পশ্চিম বর্ধমান: আসানসোল দুর্গাপুরের যাত্রীদের কথা মাথায় রেখে এবার লোকাল ট্রেন এর পর শুরু হচ্ছে অগ্নিবীণা এক্সপ্রেস।
আপাতত তার নাম দেওয়া হয়েছে হাওড়া – আসানসোল – হাওড়া স্পেশাল ট্রেন।
আপাতত অগ্নিবীণা এক্সপ্রেস বা বিধান এর সময়সূচি মেনেই চলবে এই ট্রেনটি।
হাওড়া – আসানসোল – হাওড়া স্পেশাল ট্রেনের সময়সূচি:
HWH – ASN | STATION | ASN – HWH |
---|---|---|
18:20 | HOWRAH JN | 08:45 |
19:25 | BARDDHAMAN | 07:09 |
20:02 | PANAGARH | 06:23 |
20:21 | DURGAPUR | 06:09 |
20:35 | ANDAL JN | 05:53 |
20:46 | RANIGANJ | 05:43 |
21:30 | ASANSOL JN | 05:30 |
৯ই ডিসেম্বর সন্ধে ৬:২০ তে হাওড়া ছেড়ে আসানসোল যাবে ট্রেনটি। ১০ ডিসেম্বর থেকে আসানসোল হাওড়া রুটে চলবে এই ট্রেনটি।
আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল এর মানুষ এর কাছে এটি একটি গুরুত্ব পূর্ণ ট্রেন বলে মনে করা হয়। এই ট্রেনটি চালু হলে এই অঞ্চলের মানুষদের, বিশেষ করে নিত্যযাত্রী দের অনেক সুবিধে হবে বলে মনে করা হচ্ছে।
গত ২রা ডিসেম্বর লোকাল ট্রেন চালু হয় আসানসোল – বর্ধমান রুটে।
তার আগে, হাওড়া – ধানবাদ রুটে চালু হয় একটি স্পেশাল ট্রেন, যা কোলফিল্ড এর সময় সূচি অনুযায়ী চলছে।
আরো লেটেস্ট খবর পড়ুন
- প্রতিবন্ধী শংসাপত্রের স্ট্যাটাস চেক করার অনলাইন পদ্ধতি পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী শংসাপত্র (PDF) কীভাবে ডাউনলোড করবেন 2023
- পশ্চিমবঙ্গ জন্ম শংসাপত্র সংশোধন অনলাইনে কিভাবে করবেন 2023
- রোড ট্যাক্স/রেজিস্ট্রেশন ফি পেমেন্ট রসিদ কিভাবে ডাউনলোড করবেন 2023
- পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী শংসাপত্রের আবেদন কীভাবে করবেন অনলাইনে
- ড্রাইভিং লাইসেন্স (DL) আবেদন অনলাইনে বাতিল করার পদ্ধতি 2023
- IRCTC ই-ওয়ালেটে কিভাবে টাকা ভোরবেন অনলাইনে জেনে নিন 2023
- IRCTC ই-ওয়ালেট রেজিস্ট্রেশন (Activate) করার অনলাইন পদ্ধতি 2023
- মাটির কথা পোর্টাল পশ্চিমবঙ্গ – সুবিধা, লাইসেন্সের আবেদন 2023