পশ্চিমবঙ্গ সরকার নিজের দুয়ারে সরকার ক্যাম্পের মধ্যে দিয়ে এক নতুন প্রকল্প চালু করেছে লক্ষীর ভান্ডার প্রকল্প।
এই প্রকল্পের দাড়া পশ্চিমবঙ্গের কম আয় সম্পন্ন পরিবারগুলির মহিলা প্রধানরা প্রতিমাসে আর্থিক সাহায্য পাবে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে।
এই আর্টিকেলটি মাধ্যমে আপনারা জানতে পারবেন লক্ষীর ভান্ডার প্রকল্পের,
তাহলে চলুন বিষয়গুলি বিস্তারিত ভাবে দেখা যাক।
লক্ষীর ভান্ডার প্রকল্প আবেদনের স্ট্যাটাস চেক করার পদ্ধতি
লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদন এর status জানার জন্য আপনাকে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার আছে SMS-এর উপর নির্ভর করতে হবে।
আপনার রেজিস্টার মোবাইল নম্বরে আসা SMS দেখে আপনার আবেদনের স্ট্যাটাস বোঝার পদ্ধতি নিচে দেওয়া হল।
SMS Received | Status |
---|---|
SMS এর মাধ্যমে Application ID পেলে। | আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন সঠিক ভাবে জমা পরে গেছে। |
রেজিস্টার করা মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে Beneficiary ID পেলে | লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন সফলভাবে ভেরিফাই করা হয়ে গেছে। |
কোনো SMS না পেলে | কিছুদিন অপেক্ষা করুন ও ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে নাকি দেখুন। |
পশ্চিমবঙ্গ সরকার লক্ষীর ভান্ডার এর জন্য একটি নতুন socialsecurity.wb.gov.in পোর্টাল চালু করেছেন
তবে এই ফটোটি শুধুমাত্র অফিসিয়াল কাজ কারবার এর জন্য। কোন সাধারণ মানুষ এই socialsecurity.wb.gov.in পোর্টালে লগইন করতে পারবেন না।
লক্ষীর ভান্ডার প্রকল্প payment স্ট্যাটাস চেক করার পদ্ধতি
লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকেছে কিনা তা দেখার জন্য,
- কে ব্যাঙ্ক ডিটেলস আবেদন করার সময় জমা দিয়েছিলেন সেই ব্যাংকে যান।
- নিজের পাস বইটি আপডেট করুন।
- তাহলে দেখতে পাবেন লক্ষীর ভান্ডার প্রকল্প থেকে আপনার একাউন্টে টাকা ঢুকেছে কিনা।
ঘরে বসে লক্ষীর ভান্ডার এর payment status দেখার জন্য নিজের মোবাইলে ব্যাংকের passbook অ্যাপ ডাউনলোড করে তা যাচাই করতে পারবেন।
আবেদন ও ব্যাংক একাউন্টে টাকা ঢোকার status চেক করার নতুন কোন পদ্ধতি পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা চালু করলেন তা আমরা আপডেট করে দেবো।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আমি কি socialsecurity.wb.gov.in থেকে লক্ষীর ভান্ডারের আবেদনের স্টেটাস দেখতে পারি??
না। শুধুমাত্র লক্ষীর ভান্ডারের প্রকল্পের সাথে যুক্ত কর্মকর্তারা সামাজিক socialsecurity.wb.gov.in পোর্টালের মাধ্যমে স্ট্যাটাস চেক করতে পারেন। পোর্টালটি সাধারণের জন্য খোলা হয়নি।
লক্ষীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে ব্যাংকে ঢুকবে?
লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের অধীনে, আপনি ২০২১ সালের সেপ্টেম্বর মাস থেকে টাকা পাওয়া শুরু করবেন।
সমস্ত লেটেস্ট খবর আপনার Telegran এ পেতে Join করুন আমাদের Telegram Group
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- দুর্গাপুর স্টিল টাউনশিপের বিদ্যুৎ সরবরাহ আংশিকভাবে বন্ধ থাকার বিজ্ঞপ্তি
- পশ্চিমবঙ্গ কাস্ট সার্টিফিকেট ডাউনলোড (PDF) অনলাইন প্রক্রিয়া ২০২৩
- কৃষক বন্ধু আইডি নাম্বার চেক (সার্চ) করার অনলাইন পদ্ধতি ২০২৩
- স্বাস্থ্য সাথী কার্ডের জন্য অনলাইন আবেদন পদ্ধতি পশ্চিমবঙ্গ ২০২৩
- স্বাস্থ্য সাথী অনলাইন আবেদনের স্টেটাস চেক কীভাবে করবেন ২০২৩
- ভোটার আইডি-র সাথে আধার লিংক করার অনলাইন পদ্ধতি ২০২৩
- সিউড়ি-অন্ডাল-শিয়ালদহ রুটে নতুন ট্রেন চালু হচ্ছে ১ আগস্ট থেকে
- দুর্গাপুরে নতুন ইন্টারনেট এক্সচেঞ্জ পয়েন্টের (IXP) চালু করা হলো
- সরকারি হাসপাতালে অনলাইন OPD টিকিট বুকিং – SSKM, PG, NRS