Skip to content

লক্ষীর ভান্ডার স্ট্যাটাস চেক (Status Check) করার পদ্ধতি ২০২৩

পশ্চিমবঙ্গ সরকার নিজের দুয়ারে সরকার ক্যাম্পের মধ্যে দিয়ে এক নতুন প্রকল্প চালু করেছে লক্ষীর ভান্ডার প্রকল্প।

এই প্রকল্পের দাড়া পশ্চিমবঙ্গের কম আয় সম্পন্ন পরিবারগুলির মহিলা প্রধানরা প্রতিমাসে আর্থিক সাহায্য পাবে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে।

এই আর্টিকেলটি মাধ্যমে আপনারা জানতে পারবেন লক্ষীর ভান্ডার প্রকল্পের,

তাহলে চলুন বিষয়গুলি বিস্তারিত ভাবে দেখে নেওয়া যাক।

লক্ষীর ভান্ডার প্রকল্প আবেদনের স্ট্যাটাস চেক করার পদ্ধতি

লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদন এর status জানার জন্য আপনাকে আপনার রেজিস্টার মোবাইল নম্বরে আসা SMS-এর উপর নির্ভর করতে হবে।

আপনার রেজিস্টার মোবাইল নম্বরে আসা SMS দেখে আপনার আবেদনের স্ট্যাটাস বোঝার পদ্ধতি নিচে দেওয়া হল।

SMS ReceivedStatus
SMS এর মাধ্যমে Application ID পেলে।আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন সঠিক ভাবে জমা পরে গেছে।
রেজিস্টার করা মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে Beneficiary ID পেলেলক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন সফলভাবে ভেরিফাই করা হয়ে গেছে।
কোনো SMS না পেলেকিছুদিন অপেক্ষা করুন ও ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে নাকি দেখুন।

পশ্চিমবঙ্গ সরকার লক্ষীর ভান্ডার এর জন্য একটি নতুন socialsecurity.wb.gov.in পোর্টাল চালু করেছেন

তবে এই ফটোটি শুধুমাত্র অফিসিয়াল কাজ কারবার এর জন্য। কোন সাধারণ মানুষ এই socialsecurity.wb.gov.in পোর্টালে লগইন করতে পারবেন না।

লক্ষীর ভান্ডার প্রকল্প payment স্ট্যাটাস চেক করার পদ্ধতি

লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকেছে কিনা তা দেখার জন্য,

  1. কে ব্যাঙ্ক ডিটেলস আবেদন করার সময় জমা দিয়েছিলেন সেই ব্যাংকে যান।
  2. নিজের পাস বইটি আপডেট করুন।
  3. তাহলে দেখতে পাবেন লক্ষীর ভান্ডার প্রকল্প থেকে আপনার একাউন্টে টাকা ঢুকেছে কিনা।

ঘরে বসে লক্ষীর ভান্ডার এর payment status দেখার জন্য নিজের মোবাইলে ব্যাংকের passbook অ্যাপ ডাউনলোড করে তা যাচাই করতে পারবেন।

আবেদন ও ব্যাংক একাউন্টে টাকা ঢোকার status চেক করার নতুন কোন পদ্ধতি পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা চালু করলেন তা আমরা আপডেট করে দেবো।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী

আমি কি socialsecurity.wb.gov.in থেকে লক্ষীর ভান্ডারের আবেদনের স্টেটাস দেখতে পারি??

না। শুধুমাত্র লক্ষীর ভান্ডারের প্রকল্পের সাথে যুক্ত কর্মকর্তারা সামাজিক socialsecurity.wb.gov.in পোর্টালের মাধ্যমে স্ট্যাটাস চেক করতে পারেন। পোর্টালটি সাধারণের জন্য খোলা হয়নি।

লক্ষীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে ব্যাংকে ঢুকবে?

লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের অধীনে, আপনি ২০২১ সালের সেপ্টেম্বর মাস থেকে টাকা পাওয়া শুরু করবেন।


আরো রাজ্য সরকারের প্রকল্প গুলি জানুন