নতুন আধার কার্ডের জন্য আবেদন করার পরে বা আধারের কোন তথ্য সংশোধন এর জন্য আবেদন করার পরে আপনি হয়তো আপনার আবেদনের স্ট্যাটাস চেক করতে চাইতে পারেন।
UIDAI অনলাইনের মাধ্যমে আপনার আধার কার্ডের স্ট্যাটাস চেক করা অনেক সহজ করে দিয়েছে।
আপনি UIDAI এর অফিশিয়াল ওয়েবসাইট resident.uidai.gov.in থেকে সহজেই আপনার আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবেন।
আজ এই আর্টিকেলটির মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে অনলাইনে আপনার আধার কার্ডের আবেদন এর স্ট্যাটাস চেক করবেন।
তাহলে চলুন পদ্ধতিটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক…
আধার কার্ডের স্টেটাস চেক করার অনলাইন পদ্ধতি
অনলাইনে আধার কার্ড এর স্টেটাস চেক করার জন্য,
প্রথম ধাপ: UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে যান

- প্রথমে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইট এ যান।
- এরপর ওপরের মেনুতে My Aadhar অপশনে যান।
- তার পরে চেক আধার স্টেটাস অপশনে ক্লিক করুন।
- একটি নতুন পেয়েছে আপনার সামনে খুলে যাবে।
দ্বিতীয় ধাপ: Enrolment ID এন্টার করুন

- নতুন পেইজ টিতে আপনার Enrollment ID এন্টার করুন।
- এই Enrollment ID আপনি আপনার অ্যাকনোলেজমেন্ট রিসিট টি তে পেয়ে যাবেন।
- এর পর Security Code এন্টার করুন।
- Submit বাটনটিতে ক্লিক করুন।
- একটি নতুন পেজ আপনার সামনে খুলে যাবে।
তৃতীয় ধাপ: আধার কার্ড এর স্টেটাস চেক করে নিন
- আপনার আধার কার্ড এর আবেদনের স্টেটাস আপনার স্ক্রিনের সামনে চলে আসবে।
- এই পেজটির একটি প্রিন্টআউট আপনি নিয়ে রাখতে পারেন।
এই পদ্ধতি অবলম্বন করে আপনি সহজেই অনলাইনের মাধ্যমে আপনার আধার কার্ড এর স্টেটাস চেক করতে পারবেন।
আধার কার্ড এর স্টেটাস চেক সংক্রান্ত প্রায়সই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আধার কার্ড এর স্টেটাস কি ভাবে চেক করবো?
আপনি UIDAI এর অফিশিয়াল ওয়েবসাইট resident.uidai.gov.in এর মাধ্যমে আধার কাৰ্ড এর স্টেটাস চেক করতে পারবেন।
আধার কার্ড এর স্টেটাস চেক করতে কি কি প্রয়োজন?
আধার কার্ড এর স্টেটাস অনলাইনে চেক করার জন্য আপনার Enrollment ID-র প্রয়োজন যা আপনি আবেদন করার সময় পাওয়া অ্যাকনোলেজমেন্ট রিসিট টি তে পেয়ে যাবেন।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- Vahan NR ই-পরিষেবা পোর্টাল কিভাবে রেজিস্ট্রেশন করবেন ২০২৩
- mParivahan অ্যাপে রেজিস্টার ও লগইন করার অনলাইন পদ্ধতি 2023
- ভারতে ট্রেনের টিকিট কীভাবে বুক করবেন (রিজার্ভেশন) অনলাইনে
- UTS অ্যাপ R-Wallet-এ কীভাবে টাকা যোগ করবেন অনলাইনে 2023
- UTS-এ কীভাবে অসংরক্ষিত (লোকাল বা এক্সপ্রেস) ট্রেনের টিকিট বুক করবেন
- ভারতীয় রেলওয়ে UTS অ্যাপে রেজিস্ট্রেশন কিভাবে করবেন 2023
- ভারতে নাম ধরে অনলাইনে ভোটার ID কীভাবে সন্ধান করবেন
- Aadhaar Update History: কিভাবে চেক ও ডাউনলোড করবেন জানুন
- বিয়ের পর ভোটার কার্ড কীভাবে স্থানান্তর (ঠিকানা পরিবর্তন) করবেন ২০২৩