Skip to content

ফের চালু হলো ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস

দুর্গাপুর: কোরোনার দ্বিতীয় ঢেউ এ বন্ধ হয়ে যাওয়ার পর, বৃহস্পতিবার থেকে ফের ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস চালু করার সিদ্ধান্ত নিলো পূর্ব রেল।

রেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে বেজায় খুশি আসানসোল শিল্প নগরী এবং ঝাড়খণ্ডের বাসিন্দারা।

আজ অর্থাৎ ২৪সে জুন থেকে শুরু হয়েছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস বা হাওড়া – ধানবাদ – হাওড়া স্পেশাল ট্রেনের যাত্রা।

২৪সে জুন ধানবাদ থেকে ছেড়ে হাওড়া এবং ২৫এ জুন হাওড়া থেকে ধানবাদের উদ্দেশ্যে রওনা দেবে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস।

ট্রেন চলাচল স্বাভাবিক হলেও, পরিবর্তন এসেছে ট্রেন চলাচলের সময়সূচির।

আগে ধানবাদ থেকে এই ট্রেনের রওনা দেওয়ার সময় ছিল সন্ধ্যা ৪.২৫, কিন্তু পরিবর্তন হয় সেই সময় হয়েছে সন্ধ্যা ৪.২০। হাওড়া থেকে এই ট্রেন পূর্ব নির্ধারিত সময়ে ছাড়া হলেও ১১.১০ এর বদলে তা পৌঁছবে ১১.১৮ তে।

ধানবাদের যাত্রীদের জন্য, এই ট্রেনের সময় সকাল ৯:৪১ এ আসানসোল স্টেশন। ধানবাদ থেকে হাওড়া যাওয়ার উদ্দেশ্যে আসানসোল স্টেশনে ট্রেনের সময় বিকেল ৫ টা ৩৪ মিনিটে।

ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের নতুন সময় সূচি:

HWH – DHNTIMEDHN – HWHTIME
HOWRAH6:15DHANBAD16:20
DHANBAD11:18HOWRAH21:20

সমস্ত লেটেস্ট খবর আপনার Telegran এ পেতে Join করুন আমাদের Telegram Group

[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন