অজয়ের বালুচর থেকে একাধিক বর্ষপ্রাচীন শিবলিঙ্গ উদ্ধার নিয়ে ধুন্ধুমার কাণ্ড ঘটলো দুর্গাপুরের লাউদোহা ফরিদপুর ব্লকের গোগলা গ্রামপঞ্চায়েত এলাকায়।
ঘটনাটি বৃহস্পতিবারের।
বর্ষপ্রাচীন শিবলিঙ্গগুলি দেখার জন্য ভিড় করেন অসংখ্য মানুষ। পর্যায়ক্রমে ধূপধুনো দিয়ে সেখানেই শুরু হয় পুজোপাঠের পর্ব। মানুষের বিশ্বাস অতিমারীর হাত থেকে তাদের রক্ষা করার জন্যই আবির্ভাব হয়েছে এই শিবলিঙ্গগুলির।
ঘটনার সূত্রপাত হয় বুধবার প্রতিদিনের মতো বালুচর থেকে বালি তোলার জন্য নামেন এলাকার লোকজন। হঠাৎই বালি খুঁড়তে গিয়ে হয় বিপত্তি। অজয় থেকে বালি তোলার সময় একটি শিবলিঙ্গ দেখতে পান এলাকার লোকজন।
তবে প্রথমে খুব একটা বিশেষ গুরুত্ব তাঁরা দেননি। তারপরই উঠে আসতে থাকে পর পর আরও নয়টি শিবলিঙ্গ। এরপরেই এই “অলৌকিক ঘটনা” এর সাক্ষী থাকতে এলাকায় ভিড় জমাতে থাকেন আশেপাশের লোকজন। নিমেষেই এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
স্থানীয় লোকেদের বিশ্বাস মহামারীর প্রকোপ থেকে বাঁচাতেই স্বয়ং মহাদেবের আবির্ভাব। এমনকি গ্রামবাসীরা দাবী জানান যে, তাদের গ্রাম থেকেই যেহেতু শিবলিঙ্গ পাওয়া গেছে, তাই তাদের গ্রামেই শিবলিঙ্গগুলি রাখা হবে, এবং মন্দির প্রতিষ্ঠা করে পুজো করা হবে।
এই খবর দ্রুত পৌঁছয় প্রশাসনিক মহলেও। ঘটনাস্থলে পৌঁছয় লাউদোহা ফরিদপুর থানার পুলিশ এবং বীরভূম জেলার খয়রাশোল থানার পুলিশ।তাদের প্রাথমিক অনুমান, শিবলিঙ্গগুলি কেউ নদীর চরে ফেলে দিয়ে গেছেন।
তবে, ইতিহাসবিদরা অনুমান করছেন যে, ওই মূর্তিগুলির প্রত্নতাত্ত্বিক মূল্য অনেক। কোনো গ্রাম নদীগর্ভে চলে যাওয়াতে ওই মূর্তিগুলিও নদীগর্ভে মিশে গেছিল।
সরকারি যা নিয়ম রয়েছে তা মেনেই মূর্তিগুলির ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন এলাকার বিডিও।
Cover Pic Source: Facebook
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- কল্পতরু মেলা (দুর্গাপুর) ২০২৪ – তারিখ, সময় এবং ইতিহাস
- শুরু হতে চলেছে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস – জেনে নিন সময়সূচি
- দুর্গাপুর থেকে জয়পুর ও পাটনা ফ্লাইট পরিষেবা শুরু হচ্ছে মে মাসেই
- দুর্গাপুর স্টিল টাউনশিপের বিদ্যুৎ সরবরাহ আংশিকভাবে বন্ধ থাকার বিজ্ঞপ্তি
- সিউড়ি-অন্ডাল-শিয়ালদহ রুটে নতুন ট্রেন চালু হচ্ছে ১ আগস্ট থেকে
- দুর্গাপুরে নতুন ইন্টারনেট এক্সচেঞ্জ পয়েন্টের (IXP) চালু করা হলো
- খুশকি দূর করার ৫ ঘরোয়া উপায় | Dandruff Home Remedies in Bengali
- চিয়া বীজ এর ৮ উপকারিতা ও স্বাস্থ্যগুণ | Benefits of Chia Seeds
- মেথির বীজ এর ৮ উপকারিতা | Fenugreek (Methi) Seeds Benefits