কলকাতা: এনার নাম ভগবান মালি। বাড়ি মালদায়।
ধবধবে সাদা চুল, মুখ ভর্তি দাড়ি, মলিন হয়ে আসা জামাকাপড়, জরাজীর্ণ চেহারা আর হাতে এক বেহালা বাদ্যযন্ত্রের ঠিক যেন স্বর্গের কোনো দেবদূত।
কি ভাবছেন বেহালা হাতে নিয়েই পথে পথে ভিক্ষা করেন ইনি? না! তাহলে বলবো সম্পূর্ণ ভুল ভাবছেন। ইনি কোনো ভিখারী নন। ইনি একজন স্ট্রিট আর্টিস্ট।
কিছুদিন আগে সোশাল মিডিয়ায় এনার এক ভিডিও ভাইরাল হয়। তার মধুর বেহালার আওয়াজ শুনে মুগ্ধ অনেকেই।
জানা গেছে এনার প্রায়শই দেখা মেলে গিরিশ পার্ক চত্বরে। মাঝে মাঝে রবীন্দ্র সরোবরের গেট এর বাইরে। হয়তো অনেকে দেখেও থাকবেন।
বেহালার ওপর জাদু ছড়ি চালিয়ে সুরের ঝংকার তোলেন ওই প্রৌঢ়। ব্যস্ত শহরের বাসিন্দাদের মন্ত্রমুগ্ধ করাই তার কাজ।
এনার বেহালার মনোমুগ্ধকর সুর আপনার মনকেও আকুল করে তুলবেই।
আমেরিকা বা UK তে আমরা স্ট্রিট আর্টিস্ট দের ভিডিও দেখে কতই না মুগ্ধ হয়। সেখানে যথেষ্ট সম্মান ও পান তাঁরা।
ট্রেন ও বাস এ এমনি নানান শিল্পীদের আমরা উপেখ্যা করে যাই। একতারা নিয়ে বাউল, মাদল, বাঁশি নিয়ে প্রতিদ্বন্দীদের দেখলেও মুখ ফিরিয়ে নি।
আমরা প্রায়শই তাদের প্রতিভাগুলো এড়িয়েই যাই। কিন্তু নিজের শহরের এই অসাধারণ গুন সম্পন্ন মানুষ গুলি কেমন একলা পরে যান।
এনার ভিডিও ভাইরাল হওয়ার পর অবশ্য অনেকেই ইতিমধ্যে চেষ্টা করেছেন এই ভদ্রলোকের দিকে যথাসাধ্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার।
কিন্তু এরকম অনেক স্ট্রিট আর্টিস্ট আছেন যারা সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠতে পারেননা।
এনাদের মতো মানুষজন কি সম্মানের অধিকারী নন?
এই শিল্পীদের অসাধারণ প্রতিভা গুলি কে ভিডিও করে ভাইরাল অনেকেই করে তোলেন। পরের বার এই রকম কাওকে দেখলে তাকে ভাইরাল করার সাথে সাথে তাঁকে রাস্তা তেও সেই সম্মান টুকু দিন।
সবাই তাদের এই অপূর্ব প্রতিভার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তাদের জীবন যুদ্ধেকে একটু সহজ করে তুলতে পারি।
আসুন না পৃথিবীটা এই নাম না জানা শিল্পীদের জন্য একটু ভালো জায়গায় করে দি ।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- পশ্চিমবঙ্গে EWS সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করবেন (৩ ধাপে)
- পশ্চিমবঙ্গে EWS শংসাপত্রের স্ট্যাটাস চেক কীভাবে করবেন জেনে নিন
- পশ্চিমবঙ্গ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (PCC)-র আবেদন কিভাবে করবেন
- WBSEDCL পোর্টালে একটি অ্যাকাউন্ট কিভাবে তৈরি (রেজিস্টার) করবেন
- PM Kisan রেজিস্ট্রেশন নম্বর অনলাইনে কীভাবে খুঁজে পাবেন
- WBSEDCL বিদ্যুৎ বিল অনলাইনে কিভাবে ডাউনলোড করবেন
- WBSEDCL পেমেন্ট রসিদ অনলাইনে কিভাবে ডাউনলোড করবেন
- পুরোনো (ম্যানুয়াল) জাতি শংসাপত্র কিভাবে ডিজিটাল করবেন জেনে নিন
- কাস্ট সার্টিফিকেট ডিজিটাইজেশন স্ট্যাটাস চেক কিভাবে করবেন 2024