Skip to content

আবার ও ঘটে গেল নতুন আশঙ্কাজনক ঘটনা পুরীর জগন্নাথ মন্দিরের

puri temple flag

পুরী: কয়েক মাস আগেই আমরা পুরীর জগন্নাথ মন্দিরের এক ভয়ঙ্কর দুর্ঘটনার কথা জানতে পেরেছিলাম।

পুরীর মন্দিরের মূল ধ্বজা প্রদীপের শিখায় আগুন ধরে যায়। তারপর নতুন পতাকা লাগানো হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ঘটলো আর এক অবাক বিস্ময়কর ঘটনা।

আজ বিকাল পাঁচটার সময় পুরীর জগন্নাথ মন্দিরের মূল ধ্বজা হাওয়াতে উড়ে যায়।

প্রথমে ধ্বজা উড়ে যাওয়ার ব্যাপারটি কারোর নজরে পড়েনি। এরপরেই হঠাত করেই ঘটনা প্রকাশ্যে আসার পরেই হৈচৈ বেঁধে যায় মন্দিরে।

খবর প্রকাশ পেতেই সবার মনে আশঙ্কা দানা বাঁধছে। এদিকে কদিন ধরে আবহাওয়া দপ্তর জানিয়েছে শীঘ্রই ধেয়ে আসছে সুপার সাইক্লোন আমফান।

ক্রমশ উড়িশ্যা বাসীর মনে ভয় এর বাসা বাঁধছে ।

নতুন করে কোন দুর্ভোগ আর দুর্দিন আস্তে চলেছে তার এ ইঙ্গিত দিচ্ছেন জগন্নাথ মহাপ্রভু সেটা নিয়েই যথেষ্ট চিন্তিত দেশবাসী।

দিনে দিনে আরো কত মারাত্মক দুঃসংবাদ বয়ে নিয়ে আসবে ২০২০ সাল আর কবে এই দুর্যোগ থেকে মুক্তি পাবে সেটাই অপেক্ষা করছে প্রত্যেকে।

আবার নতুন ধ্বজা লাগানো হয় মন্দিরের শিখরে।