদ্ধতি
- পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট ২০২৩ (PDF) ডাউনলোড করার পদ্ধতি
- শুরু হতে চলেছে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস – জেনে নিন সময়সূচি
- আধার ব্যাঙ্ক লিঙ্ক স্ট্যাটাস চেক করার অনলাইন পদ্ধতি ২০২৩
- গাড়ি বা বাইকের RC (মালিকানা) স্থানান্তরের স্ট্যাটাস চেক করার পদ্ধতি
- ডিজিটাল রেশন কার্ড পশ্চিমবঙ্গ (খাদ্য সাথী স্কিম) ২০২৩
- কৃষক বন্ধু প্রকল্প (নতুন) পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য ২০২৩