Skip to content

আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস সহ ১৪টি ট্রেন অনির্দিষ্টকালের জন্য বাতিল

কলকাতা: কিছুদিন আগে থেকেই পশ্চিমবঙ্গে করোনাতে সংক্রমিত হয়েছেন একাধিক রেলকর্মী। এবং তার জেরে গত কয়েকদিন ধরেই শিয়ালদহ এবং হাওড়ায় শাখায় একাধিক লোকাল এবং প্যাসেঞ্জার ট্রেন বাতিল হচ্ছে। 

শুক্রবার পূর্ব রেলের তরফে জানানো হয়,  ‘যাত্রী সংখ্যা কম’, ‘পরিচালনগত অসুবিধার কারণে’ আপাতত অনির্দিষ্টকালের জন্য ১৪ টি (৭ জোড়া) ট্রেন বাতিল রাখা হচ্ছে।

পূর্ব রেলের বাতিল করা ট্রেন এর তালিকা

ট্রেনের নামকবে থেকে বাতিল
০২৩৩৭ হাওড়া-বোলপুর শান্তিনিকেতেন৪ মে, ২০২১
০২৩৩৮ বোলপুর শান্তিনিকেতেন-হাওড়া৪ মে, ২০২১
০২৩৮৩ শিয়ালদহ-আসানসোল৪ মে, ২০২১
০২৩৮৪ আসানসোল-শিয়ালদহ৪ মে, ২০২১
০৩০০১ হাওড়া-সিউড়ি৪ মে, ২০২১
০৩০০২ সিউড়ি-হাওড়া৪ মে, ২০২১
০৩৪১৯ ভাগলপুর-মুজফ্ফরপুর৪ মে, ২০২১
০৩৪২০ মুজফ্ফরপুর-ভাগলপুর৪ মে, ২০২১
০৩৪২১ নবদ্বীপধাম-মালদহ টাউন৪ মে, ২০২১
০৩৪২২ মালদহ টাউন-নবদ্বীপধাম৩ মে, ২০২১
০৩৫০৬ আসানসোল-দিঘা৯ মে, ২০২১
০৩৫০৫ দিঘা-আসানসোল৯ মে, ২০২১
০৩৫১২ আসানসোল-টাটানগর৪ মে, ২০২১
০৩৫১১ টাটানগর-আসানসোল৪ মে, ২০২১

শুক্রবার পশ্চিমবঙ্গ সরকার এর তরফ এ আংশিক লকডাউন ঘোষণা করা হয়। যদিও তাতে বাস ও ট্রেন চলাচলে কোনো পরিবর্তনের কথা বলা হয়নি।


[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন