Skip to content

পশ্চিমবঙ্গ Student ক্রেডিট কার্ড প্রকল্প – যোগ্যতা, সুদের হার, সময়সীমা, বিধি নিষেধ

আপনারা সবাই জানেন যে জুন মাসে পশ্চিমবঙ্গ সরকার এই নতুন স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প চালু করেছেন।

জুন মাসের শেষ থেকেই এই কার্ডের জন্যে এপ্লাই করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

আজ আমরা এই আর্টিকেল এর দ্বারা এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সম্বন্ধে সমস্ত বিস্তারিত জানব।

স্টুডেন্ট ক্রেডিট কার্ড এর সমস্ত তথ্যের ভিডিও:

আপনি চাইলে ভিডিও টি দেখতে পারেন।

সবার প্রথমে জেনে নি,

এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড আসলে কি?

পশ্চিমবঙ্গ সরকার যেটি জানিয়েছেন, এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড একটি ঐতিহাসিক প্রকল্প।

এই প্রকল্পের দ্বারা দশম শ্রেণীর ওপরে যে কোন স্টুডেন্ট ১০ লক্ষ টাকা অবধি লোন নিতে পারবে খুবই কম সুদে।

এই লোন নিয়ে তারা তাদের উচ্চশিক্ষা যেমন দশম শ্রেণী, দ্বাদশ শ্রেণী, গ্রাজুয়েশন ও পোস্ট গ্রাজুয়েশন এর জন্য পড়াশোনা করতে পারবে।

সাথে প্রফেশনাল ডিগ্রী বা অন্যান্য ডিগ্রির জন্য তারা পড়াশোনা করতে পারবে এই লোন এর সাহায্যে।

পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পের সাহায্যে কোন রকম বন্ধক না রেখেই স্টুডেন্টরা সহজেই কম সুদে লোন নিতে পারবেন।

ঠিক কত টাকা অবধি লোন নেওয়া যাবে এবং এই লোন কে দেবে?

পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে দশম শ্রেণীর ওপর যে কোন স্টুডেন্ট 10 লাখ টাকা অব্দি লোন নিতে পারবে এই প্রকল্পের দ্বারা।

এই লোন একবারেও নেওয়া যেতে পারে আবার ভাগ ভাগ করে নেওয়া যেতে পারে। লোন নেওয়ার জন্য কোন কিছু বন্ধক রাখতে হবে না।

জানা গিয়েছে এই লোন দেওয়া হবে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও সমবায় ব্যাংক থেকে দেওয়া হবে।

স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্যতা

সূত্রের খবর অনুযায়ী যা জানা যাচ্ছে এই লোন পেতে গেলে,

  • আপনাকে কম পক্ষে দশ বছর পশ্চিমবঙ্গে বসবাস করতে হবে।
  • আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • এই লোন নেওয়ার জন্য আপনাকে কমপক্ষে দশম শ্রেণী পড়ুয়া হতে হবে।
  • আপনার বয়স 40 বছরের বেশি হওয়া চলবে না।

স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাওয়ার জন্য কি কি ডকুমেন্টস লাগবে

জানা গিয়েছে এই প্রকল্পে এপ্লাই করার জন্য আপনার লাগবে

  • আধার কার্ড
  • অ্যাড্রেস প্রুফ
  • বয়সের প্রমান
  • PAN কার্ড / Undertaking
  • এডমিশন এর রিসিট
  • কোর্স fee বা টিউশন fee এর প্রমান
  • ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস
  • মোবাইল নম্বর
  • পাসপোর্ট সাইজ ফটো লাগবে

কত পার্সেন্ট সুদে এই লোন আপনাকে দেওয়া হবে

পশ্চিমবঙ্গ সরকার আবারও যেটি জানিয়েছেন, এই প্রকল্পের দ্বারা আপনি 4% সুদে এই লোন নিতে পারবেন যা বাকি এডুকেশন লোন এর তুলনায় অনেকটাই কম।

লোনের টাকা সুদ সমেত ফেরত দেওয়ার শর্ত ও সময়সীমা

জানানো হয়েছে একটি স্টুডেন্ট ১৫ বছর সময় পাবে এই লোন ফেরত দেওয়ার জন্য। এই লোন ফেরত দেওয়ার সময়, তার চাকরি পাওয়ার পর থেকে শুরু হবে।

স্টুডেন্ট ক্রেডিট কার্ডের দ্বারা কি কি সুবিধা নিতে পারবেন

এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড ব্যবহার করে আপনি,

  • সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, গ্রাজুয়েশন, post-graduation, পিএইচডি, post-doctoral, সমস্ত রকমের ডিগ্রির জন্য পড়াশোনা করতে পারবেন।
  • কম্পিটিটিভ পরীক্ষার জন্য কোচিং সেন্টারে এই ক্রেডিট কার্ড ব্যবহার করে ভর্তি হতে পারবেন।
  • শুধু ভারতেই নয় বিদেশের যেকোনো ইউনিভার্সিটিতেও ভর্তি হওয়া যাবে।
  • এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিয়ে আপনি টিউশন ফী, কোর্স ফী, পরীক্ষার ফী ইত্যাদি জমা করতে পারবেন যেকোন প্রতিষ্ঠানে।
  • পুরো লোনের ৩০% অব্দি আপনি “নন-ইনস্টিটিউশনাল এক্সপেন্সেস” যেমন, বই কেনা, কম্পিউটার কেনা বা পড়াশোনার অন্যান্য খরচায় ব্যবহার করতে পারবেন।

এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের কিছু বিধি নিষেধ

  • এই কার্ড শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রে ব্যবহার করা যাবে।
  • অন্যান্য কোন জিনিসে এই কার্ডের ব্যবহার করা যাবে না।
  • শুধু পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা এই কার্ড ব্যবহার করতে পারবেন।
  • দশম শ্রেণীর নিচে পরা কোন স্টুডেন্ট এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন না।

এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে আবেদন করতে ক্লিক করুন

আপাতত পশ্চিমবঙ্গের এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে ব্যাপারে এতোটুকুই তথ্য পাওয়া গিয়েছে

এই প্রকল্প সম্বন্ধে আরও আপডেট এলে আমরা অবশ্যই এই আর্টিকেল টি আপডেট করে দেব।


[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন