কলকাতা: ১৫ দিনের জন্য ফের বাড়ানো হলো আংশিক লকডাউন এর মেয়াদ।
সোমবার একটি প্রেস কনফারেন্সে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আংশিক লকডাউন এর মেয়াদ বাড়ানো হলো ১ জুলাই অবধী।
পশ্চিমবঙ্গে প্রযোজ্য লকডাউনের গাইডলাইনস এর মধ্যে হালকা পরিবর্তন করা হয়েছে।
আগামী ১ জুলাই অব্দি যা যা খোলা ও বন্ধ থাকবে সেগুলি হল:
- সকাল ৭ টা থেকে ১১ টা অব্দি খোলা থাকবে বাজার দোকান এবং হাট।
- অন্যান্য দোকান খোলা রাখাযাবে সকাল ১০ টা থেকে বিকাল ৬টা অবদি।
- সকাল ১০ টা থেকে দুপুর ২টো অবদি খোলা থাকবে ব্যাঙ্ক।
- দুপুর ১২ টা থেকে রাত ৮ টা অবদি খোলা থাকবে রেস্তোরাঁ, পানশালা ও হোটেল।
- সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬টা অবদি খোলা রাখা হবে শপিং মল। সর্বোচ্চ ৩০% গ্রাহক ঢোকার অনুমতি থাকবে।
- দর্শকশূন্য স্টেডিয়াম খুলে রাখার অনুমতি দেওয়া হয়েছে।
- সিনেমা হল, স্পা ও ওয়েলনেস সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- লোকাল ট্রেন ও মেট্রো বন্ধ থাকবে।
- সকাল ১০ টা থেকে বিকাল ৪ টে অবধি খোলা রাখা যাবে বেসরকারি দপ্তর।
- ২৫% কর্মী নিয়ে কাজ করা যাবে সেকানে।
এই গাইডলাইনস নিয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলবেননা।
সমস্ত লেটেস্ট খবর আপনার Telegran এ পেতে Join করুন আমাদের Telegram Group
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- দুর্গাপুর স্টিল টাউনশিপের বিদ্যুৎ সরবরাহ আংশিকভাবে বন্ধ থাকার বিজ্ঞপ্তি
- পশ্চিমবঙ্গ কাস্ট সার্টিফিকেট ডাউনলোড (PDF) অনলাইন প্রক্রিয়া ২০২৩
- কৃষক বন্ধু আইডি নাম্বার চেক (সার্চ) করার অনলাইন পদ্ধতি ২০২৩
- স্বাস্থ্য সাথী কার্ডের জন্য অনলাইন আবেদন পদ্ধতি পশ্চিমবঙ্গ ২০২৩
- স্বাস্থ্য সাথী অনলাইন আবেদনের স্টেটাস চেক কীভাবে করবেন ২০২৩
- ভোটার আইডি-র সাথে আধার লিংক করার অনলাইন পদ্ধতি ২০২৩
- সিউড়ি-অন্ডাল-শিয়ালদহ রুটে নতুন ট্রেন চালু হচ্ছে ১ আগস্ট থেকে
- দুর্গাপুরে নতুন ইন্টারনেট এক্সচেঞ্জ পয়েন্টের (IXP) চালু করা হলো
- সরকারি হাসপাতালে অনলাইন OPD টিকিট বুকিং – SSKM, PG, NRS