Skip to content

বাঘ, সিংহ যেন এনার পালিত পশু, সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

স্বচ্ছন্দে খেলে বেড়াচ্ছেন তিনি সিংহ, সিংহী দের সাথে।

সিংহ খেলার ছলে ঝাঁপিয়ে পড়ছে কখনো তার কোলে, পিঠে আবার তিনিও খেলার ছলে হাত ঢুকিয়ে দিচ্ছেন বিশালাকৃতির সিংহের মুখে।

কখনো জল খাওয়াচ্ছেন সিংহের দলকে বা তাদের সাথে খুনসুটি করছেন।

সোশাল মডিয়ায় এহেন ভিডিও দেখে দর্শকদের চোখ কপালে উঠেছে। ভদ্রলোকের নাম ডিন স্নাইডার।

আদতে সুইস এই ভদ্রলোক সুইজারল্যান্ড থেকে দক্ষিণ আফ্রকায় আসেন এবং বন্য জন্তুজানোয়ারদের জন্য খোলেন একটি সংরক্ষণ কেন্দ্র।

নাম দেন “হাকুনা মিপাকা”। বিক্ষত বন্যপ্রাণী সংরক্ষক প্রয়াত স্টিভ আইরিন এর থেকে অনুপ্রাণিত হয়েই তিনি এই সংরক্ষণ কেন্দ্রটি খোলেন।

৪০০ হেক্টরের এই সংরক্ষণ কেন্দ্রে মিলবে সিংহ থেকে শুরু করে হায়না, জেবরা, ইম্পালা, বেবুন, কাঙারুর মত জন্তু। তাদের সাথেই দিনের সিংহভাগ সময় কাটান ডিন।

ভিডিওতে দেখা যাচ্ছে পরম আদর এবং যত্নের সাথে তিনি জন্তু জনোয়ারদের সেবা করতে ব্যাস্ত। ছোট্ট কাঙারুকে পরম যত্নে তিনি লালন পালন করছেন।

ডিন এবং আরও অনেক বন্যপ্রাণী সংরক্ষক মিলে তার সংরক্ষণ কেন্দ্রে আঘাতপ্রাপ্ত জন্তুদের চিকিৎসার ব্যাবস্থা করেছেন।

সোশাল মিডয়ায় এই ভিডিও ভাইরাল হাওয়াতেই দর্শকদের মন কেড়ে নিয়েছেন ডিন স্নাইডার।

নেটিজেনরা তার এই উদ্যোগের ভূয়সি প্রশংসা করেছেন। ডিন তার সংরক্ষণ কেন্দ্রে জন্তু জানোয়ারদের সাথে কার্যকলাপ নিয়মিত পোস্ট করেন সোশাল মিডিয়ায়।

ইনস্টাগ্রামে তার ভক্তসংখ্যা নেহাতই কম নয়, প্রায় ৭.৯ মিলিয়ন

তিনি প্রতিনিয়ত তার “পোষ্য” দের সাথে কাটানো মুহুর্ত নিয়মিত পোস্ট করেন ইনস্টাগ্রামে।

দেখুন সেই ভিডিও:

সমস্ত লেটেস্ট খবর আপনার Telegran এ পেতে Join করুন আমাদের Telegram Group

[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন