আপনি যদি সিডিউল ট্রাইব, সিডিউল কাস্ট অথবা ওবিসি হন তাহলে আপনার একটি পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা ইস্যু করা কাস্ট সার্টিফিকেট দরকার হতে পারে।
এই সার্টিফিকেট টি পশ্চিমবঙ্গে বিভিন্ন ক্ষেত্রে অথবা পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগতে পারে যেমন যেকোনো সরকারি সংস্থায়, অফিসে বা যেকোনো ক্ষেত্রে আবেদন করার জন্য, বা বিভিন্ন স্কিম যেমন জয়বাংলা পেনশন স্কিম, বা স্কুল কলেজের ভর্তির জন্য।
পশ্চিমবঙ্গ সরকার এখন অনলাইন কাস্ট সার্টিফিকেটের আবেদন করার পদ্ধতি অনেক সহজ করে দিয়েছে।
এই আর্টিকেলটির মধ্যে, আপনি কিভাবে অনলাইন পশ্চিমবঙ্গ সরকারের কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করবেন তার সমস্ত তথ্য দেওয়া রইলো।
এই পদ্ধতি অবলম্বন করে আপনি পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন।
এই আর্টিকেল এর মধ্যে থাকবে,
চলুন তাহলে এই প্রত্যেকটি বিষয় বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক…
কাস্ট সার্টিফিকেট আবেদন করার প্রয়োজনীয় ডকুমেন্টস
পশ্চিমবঙ্গ কাস্ট সার্টিফিকেট ২০২২ অনলাইনে আবেদন করার জন্য আপনার এই ডকুমেন্টস গুলি লাগবে,
- একটি পাসপোর্ট সাইজের ফটো
- কাস্ট আইডেন্টিফিকেশন ডকুমেন্টের একটা স্ক্যানড কপি (যেমন মা বাবার কাস্ট সার্টিফিকেট)
- আপনার বয়সের প্রমাণপত্রের স্ক্যানড কপি
- আপনার আধার কার্ডের একটি স্ক্যানড কপি
- আপনার ঠিকানার পরিচয় পত্রের একটি স্ক্যানড কপি
পশ্চিমবঙ্গে কাস্ট সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন পদ্ধতি
পশ্চিমবঙ্গে কাস্ট সার্টিফিকেটের আবেদন করার জন্য,
ধাপ ১: পশ্চিমবঙ্গের কাস্ট সার্টিফিকেটের ওয়েবসাইটে যান

- প্রথমে, পশ্চিমবঙ্গ কাস্ট সার্টিফিকেট এর অফিসিয়াল ওয়েবসাইটটিতে (castcertificatewb.gov.in) যান।
- তার পর “অ্যাপ্লিকেশন ফর SC/ST/OBC সার্টিফিকেট” এর উপর ক্লিক করুন।
- একটি ফ্রম আপনার সামনে খুলে যাবে।
ধাপ ২: ফর্ম fill up করুন

- অ্যাপ্লিকেশন ফর্ম সঠিক ভাবে ফিলাপ করুন।
- ফরমটি ফিলাপ হয়ে গেলে ক্লিক করুন “সেভ এন্ড কন্টিনিউ” অপশনে ।
- আপনি যদি ওবিসি বিভাগ সিলেক্ট করে থাকেন তাহলে আরেকটি নতুন ফর্ম আপনার সামনে আসবে যেখানে আপনার মাতা-পিতার সার্ভিস, বা চাষের জমি, ল্যান্ড হোল্ডিং, ইত্যাদি তথ্য আপনার কাছে চাইবে।
- সঠিক ভাবে সেই তথ্যগুলো ভরুন।
- ফর্মটি ফিলাপ হয়ে গেলে ক্লিক করুন “সেভ এন্ড কন্টিনিউ” অপশনটি।
ধাপ ৩: ডকুমেন্ট আপলোড করুন
- আরেকটি নতুন পেজ আপনার সামনে খুলে যাবে সেখানে আপনি ডকুমেন্টগুলো আপলোড করে দিন এবং আপনার একটি ছবি আপলোড করে দিন।
- আরো বাকি যা যা প্রয়োজনীয় ডকুমেন্টস আছে সেগুলো আপলোড করে দিন।
- ওই ডকুমেন্টস সংক্রান্ত তথ্য যথাযত জায়গায় ভোরে দিন।
ধাপ ৪: এপ্লিকেশন ফর্ম জমা দিন
- অ্যাপ্লিকেশন জমা করার পদ্ধতি সব তথ্য সঠিকভাবে ভরা হলে ও সমস্ত ডকুমেন্টস আপলোড হলে সাবমিট বোতামে ক্লিক করুন।
- একটি অটো-জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম আপনার সামনে খুলে যাবে।
- এই অ্যাপ্লিকেশন ফর্ম টি ডাউনলোড করে রাখুন কারণ এই একনলেজমেন্ট ফর্ম টি ভবিষ্যতে আপনার বিভিন্ন কাজে লাগতে পারে।
কাস্ট সার্টিফিকেটের আবেদনের পরে, আপনি castcertificatewb.gov.in এর মাধ্যমে অনলাইনে আপনার আবেদনের স্থিতি পরীক্ষা করতে পারেন।
কাস্ট সার্টিফিকেটের স্টেটাস চেক করার পদ্ধতি জানতে ক্লিক করুন
কাস্ট সার্টিফিকেটের জমা করা এপ্লিকেশন সংসদন করার পদ্ধতি
যদি আপনি আপনার ওয়েস্ট বেঙ্গল কাস্ট সার্টিফিকেট জমা করা অ্যাপ্লিকেশন টি এডিট করতে চান তাহলে আপনি করতে পারেন এই পদ্ধতিতে।
পশ্চিমবঙ্গ সরকার এর বাকওয়ার্ড ক্লাস ওয়েলফারে ডিপার্টমেন্ট আপনাকে এক সুবিধা দেয় যাতে করে আপনি আপনার জমা করা অ্যাপ্লিকেশনটি অনলাইনে সঠিক করে তারপর জমা করতে পারেন।
যদি আপনার কাস্ট সার্টিফিকেট টি তে কোন ভুলত্রুটি সঠিক করতে হয় তাহলে আপনি এই পদ্ধতি অবলম্বন করুন।
- প্রথমে জান ওয়েস্টবেঙ্গল কাস্ট সার্টিফিকেট এর অফিশিয়াল ওয়েবসাইটে (castcertificatewb.gov.in)
- তারপরে ক্লিক করুন এডিট অ্যাপ্লিকেশন অপশন টি তে।
- একটি নতুন পেজ আপনার সামনে খুলে যাবে।
- আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়ে দিন এবং আপনার জন্ম তারিখ নির্দিষ্ট জায়গায় পূরণ করুন ।
- তারপর সার্চ অপশনটি উপর ক্লিক করুন
- এরপর আপনি আপনার অ্যাপ্লিকেশন ফর্ম টি এডিট করতে পারেন এবং পুনরায় জমা করতে পারেন।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কাস্ট সার্টিফিকেট কি পাওয়া যাই?
হ্যাঁ। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে SC/ST ও OBC ক্যাটাগরির রাজ্যবাসীদের জন্য কাস্ট সার্টিফিকেট ইসু করে।
আমি কি ইতিমধ্যে জমা দেওয়া কাস্ট সার্টিফিকেটের আবেদন সংসদন করতে পারি?
আপনি অফিসিয়াল ওয়েবসাইট castcertificatewb.gov.in-এ “Edit Application” অপসনটি ব্যবহার করে পশ্চিমবঙ্গে ইতিমধ্যে জমা দেওয়া কাস্ট সার্টিফিকেটের আবেদন সংসদন করতে পারেন।
আরো লেটেস্ট খবর পড়ুন
- ড্রাইভিং লাইসেন্সে ঠিকানা পরিবর্তন অনলাইনে কীভাবে করবেন ২০২৩
- ড্রাইভিং লাইসেন্স রিনিউ করার অনলাইন প্রক্রিয়া 2023
- পশ্চিমবঙ্গ ভোটার তালিকা ২০২৩-এ আপনার নাম চেক করার পদ্ধতি
- পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট ২০২৩ (PDF) ডাউনলোড করার পদ্ধতি
- শুরু হতে চলেছে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস – জেনে নিন সময়সূচি
- আধার ব্যাঙ্ক লিঙ্ক স্ট্যাটাস চেক করার অনলাইন পদ্ধতি ২০২৩