আধার কার্ড আমাদের জীবনের প্রত্যেকটি কাজের সাথে বিশেষভাবে জড়িত, আয়কর রিটার্ন ফাইল এর জন্য, ব্যাংকের কেওয়াইসি, রান্নার গ্যাসের ভর্তুকি, ব্যাংকের সঙ্গে প্যন যোগ করার জন্য, ও বহু জায়গায় আধার কার্ড প্রধান পরিচয় পত্র হয়ে দাঁড়ায়।
সেই আধার কার্ড কোন কারণ বশত হারিয়ে গেলে, আর দুশ্চিন্তা করার কোন কারণ নেই। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই) এই সমস্যার একটি সুষম ব্যবস্থা করেছেন।
আগে আধার কার্ড হারিয়ে গেলে আধার রিপৃন্ট অপশনে ক্লিক করে আধার ফেরত পেতে পারতেন। কিন্তু কিছুদিন আগে এই অপশন বন্ধ করে দেয় ইউআইডিএআই।
এবার এই নতুন পদ্ধতিতে আপনি পুনরায় সহজেই নিজেদের আধার কার্ডের কপি পেতে পারেন।
ইউ আই ডি এ আই এর ওয়েবসাইটে গিয়ে ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) এর দ্বারা হারিয়ে যাওয়া বা ভুলে যাওয়া ইআইডি পুনরুদ্ধার করতে পারেন।
- প্রথমত ইউআইডিএআই ওয়েবসাইটে লগইন করুন
- অর্ডার আধার পিভিসি বলে একটা অপশন থাকবে সেটিতে ক্লিক করুন
- নির্ধারিত জায়গায় আপনার আধার নম্বর অথবা এনরলমেন্ট আইডি বসাতে পারেন
- আপনি আপনার ফোন নাম্বার অথবা মেইল এড্রেস দ্বারা আধার কার্ড পাওয়ার আবেদন করতে পারেন
- ওয়েবসাইটের মধ্যে একটি ক্যাপচা কোড থাকবে, সেটি নির্দিষ্ট জায়গায় ভর্তি করুন
- তারপর সেন্ড ওটিপি অথবা সেন্টি টিওটিপি র মধ্যে যে কোন একটিতে ক্লিক করুন
- আপনার আধারের সাথে লিংক করা মোবাইল নম্বরটি তে ওটিপি আসবে, যদি টিওটিপি জানতে চান তাহলে এম আধার অ্যাপ এ দেখা যাবে
- মোবাইল নম্বরে পাওয়া ওটিপি নির্দিষ্ট জায়গায় বসাতে হবে
- টার্মস এন্ড কন্ডিশন চেক বক্সে ক্লিক করে সাবমিট অপশন টি ক্লিক করুন
- পেমেন্ট অপশন টি ক্লিক করে, আপনি আপনার টাকা জমা দেওয়ার প্রক্রিয়া টি বেছে নিতে পারেন
- নতুন উইন্ডো/ পেমেন্ট গেটওয় পেজ এলে জিএসটি আর পোস্টঅফিসের চার্জ সমেত টাকাটি অনলাইনে পেমেন্ট করে দিন
- আপনার এসআরএম সমেতপ্রাপ্তি স্বীকার এর কাগজ অর্থাৎ একনলেজমেন্ট স্লিপ ডাউনলোড করে রাখুন
নতুন আধার কার্ড স্পিড পোস্ট এর মাধ্যমে-১৫ দিনে আপনার বাড়িতে পৌঁছে যাবে।
মোবাইল নাম্বারের সাথে আধার আপডেট করার জন্য ৫০ টাকা + জিএসটি লাগবে বলে জানিয়েছেন ইউআইডিএআই।
যাদের মোবাইল নাম্বারের সাথে আধার সংযুক্ত করা নেই তারা বিকল্প কোন মোবাইল নাম্বার বা এমন নাম্বার যা কোন আধারের সঙ্গে লিংক করা নেই সেই নম্বর ব্যবহার করেও আধার কার্ড ছাপানোর আবেদন জানাতে পারেন।
সমস্ত লেটেস্ট খবর আপনার Telegran এ পেতে Join করুন আমাদের Telegram Group
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- পশ্চিমবঙ্গ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (PCC)-র আবেদন কিভাবে করবেন
- WBSEDCL পোর্টালে একটি অ্যাকাউন্ট কিভাবে তৈরি (রেজিস্টার) করবেন
- PM Kisan রেজিস্ট্রেশন নম্বর অনলাইনে কীভাবে খুঁজে পাবেন
- WBSEDCL বিদ্যুৎ বিল অনলাইনে কিভাবে ডাউনলোড করবেন
- WBSEDCL পেমেন্ট রসিদ অনলাইনে কিভাবে ডাউনলোড করবেন
- পুরোনো (ম্যানুয়াল) জাতি শংসাপত্র কিভাবে ডিজিটাল করবেন জেনে নিন
- কাস্ট সার্টিফিকেট ডিজিটাইজেশন স্ট্যাটাস চেক কিভাবে করবেন 2024
- সামস্য সমাধন (জন সংযোগ) প্রকল্প পশ্চিমবঙ্গ 2024 – সমস্ত তথ্য
- স্বাস্থ্য সাথী কার্ড ব্যালেন্স চেক করার অনলাইন পদ্ধতি 2024