Skip to content

ই-শ্রম কার্ড ই-কেওয়াইসি অনলাইন ২০২৩ | শ্রমিক কার্ড আধার লিঙ্ক

কেন্দ্রীয় সরকার এর পক্ষ থেকে ই-শ্রাম পোর্টালে একটি নতুন “আপডেট ই-কেওয়াইসি” অপসন যুক্ত করা হয়েছে।

যে নাগরিকরা ই-শ্রাম পোর্টালে নিজেদের রেজিস্ট্রেশন করেছেন বা ই-শ্রম কার্ড পেয়েছেন তাদের অবশ্যই ই-শ্রাম পোর্টালের (eshram.gov.in) মাধ্যমে তাদের ই-কেওয়াইসি (আধার এবং ই-শ্রম কার্ড লিঙ্ক) আপডেট করতে হবে এই প্রকল্পের অধীনে সমস্ত সুবিধা পেতে।

এই আর্টিকেলটির মাধ্যমে আপনি অনলাইনে আপনার ই-শ্রম কার্ড ই-কেওয়াইসি সম্পূর্ণ করার পদ্ধতি জানতে পারবেন, অর্থাৎ, কীভাবে আপনার ই-শ্রম কার্ডের সাথে আপনার আধার কার্ড লিঙ্ক করবেন তা বিস্তারিত ভাবে জানতে পারবেন।

তাহলে চলুন প্রতিটি ধাপ বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক…

অনলাইনে ই-শ্রম কার্ড এর সাথে আধার কার্ড লিঙ্ক (ই-কেওয়াইসি) করার পদ্ধতি

অনলাইনে ই-শ্রম কার্ডের সাথে আপনার আধার কার্ড লিঙ্ক করার জন্য,

প্রথম ধাপ: ই-শ্রম পোর্টালে যান

  1. প্রথমে, অফিসিয়াল ই-শ্রম ওয়েব পোর্টাল eshram.gov.in-এ যান।
  2. এর পর হোম পেজে, “Already Registered? UPDATE” এ ক্লিক করুন।
  3. একটি নতুন পেজ খুলে যাবে।

দ্বিতীয় ধাপ: আপডেট ই-কেওয়াইসি অপসনটি সিলেক্ট করুন

  1. নতুন পেজটিতে, উপরের মেনুতে “Already Registered” অপশনটি ক্লিক করুন।
  2. এরপর, “Update e-KYC” এ ক্লিক করুন।
  3. একটি নতুন পেজ খুলবে।

(Direct link to the page)

তৃতীয় ধাপ: মোবাইল নম্বর এন্টার করুন

  1. এই পেজটিতে, আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক করা মোবাইল নম্বর এন্টার করুন।
  2. ক্যাপচা কোড লিখুন।
  3. এরপর, “Send OTP” তে ক্লিক করুন।
  4. নির্দিষ্ট জায়গায় আপনার মোবাইল পাওয়া OTP লিখুন।
  5. “Submit” এ ক্লিক করুন।
  6. একটি নতুন পেজ খুলে যাবে।

চতুর্থ ধাপ: আধার নম্বর এন্টার করুন

  1. নতুন পেজটিতে, নির্দিষ্ট জায়গায় আপনার আধার নম্বর লিখুন।
  2. এর পর আপনি আপনার ই-কেওয়াইসি সম্পূর্ণ করার জন্য তিনটি অপসন পাবেন। আপনি যেকোনো একটি নির্বাচন করতে পারেন।
  3. সবচেয়ে সহজ OTP মাধ্যমে। সেটি নির্বাচন করুন।
  4. ক্যাপচা কোড লিখুন।
  5. Submit এ ক্লিক করুন।

পঞ্চম ধাপ: ই-কেওয়াইসি সম্পূর্ণ করুন

  1. আপনার মোবাইলে পাওয়া OTP এন্টার করুন।
  2. “Validate” এ ক্লিক করুন।
  3. আপনার আধারের বিবরণ সহ একটি নতুন পেজ আপনার সামনে খুলে যাবে।
  4. “I Agree” চেকবক্সে ক্লিক করুন।
  5. এর পর “Update e-KYC information” এ ক্লিক করুন।

আপনার ই-শ্রাম ই-কেওয়াইসি আপডেট হয়ে যাবে।

এই পদ্ধতিগুলি অবলম্বন করে আপনি সহজেই ই-শ্রাম ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে আপনার ই-শ্রাম কার্ডের সাথে আপনার আধার কার্ড লিঙ্ক করে নিতে পারবেন।

ই-শ্রম কার্ড ই-কেওয়াইসি সম্পর্কিত প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী

কিভাবে অনলাইনে আপনার ই-শ্রম কার্ড ই-কেওয়াইসি সম্পূর্ণ করবেন?

আপনি ই-SHRAM পোর্টাল eshram.gov.in-এর মাধ্যমে আপনার ই-শ্রম ই-কেওয়াইসি (আধার এবং ই-শ্রম কার্ড লিঙ্ক) সম্পূর্ণ করতে পারেন।

ই-শ্রম পোর্টালে “আপডেট ই-কেওয়াইসি” অপসনটি কী?

ই-শ্রম পোর্টালে “আপডেট ই-কেওয়াইসি” অপশনটি অনলাইনে আপনার ই-শ্রম কার্ডের সাথে আপনার আধার কার্ড লিঙ্ক করার জন্য প্রয়োজন।


[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন