দেশে করোনার ঊর্ধ্বমুখী গ্রাফ যথেষ্ট শঙ্কার বিষয়। সমস্ত রাজ্যের মধ্যে করোনা সংক্রমনে মৃত্যুর নিরিখে রাজ্যের স্থান দ্বিতীয়।
উৎসবের পরে রাজ্যে করোনার গ্রাফে কিছুটা ঊর্ধ্বমুখীতা লোপ পেলেও, আক্রান্তের সংখ্যাটা নেহাতই তুচ্ছ নয়।
এই করোনার আবহে রাজ্য সরকার সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দিয়ে এসেছে প্রথম থেকেই।
কিন্তু, সিংহভাগ মানুষের মধ্যেই সচেতনতার অভাব পরিলক্ষিত হচ্ছে।
এরকমই ঘটনা দেখা গেল উলুবেরিয়া ইএসআই হাসপাতালে। করোনা সংক্রমনের পরে এই হাসপাতালকে কোভিড হাসপাতাল হিসেবে ঘোষণা করেছিল রাজ্য সরকার।
বহিরাগতদের যাতায়াত রোধ করতে এবং হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের বাইরে বেরোনো আটকাতে পুলিশ ক্যাম্প বসানো হয়েছিল হাসপাতালের সামনে।
কিন্তু অভিযোগ, সম্প্রতি ক্যাম্প থাকলেও সেখানে দেখা মিলছে না পুলিশকর্মীদের।
এর ফলে বহিরাগতরা অনায়াসেই হাসপাতাল চত্বরে যাতায়াত করতে পারছেন, এমনকি কোভিড ওয়ার্ড থেকেও বেরিয়ে আসতে দেখা যাচ্ছে রোগীদের।
প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি এই হাসপাতালে চিকিৎসাধীন এক করোনা রোগীকেও হাসপাতালের মেন গেটের বাইরে বিড়ি-সিগারেট কিনতে দেখা গিয়েছে।
ফলে স্বভাবতই, আতঙ্ক ছড়াচ্ছে এলাকায়।
বিষয়টি সামনে এনে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ ক্যাম্পে ২৪ ঘন্টা পুলিশ মোতায়েনের আর্জি জানিয়েছে পুলিশ ও প্রশাসনের বিভিন্ন স্তরে।
উলুবেরিয়া ইএসআই হাসপাতালে মোট শয্যা সংখ্যা ১০০ এবং এখানে বর্তমানে ১৫ জন করোনা আক্রান্ত ব্যক্তি চিকিৎসাধীন।
হাসপাতালে কর্মী সংখ্যা প্রায় ১৫০ এরও বেশি। এরপরেও কিভাবে এই ধরনের ঘটনা ঘটতে পারে তা প্রশ্ন তোলায় বিষয়টি এড়িয়ে গেছেন হাসপাতাল সুপার।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- কল্পতরু মেলা (দুর্গাপুর) ২০২৪ – তারিখ, সময় এবং ইতিহাস
- শুরু হতে চলেছে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস – জেনে নিন সময়সূচি
- দুর্গাপুর থেকে জয়পুর ও পাটনা ফ্লাইট পরিষেবা শুরু হচ্ছে মে মাসেই
- দুর্গাপুর স্টিল টাউনশিপের বিদ্যুৎ সরবরাহ আংশিকভাবে বন্ধ থাকার বিজ্ঞপ্তি
- সিউড়ি-অন্ডাল-শিয়ালদহ রুটে নতুন ট্রেন চালু হচ্ছে ১ আগস্ট থেকে
- দুর্গাপুরে নতুন ইন্টারনেট এক্সচেঞ্জ পয়েন্টের (IXP) চালু করা হলো
- খুশকি দূর করার ৫ ঘরোয়া উপায় | Dandruff Home Remedies in Bengali
- চিয়া বীজ এর ৮ উপকারিতা ও স্বাস্থ্যগুণ | Benefits of Chia Seeds
- মেথির বীজ এর ৮ উপকারিতা | Fenugreek (Methi) Seeds Benefits