পশ্চিমবঙ্গ সরকার এখন ডিজিটাল রেশন কার্ড ডাউনলোড করা অনেক সহজ করে দিয়েছে।
এই ই-রেশন কার্ড এখন আপনি সহজেই অনলাইনের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট food.wb.gov.in থেকে ডাউনলোড করতে পারবেন।
এই আর্টিকেলটিতে, আপনি পশ্চিমবঙ্গ ডিজিটাল রেশন কার্ড সম্বন্ধে যে বিষয়গুলি জানতে পারবেন সেগুলি হল,
- ই-রেশন কার্ড ডাউনলোড করার পদ্ধতি
- ই-রেশন কার্ড কি
- ই-রেশন কার্ড পাওয়ার যোগ্যতা
- ই-রেশন কার্ডের বিশেষত্ব
- ই-রেশন কার্ডের প্রয়োজনীয়তা
তাহলে চলুন এই বিষয়গুলি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক।
ই-রেশন কার্ড (PDF) ডাউনলোড করার অনলাইন পদ্ধতি
পিডিএফ ফরমেটে ডিজিটাল রেশন কার্ড ডাউনলোড করার জন্য,
ধাপ ১: অফিসিয়াল ওয়েবসাইটে যান
- প্রথমে, পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তর এর অফিসিয়াল ওয়েবসাইট food.wb.gov.in-এ যান।
- ওয়েবসাইট টি খোলার পরে ‘Citizen’s Home’ বিকল্পে ক্লিক করুন।
- এরপর, ‘Ration Card Related Corner’ বিকল্পে ক্লিক করুন।
- একটি নতুন পেজ আপনার সামনে খুলে যাবে।
আপনি যদি মোবাইল থেকে ডাউনলোড করছেন তাহলে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিচের দিকে একটু স্ক্রল করলে আপনি ‘Citizen’s Home’ অপশনটি পেয়ে যাবেন।
ধাপ ২: ই রেশন কার্ড ডাউনলোড পেজটি ওপেন করুন
- এখন, ‘Self-Service Through Aadhaar’ বোতামটিতে ক্লিক করুন।
- একটি নতুন পেজ আপনার সামনে খুলে যাবে।
- এরপর, ‘Download’ এর অধীনে ‘e-RC /Surrender Certificate’ বিকল্পে ক্লিক করুন।
- আরো একটি নতুন পেজ আপনার সামনে খুলে যাবে।
ধাপ ৩: ই রেশন কার্ড ডাউনলোড করুন
- নতুন পেজটিতে, আপনার রেশন কার্ড নম্বর নির্দিষ্ট জায়গায় ইন্টার করে দিন।
- এরপর, নির্দিষ্ট জায়গায় Captcha কোড এন্টার করুন।
- এরপর, “Search” বোতামটিতে ক্লিক করুন।
- আপনার রেশন কার্ডের তথ্য আপনার সামনে প্রদর্শিত হবে। এরপর, ‘Download’ বোতামটিতে ক্লিক করুন।
- আপনার e-Ration কার্ডটি ডাউনলোড হয়ে যাবে।
ই রেশন কার্ড কি
পশ্চিমবঙ্গ সরকারের কথা অনুযায়ী, ই-রেশন কার্ড একটি পিডিএফ ডকুমেন্ট যা পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তর এর পক্ষ থেকে ইস্যু করা হয়।
এই রেশন কার্ডটির একটি বাস্তব রেশন কার্ডের সমান গুরুত্ব রয়েছে ও একটি বাস্তব রেশন কার্ডের বদলে বেবহার করা যেতে পারে।
এটি যেকোন রেশন দোকানে দেখিয়ে আপনি খাদ্য সামগ্রী সংগ্রহ করতে পারবেন।
সহজ কথায় বলতে গেলে এই রেশন কার্ড একটি ডুবলিকেট রেশন কার্ড যা পিডিএফ ফরম্যাটে রয়েছে।
পশ্চিমবঙ্গে ই-রেশন কার্ড পাওয়ার যোগ্যতা
ই-কার্ড ডাউনলোড করার জন্য আপনার আধার ও রেশন কার্ড লিঙ্ক করা থাকতে হবে।
লিংক করা না থাকলে এই পদ্ধতি গুলি অবলম্বন করে আপনি আধার ও রেশন কার্ড লিঙ্ক করে নিতে পারেন।
ই-রেশন কার্ডের বিশেষত্ব
পশ্চিমবঙ্গের ই-রেশন কার্ডের কিছু বিশেষত্ব হলো,
- একটি ই-রেশন কার্ডের একটি ডিজিটাল রেশন কার্ডের সমান গুরুত্ব রয়েছে।
- ই-রেশন কার্ড যেকোনো সময় অনলাইনে QR কোড এর দ্বারা ভেরিফাই করা সম্ভব।
- ই-রেশন কার্ড যেকোনো সময় অনলাইন খাদ্য ও সরবরাহ দপ্তরের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।
পশ্চিমবঙ্গের ই রেশন কার্ড এর প্রয়োজনীয়তা
পশ্চিমবঙ্গের ই-রেশন কার্ডের কিছু প্রয়োজনীয়তা হল,
- আপনার ফিজিক্যাল রেশন কার্ড নিয়ে যাওয়ার কোন প্রয়োজনীয়তা নেই।
- আপনি এই রেশন কার্ডের প্রিন্ট কপি নিয়ে গিয়ে খাদ্য সামগ্রী সংগ্রহ করতে পারবেন।
- আপনি কি রেশন কার্ডের পিডিএফ সফট কপি নিজের মোবাইলে নিয়ে গিয়ে খাদ্য সামগ্রী সংগ্রহ করতে পারবেন।
- আপনি যেকোনো সময়ই রেশন কার্ডের ওয়েবসাইট থেকে এটি ডাউনলোড করতে পারবেন যতবার খুশি।
আরো রেশন কার্ড সংক্রান্ত তথ্য
- ডিজিটাল রেশন কার্ড পশ্চিমবঙ্গ (খাদ্য সাথী স্কিম) 2024
- ভর্তুকিহীন রেশন কার্ড পশ্চিমবঙ্গ (ফর্ম ১০) অনলাইনে আবেদন করুন
- খাদ্য সাথী আমার রেশন মোবাইল অ্যাপ – কীভাবে ব্যবহার করবেন
- পশ্চিমবঙ্গ দুয়ারে রেশন ও রেশন কার্ড হোয়াটসঅ্যাপ নম্বর
- নাম বা মোবাইল নম্বর দিয়ে রেশন কার্ড চেক করার পদ্ধতি জেনে নিন
- পশ্চিমবঙ্গে e-Ration কার্ড কিভাবে ডাউনলোড করবেন তা জেনে নিন