বেড়ে চলেছে করোনা সংক্রমণ। এই সংক্রমণ রোদ করতে পশ্চিমবঙ্গ সরকার কিছু গাইডলাইন চালু করেছে আগেই।
এই গাইডলাইনসে ব্যাংকের সময় দুপুর দুটো অব্দি ঠিক করে দেওয়া হয়েছে যার ফলে সমস্যায় পড়েছেন বহু গ্রাহক।
তাই এবার গ্রাহকদের এই সমস্যার সমাধান করতে ও ব্যাংকের ভির কমাতে এই ডোর স্টেপ ব্যাংকিং সার্ভিস (Doorstep Banking) পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে SBI.
কি কি পরিষেবা পাবেন গ্রাহক রা?
গ্রাহক রা যেসব পরিষেবা পাবেন সেগুলি হলো:
- চেক
- ড্রাফট
- পে অর্ডার
- নতুন চেক বই
- আইটি চালান টিডিএস
- ফর্ম 16 সার্টিফিকেট
- টার্ম ডিপোজিট রিসিপ ডেলিভারি
- KYC ডকুমেন্ট সংগ্রহ
- পেনশনভোগীদের জন্য ডিজিটাল লাইফ সার্টিফিকেট
একদিনে ২০,০০০ টাকা অব্দি তোলা ও জমা দেওয়ার যাবে। সার্ভিস চার্জ হিসাবে Non-financial transactions এর জন্য Rs ৬০ + GST ও financial transactions এর জন্য Rs ১০০ + GST দিতে হবে।
এই সুবিধা নিতে গ্রাহক দেড় প্রথমে করতে হবে রেজিস্ট্রেশন।
কীভাবে করবেন এই রেগিস্ট্রেশন?
গ্রাহকদের রেজিস্টার করতে ফোন করতে হবে টোল-ফ্রি নাম্বার 18001037188 বা 18001213721.
কারা এই পরিষেবা পাবেন?
যারা এই পরিষেবা পাবেন তারা হলেন:
- প্রবীণ নাগরিক যাদের বয়স ৭০-এর উপরে, যারা পৃথকভাবে সক্ষম বা অসুস্থ
- KYC করা থাকতে হবে
- মোবাইল নাম্বার অ্যাকাউন্টের সঙ্গে লিংক করা থাকতে হবে
- ঠিকানা মাইন ব্রাঞ্চ থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে রেজিস্টার থাকতে হবে
- সিঙ্গেল একাউন্ট হোল্ডার হতে হবে
শনিবার টুইট করে এই পরিষেবার কথা জানানো হয় SBI এর তরফ থেকে।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- পশ্চিমবঙ্গ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (PCC)-র আবেদন কিভাবে করবেন
- WBSEDCL পোর্টালে একটি অ্যাকাউন্ট কিভাবে তৈরি (রেজিস্টার) করবেন
- PM Kisan রেজিস্ট্রেশন নম্বর অনলাইনে কীভাবে খুঁজে পাবেন
- WBSEDCL বিদ্যুৎ বিল অনলাইনে কিভাবে ডাউনলোড করবেন
- WBSEDCL পেমেন্ট রসিদ অনলাইনে কিভাবে ডাউনলোড করবেন
- পুরোনো (ম্যানুয়াল) জাতি শংসাপত্র কিভাবে ডিজিটাল করবেন জেনে নিন
- কাস্ট সার্টিফিকেট ডিজিটাইজেশন স্ট্যাটাস চেক কিভাবে করবেন 2024
- সামস্য সমাধন (জন সংযোগ) প্রকল্প পশ্চিমবঙ্গ 2024 – সমস্ত তথ্য
- স্বাস্থ্য সাথী কার্ড ব্যালেন্স চেক করার অনলাইন পদ্ধতি 2024