করোনা কালে বহুদিন ধরেই বিঘ্নিত হয়েছিল বিভিন্ন রেল চলাচল। সম্প্রতি অধিকাংশ ট্রেন চলাচল স্বাভাবিক হলেও, এতদিন চালু হয়নি ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস।
অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে টানা ১১ মাস পরে শুরু হতে চলেছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের যাত্রা। রেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে বেজায় খুশি আসানসোল শিল্প নগরী এবং ঝাড়খণ্ডের বাসিন্দারা।
আগামী ১৩ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত এই ট্রেনের যাত্রা।
১৩ ই ফেব্রুয়ারি ধানবাদ থেকে ছেড়ে হাওড়া এবং ১৪ ই ফেব্রুয়ারি হাওড়া থেকে ধানবাদের উদ্দেশ্যে রওনা দেবে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস।
ট্রেন চলাচল স্বাভাবিক হলেও, পরিবর্তন এসেছে ট্রেন চলাচলের সময়সূচির।
আগে ধানবাদ থেকে এই ট্রেনের রওনা দেওয়ার সময় ছিল সন্ধ্যা ৪.২৫, কিন্তু পরিবর্তন হয় সেই সময় হয়েছে সন্ধ্যা ৪.২০। হাওড়া থেকে এই ট্রেন পূর্ব নির্ধারিত সময়ে ছাড়া হলেও ১১.১০ এর বদলে তা পৌঁছবে ১১.১৮ তে।
ধানবাদের যাত্রীদের জন্য, এই ট্রেনের সময় সকাল ৯:৪১ এ আসানসোল স্টেশন। ধানবাদ থেকে হাওড়া যাওয়ার উদ্দেশ্যে আসানসোল স্টেশনে ট্রেনের সময় বিকেল ৫ টা ৩৪ মিনিটে।
ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের নতুন সময় সূচি:
HWH – DHN | TIME | DHN – HWH | TIME |
---|---|---|---|
HOWRAH | 6:15 | DHANBAD | 16:20 |
DHANBAD | 11:18 | HOWRAH | 21:20 |
এই ট্রেন চলাচল স্বাভাবিক করা হলেও, এই ট্রেনে ভ্রমণের জন্য সংরক্ষণের প্রয়োজন হবে। বিনা সংরক্ষণে এই ট্রেনে আর ভ্রমণ করা যাবে না।
দ্বিতীয় শ্রেণীর চেয়ার কার এবং এসি চেয়ার কারে ভ্রমণের জন্য যাত্রীদের পূর্ববর্তী সংরক্ষণ করতে হবে।
আরো লেটেস্ট খবর পড়ুন
- সামস্য সমাধন (জন সংযোগ) প্রকল্প পশ্চিমবঙ্গ 2024 – সমস্ত তথ্য
- স্বাস্থ্য সাথী কার্ড ব্যালেন্স চেক করার অনলাইন পদ্ধতি 2024
- আধার নম্বর (UID) Lock /Unlock কীভাবে করবেন অনলাইন ২০২৪
- কল্পতরু মেলা (দুর্গাপুর) ২০২৪ – তারিখ, সময় এবং ইতিহাস
- SAIL মেডিক্লেম ই-কার্ড (PDF) কিভাবে ডাউনলোড করবেন ২০২৪
- mParivahan অ্যাপে আপনার DL এবং RC কীভাবে সেভ করবেন 2024
- LPG গ্যাস KYC আপডেট (অনলাইন e-KYC এবং অফলাইন) পদ্ধতি ২০২৪
- নাম দিয়ে ড্রাইভিং লাইসেন্স (DL) নম্বর কীভাবে খুঁজে পাবেন জেনে নিন
- প্রতিবন্ধী শংসাপত্রের স্ট্যাটাস চেক করার অনলাইন পদ্ধতি পশ্চিমবঙ্গ