Skip to content

রামমন্দিরের আদলে তৈরি হবে অযোধ্যা রেল স্টেশন, ঘোষণা ভারতীয় রেলের

অযোধ্যা রাম মন্দির নির্মাণকার্য নিয়ে বর্তমানে ভারতীয়দের মধ্যে চরম উদ্দীপনা দেখা যাচ্ছে।

সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী রাম মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে পুরোদমে। আগামী ৫ই আগস্ট মহাধুমধামে হবে মন্দিরের ভূমি পুজো।

ওই দিন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সারা ভারত থেকে আসা অসংখ্য ভক্তকূল, শ্রীরাম জন্মভূমির সমস্ত ট্রাস্ট, সংঘের প্রধান মোহন ভাগবত, রাজনাথ সিং, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ অনেক গণ্যমান্য ব্যক্তি।

জোরকদমে শুরু হয়েছে তার প্রস্তুতি। অযোধ্যার রাম মন্দিরের গর্ভ গৃহের ভূমি পুজোর মাধ্যমে মন্দিরের নির্মাণ কাজের শুভারম্ভ সূচিত হবে।

এর সাথে ভারতীয় রেলও ঘোষণা করেছে, অযোধ্যার রাম মন্দিরের আদলেই তৈরি হবে রেল স্টেশন।

এই স্টেশনে থাকবে অত্যাধুনিক প্রযুক্তি এবং স্টেশন হবে ঝাঁ চকচকে। থাকবে শীততাপ নিয়ন্ত্রিত শৌচাগার এবং প্ল্যাটফর্ম।

তার সাথে থাকবে শীততাপ নিয়ন্ত্রিত যাত্রী প্রতিক্ষালয় সহ, ফুড প্লাজা, ফুট ব্রিজের মত নানা সুবিধা। এই সম্পূর্ণ স্টেশন গড়ে তুলতে সরকারের খরচ হবে প্রায় ১০৪ কোটি টাকা।

ভারতীয় রেল মন্ত্রী পীযূষ গোয়েল একটি টুইট করে রাম মন্দিরের আদলে তৈরি এই স্টেশনের একটি নকশা শেয়ার করেন।

২০১৭-২০১৮ সালেই এই স্টেশন তৈরির সম্মতি দিয়েছিল ভারতীয় রেল।

সম্ভবত ২০২১ এর মধ্যেই এই স্টেশন নির্মাণের কাজ সম্পূর্ণ হবে।