Skip to content
Andal airport

শীঘ্রই অন্ডাল বিমানবন্দর থেকে দিল্লিগামী বিমান উড়বে প্রতিদিন

এবার থেকে প্রতিদিন দিল্লিগামী বিমান পরিষেবা চালু হবে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে।

বড়দিন থেকেই এই পরিষেবা চালু হবে বলে জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে। এই দিল্লিগামী বিমান পরিষেবা উপলব্ধ থাকবে সপ্তাহের সাত দিনই।

বর্তমানে সপ্তাহে তিনদিন করে দিল্লি, মুম্বাই, চেন্নাইগামী বিমান পরিষেবা উপলব্ধ আছে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে।

এই বিমান পরিষেবা প্রদানকারী কোম্পানী হল স্পাইসজেট বিমান সংস্থা।

দিল্লিগামী বিমান পরিষেবা দৈনিক করার দাবী উঠেছিল রাজ্যের বিভিন্ন মহল থেকে।

শিল্প-কারখানার কর্মকর্তাদের এবং সাধারণ মানুষদের নানা কারণে দিল্লি যেতে হয়। বিমান পরিষেবা চালু থাকায় নিমেষে পাড়ি দেওয়া যায় দিল্লি, সময় লাগে মোটে ঘন্টা দুয়েক।

ঠিক এই কারণেই বিমান পরিষেবা সপ্তাহে তিনদিন থেকে প্রতিদিন করার দাবি উঠেছিল বিভিন্ন মহল থেকে।

দিল্লি-দুর্গাপুর ফ্লাইটের সময় সূচি 25 ডিসেম্বর থেকে

FROMTODAYSDEPARR
DELHIDURGAPURALL7:009:10
DURGAPURDELHIALL9:4011:55

অর্থাৎ বিমান পরিষেবার সময়ের কোনো পরিবর্তন হচ্ছে না।

[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন