কেন্দ্রীয় সরকার এর পক্ষ থেকে ই-শ্রাম পোর্টালে একটি নতুন “আপডেট ই-কেওয়াইসি” অপসন যুক্ত করা হয়েছে।
যে নাগরিকরা ই-শ্রাম পোর্টালে নিজেদের রেজিস্ট্রেশন করেছেন বা ই-শ্রম কার্ড পেয়েছেন তাদের অবশ্যই ই-শ্রাম পোর্টালের (eshram.gov.in) মাধ্যমে তাদের ই-কেওয়াইসি (আধার এবং ই-শ্রম কার্ড লিঙ্ক) আপডেট করতে হবে এই প্রকল্পের অধীনে সমস্ত সুবিধা পেতে।
এই আর্টিকেলটির মাধ্যমে আপনি অনলাইনে আপনার ই-শ্রম কার্ড ই-কেওয়াইসি সম্পূর্ণ করার পদ্ধতি জানতে পারবেন, অর্থাৎ, কীভাবে আপনার ই-শ্রম কার্ডের সাথে আপনার আধার কার্ড লিঙ্ক করবেন তা বিস্তারিত ভাবে জানতে পারবেন।
তাহলে চলুন প্রতিটি ধাপ বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক…
অনলাইনে ই-শ্রম কার্ড এর সাথে আধার কার্ড লিঙ্ক (ই-কেওয়াইসি) করার পদ্ধতি
অনলাইনে ই-শ্রম কার্ডের সাথে আপনার আধার কার্ড লিঙ্ক করার জন্য,
প্রথম ধাপ: ই-শ্রম পোর্টালে যান
- প্রথমে, অফিসিয়াল ই-শ্রম ওয়েব পোর্টাল eshram.gov.in-এ যান।
- এর পর হোম পেজে, “Already Registered? UPDATE” এ ক্লিক করুন।
- একটি নতুন পেজ খুলে যাবে।
দ্বিতীয় ধাপ: আপডেট ই-কেওয়াইসি অপসনটি সিলেক্ট করুন
- নতুন পেজটিতে, উপরের মেনুতে “Already Registered” অপশনটি ক্লিক করুন।
- এরপর, “Update e-KYC” এ ক্লিক করুন।
- একটি নতুন পেজ খুলবে।
তৃতীয় ধাপ: মোবাইল নম্বর এন্টার করুন
- এই পেজটিতে, আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক করা মোবাইল নম্বর এন্টার করুন।
- ক্যাপচা কোড লিখুন।
- এরপর, “Send OTP” তে ক্লিক করুন।
- নির্দিষ্ট জায়গায় আপনার মোবাইল পাওয়া OTP লিখুন।
- “Submit” এ ক্লিক করুন।
- একটি নতুন পেজ খুলে যাবে।
চতুর্থ ধাপ: আধার নম্বর এন্টার করুন
- নতুন পেজটিতে, নির্দিষ্ট জায়গায় আপনার আধার নম্বর লিখুন।
- এর পর আপনি আপনার ই-কেওয়াইসি সম্পূর্ণ করার জন্য তিনটি অপসন পাবেন। আপনি যেকোনো একটি নির্বাচন করতে পারেন।
- সবচেয়ে সহজ OTP মাধ্যমে। সেটি নির্বাচন করুন।
- ক্যাপচা কোড লিখুন।
- Submit এ ক্লিক করুন।
পঞ্চম ধাপ: ই-কেওয়াইসি সম্পূর্ণ করুন
- আপনার মোবাইলে পাওয়া OTP এন্টার করুন।
- “Validate” এ ক্লিক করুন।
- আপনার আধারের বিবরণ সহ একটি নতুন পেজ আপনার সামনে খুলে যাবে।
- “I Agree” চেকবক্সে ক্লিক করুন।
- এর পর “Update e-KYC information” এ ক্লিক করুন।
আপনার ই-শ্রাম ই-কেওয়াইসি আপডেট হয়ে যাবে।
এই পদ্ধতিগুলি অবলম্বন করে আপনি সহজেই ই-শ্রাম ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে আপনার ই-শ্রাম কার্ডের সাথে আপনার আধার কার্ড লিঙ্ক করে নিতে পারবেন।
ই-শ্রম কার্ড ই-কেওয়াইসি সম্পর্কিত প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
কিভাবে অনলাইনে আপনার ই-শ্রম কার্ড ই-কেওয়াইসি সম্পূর্ণ করবেন?
আপনি ই-SHRAM পোর্টাল eshram.gov.in-এর মাধ্যমে আপনার ই-শ্রম ই-কেওয়াইসি (আধার এবং ই-শ্রম কার্ড লিঙ্ক) সম্পূর্ণ করতে পারেন।
ই-শ্রম পোর্টালে “আপডেট ই-কেওয়াইসি” অপসনটি কী?
ই-শ্রম পোর্টালে “আপডেট ই-কেওয়াইসি” অপশনটি অনলাইনে আপনার ই-শ্রম কার্ডের সাথে আপনার আধার কার্ড লিঙ্ক করার জন্য প্রয়োজন।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- পশ্চিমবঙ্গ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (PCC)-র আবেদন কিভাবে করবেন
- WBSEDCL পোর্টালে একটি অ্যাকাউন্ট কিভাবে তৈরি (রেজিস্টার) করবেন
- PM Kisan রেজিস্ট্রেশন নম্বর অনলাইনে কীভাবে খুঁজে পাবেন
- WBSEDCL বিদ্যুৎ বিল অনলাইনে কিভাবে ডাউনলোড করবেন
- WBSEDCL পেমেন্ট রসিদ অনলাইনে কিভাবে ডাউনলোড করবেন
- পুরোনো (ম্যানুয়াল) জাতি শংসাপত্র কিভাবে ডিজিটাল করবেন জেনে নিন
- কাস্ট সার্টিফিকেট ডিজিটাইজেশন স্ট্যাটাস চেক কিভাবে করবেন 2024
- সামস্য সমাধন (জন সংযোগ) প্রকল্প পশ্চিমবঙ্গ 2024 – সমস্ত তথ্য
- স্বাস্থ্য সাথী কার্ড ব্যালেন্স চেক করার অনলাইন পদ্ধতি 2024