দুর্গাপুর: সোমবার সকালে দুর্গাপুরের জঙ্গল থেকে ৫০০ টাকার নোট উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পরলো শহরে।
দুর্গাপুরের C Zone এলাকার একটি জঙ্গল পরিষ্কার সময় এই ব্যক্তি উদ্ধার করেন DMC র কিছু অস্থায়ী কর্মী।
সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, সোমবার সকালে ওই এলাকায় জঙ্গল পরিষ্কার করতে যান কিছু ঠিকা শ্রমিক।
জঙ্গল পরিষ্কার করার সময় হঠাৎই তাদের চোখে পড়ে পুরনো কিছু ৫০০ টাকার নোট পড়ে আছে। শীঘ্রই তারা কথাটি জানান তাদের সুপারভাইজার কে।
তিনি তাদের বলেন সমস্ত নোটগুলি একজায়গায় করতে। সেই সময় তারা দেখতে পান ব্যাগভর্তি পুরনো ৫০০ টাকার নোট পড়ে আছে।
সাথে সাথে সুপারভাইজার খবর দেন DMC তে
তারপর খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে পুরনো ৫০০ টাকার নোট সমেত ব্যাগটি উদ্ধার করে নিয়ে যান।
অনুমান করা হচ্ছে যেহেতু নোট বন্দি সময় এগুলো জমা দেওয়া হয়নি এগুলো মূলত কালো টাকা।
সোমবার সকালে এ ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরে।
সমস্ত লেটেস্ট খবর আপনার Telegran এ পেতে Join করুন আমাদের Telegram Group
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- আধার নম্বর (UID) Lock /Unlock কীভাবে করবেন অনলাইন ২০২৪
- কল্পতরু মেলা (দুর্গাপুর) ২০২৪ – তারিখ, সময় এবং ইতিহাস
- mParivahan অ্যাপে আপনার DL এবং RC কীভাবে সেভ করবেন 2024
- LPG গ্যাস KYC আপডেট (অনলাইন e-KYC এবং অফলাইন) পদ্ধতি ২০২৪
- নাম দিয়ে ড্রাইভিং লাইসেন্স (DL) নম্বর কীভাবে খুঁজে পাবেন জেনে নিন
- রোড ট্যাক্স/রেজিস্ট্রেশন ফি পেমেন্ট রসিদ কিভাবে ডাউনলোড করবেন 2024
- IRCTC ই-ওয়ালেটে কিভাবে টাকা ভোরবেন অনলাইনে জেনে নিন 2024
- IRCTC ই-ওয়ালেট রেজিস্ট্রেশন (Activate) করার অনলাইন পদ্ধতি 2024
- ড্রাইভিং লাইসেন্স (DL) টেস্ট স্লট বুকিং করার অনলাইন পদ্ধতি 2024