কলকাতা: এনার নাম ভগবান মালি। বাড়ি মালদায়।
ধবধবে সাদা চুল, মুখ ভর্তি দাড়ি, মলিন হয়ে আসা জামাকাপড়, জরাজীর্ণ চেহারা আর হাতে এক বেহালা বাদ্যযন্ত্রের ঠিক যেন স্বর্গের কোনো দেবদূত।
কি ভাবছেন বেহালা হাতে নিয়েই পথে পথে ভিক্ষা করেন ইনি? না! তাহলে বলবো সম্পূর্ণ ভুল ভাবছেন। ইনি কোনো ভিখারী নন। ইনি একজন স্ট্রিট আর্টিস্ট।
কিছুদিন আগে সোশাল মিডিয়ায় এনার এক ভিডিও ভাইরাল হয়। তার মধুর বেহালার আওয়াজ শুনে মুগ্ধ অনেকেই।
জানা গেছে এনার প্রায়শই দেখা মেলে গিরিশ পার্ক চত্বরে। মাঝে মাঝে রবীন্দ্র সরোবরের গেট এর বাইরে। হয়তো অনেকে দেখেও থাকবেন।
বেহালার ওপর জাদু ছড়ি চালিয়ে সুরের ঝংকার তোলেন ওই প্রৌঢ়। ব্যস্ত শহরের বাসিন্দাদের মন্ত্রমুগ্ধ করাই তার কাজ।
এনার বেহালার মনোমুগ্ধকর সুর আপনার মনকেও আকুল করে তুলবেই।
আমেরিকা বা UK তে আমরা স্ট্রিট আর্টিস্ট দের ভিডিও দেখে কতই না মুগ্ধ হয়। সেখানে যথেষ্ট সম্মান ও পান তাঁরা।
ট্রেন ও বাস এ এমনি নানান শিল্পীদের আমরা উপেখ্যা করে যাই। একতারা নিয়ে বাউল, মাদল, বাঁশি নিয়ে প্রতিদ্বন্দীদের দেখলেও মুখ ফিরিয়ে নি।
আমরা প্রায়শই তাদের প্রতিভাগুলো এড়িয়েই যাই। কিন্তু নিজের শহরের এই অসাধারণ গুন সম্পন্ন মানুষ গুলি কেমন একলা পরে যান।
এনার ভিডিও ভাইরাল হওয়ার পর অবশ্য অনেকেই ইতিমধ্যে চেষ্টা করেছেন এই ভদ্রলোকের দিকে যথাসাধ্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার।
কিন্তু এরকম অনেক স্ট্রিট আর্টিস্ট আছেন যারা সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠতে পারেননা।
এনাদের মতো মানুষজন কি সম্মানের অধিকারী নন?
এই শিল্পীদের অসাধারণ প্রতিভা গুলি কে ভিডিও করে ভাইরাল অনেকেই করে তোলেন। পরের বার এই রকম কাওকে দেখলে তাকে ভাইরাল করার সাথে সাথে তাঁকে রাস্তা তেও সেই সম্মান টুকু দিন।
সবাই তাদের এই অপূর্ব প্রতিভার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তাদের জীবন যুদ্ধেকে একটু সহজ করে তুলতে পারি।
আসুন না পৃথিবীটা এই নাম না জানা শিল্পীদের জন্য একটু ভালো জায়গায় করে দি ।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- গাড়ি বা বাইকের ফিটনেস সার্টিফিকেট PDF ডাউনলোড প্রক্রিয়া ২০২৩
- গাড়ি বা বাইকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট (RC) ডাউনলোড প্রক্রিয়া ২০২৩
- RTO-তে করা আবেদনের স্টেটাস অনলাইনে কিভাবে চেক করবেন ২০২৩
- বাইক/গাড়ির নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) ডাউনলোড পদ্ধতি ২০২৩
- দুর্গাপুর স্টিল টাউনশিপের বিদ্যুৎ সরবরাহ আংশিকভাবে বন্ধ থাকার বিজ্ঞপ্তি
- পশ্চিমবঙ্গ কাস্ট সার্টিফিকেট ডাউনলোড (PDF) অনলাইন প্রক্রিয়া ২০২৩
- কৃষক বন্ধু আইডি নাম্বার চেক (সার্চ) করার অনলাইন পদ্ধতি ২০২৩
- স্বাস্থ্য সাথী কার্ডের জন্য অনলাইন আবেদন পদ্ধতি পশ্চিমবঙ্গ ২০২৩
- স্বাস্থ্য সাথী অনলাইন আবেদনের স্টেটাস চেক কীভাবে করবেন ২০২৩