Skip to content

গোবিন্দার গানের তালে কোমর দুলিয়ে নেটদুনিয়ায় ভাইরাল এই ছোট্ট বালক

একের পর এক নাচের তালে ভক্তদের মাতিয়ে রেখেছে ছোট্ট এই বালক।

গোবিন্দার বিভিন্ন গানের তালে নেচে সোশাল মিডিয়ায় আলোড়ন তুলেছে এই বালক।

তার অসাধারণ নাচের পারফরমেন্স দেখে মুগ্ধ নেটদুনিয়ার আপামর জনগণ।

ইন্টারনেটে এই ভিডিও ভাইরাল হাওয়ার পরে এই বালককে সেনসেশন বলতে বাধ্য হয়েছেন নেটিজেনরা। গোবিন্দার “কিসি ডিসকো মে জায়ে” গানের সঙ্গে তাল মিলিয়ে নাচার পর, তার নাচের মধ্যে গোবিন্দার ছাপ দেখে অবাক দর্শকরা।

ছোট্ট এই বালকের নাচের ভিডিওটি কিছু দিনের মধ্যেই দেখে ফেলেছেন দেড় মিলিয়ন এর ওপর দর্শক।

Facebook এবং টুইটার এর মত প্লাটফর্মে তার ভিডিও এখন ভাইরাল।

লক্ষাধিক মানুষ এখনও পর্যন্ত তার ভিডিও দেখেছেন, শেয়ারও করেছেন লক্ষাধিক মানুষ।

এই বালকের ভিডিও ভাইরাল হাওয়াতে প্রসঙ্গ উঠে এসেছে রানাঘাটের রানু মণ্ডলের।

কিছুদিন আগে স্টেশনে বসে গান গাওয়ার সময় ভিডিও তুলে তা ভাইরাল করেন এক ব্যাক্তি।

মুহূর্তে ভাইরাল হয়ে যায় তার সেই ভিডিও। পরে তার জনপ্রিয় হাওয়ার সুবাদে বিখ্যাত সুরকার এবং গায়ক হিমেশ রেশমীয়ার সাথে গান গাওয়ার সুযোগ মেলে।

কিন্তু তারপরেই তার জনপ্রিয়তায় ভাটা পড়ে। এখন রানু মণ্ডলকে ভুলতে বসেছেন জনগণ, যারা একদিন তার গান ভাইরাল করেছিলেন।

এই বালকের ভিডিও ভাইরাল হাওয়ার পরেই একই প্রশ্ন উঠেছে নেটিজেনদের মনে, এই বালকও কি ক্রমে হারিয়ে যাবে অপরিচিতির অন্ধকারে, তা দেখার বিষয়।

দেখুন সেই ভিডিও: