Skip to content

মটর ভেহিকেলে শিশু আরোহীদের সুরক্ষা দিতে চালু হচ্ছে বেশ কিছু নতুন নিয়ম

শিশু আরোহীদের জন্য কেন্দ্র ১৯৮৯ সালের “কেন্দ্রীয় মটর ভেইকেলস” আইনে বদল আনতে চাইছেন নিরাপত্তা নিশ্চিত করার জন্যে।

“কেন্দ্রীয় সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রক” এই আইনের প্রস্তাব এনেছেন। সমস্ত রাজ্য কে বদলাতে হবে আইন এবং ২০২২ থেকে নতুন বিধি কার্যকর হবে।

৯ মাস থেকে ৪ বছর বয়সী বাচ্চাদের জন্য এই নিয়ম চালনা করা হয়েছে।

“কেন্দ্রীয় মটর ভেইকেলস” আইনের মধ্যে যে বদল আনার প্রস্তাব দেওয়া হয়েছে তা হলো,

  1. মোটরবাইকে শিশু আরোহীকে চালকের সঙ্গে সেফটি হারনেস দিয়ে বেঁধে রাখা বাধ্যতামূলক।
  2. সেফটি হারনেস টেকসই ও হালকা হতে হবে এবং সেগুলি ৩০ কেজি ওজন বইবার মত ক্ষমতা ধারণ করতে হবে।
  3. সেফটি হারনেস ভালো নাইলনের তৈরি হতে হবে (যেমন Magic Seat Harness) ও মাল্টি ফিলামেন্ট এর তৈরি হলে আরো অনেকগুণ ভালো।
  4. শিশু আরোহীদের মাথায় আইএসআই চিন্হ যুক্ত হেলমেট থাকতে হবে।
  5. শিশুর আরোহী থাকলে মোটর সাইকেলের গতিবেগ ৪০ কিলোমিটারে বেশি থাকা চলবে না।

উপরের এই সমস্ত নিয়ম কানুন ভাঙলে মোটর বাইক চালক কে ১০০০/- জরিমানা দিতে হবে ও তার পাশাপাশি চালকের ড্রাইভিং লাইসেন্স বাইজাপ্ত করা হবে।

কেন্দ্রীয় সরকার এই সব নিয়ম কানুনের খসরা তৈরি করে ছোট শিশুদের প্রাণ আরো নিরাপত্তার দিকে এগিয়ে দিচ্ছে।


[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন