Skip to content

পশ্চিমবঙ্গে ST/SC/OBC কাস্ট সার্টিফিকেট আবেদন করার পদ্ধতি 2024

আপনি যদি সিডিউল ট্রাইব, সিডিউল কাস্ট অথবা ওবিসি হন তাহলে আপনার একটি পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা ইস্যু করা কাস্ট সার্টিফিকেট দরকার হতে পারে।

এই সার্টিফিকেট টি পশ্চিমবঙ্গে বিভিন্ন ক্ষেত্রে অথবা পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগতে পারে যেমন যেকোনো সরকারি সংস্থায়, অফিসে বা যেকোনো ক্ষেত্রে আবেদন করার জন্য, বা বিভিন্ন স্কিম যেমন জয়বাংলা পেনশন স্কিম, বা স্কুল কলেজের ভর্তির জন্য।

পশ্চিমবঙ্গ সরকার এখন তাদের অফিসিয়াল ওয়েবসাইট castcertificatewb.gov.in-এর মাধ্যমে অনলাইন কাস্ট সার্টিফিকেটের আবেদন করার পদ্ধতি অনেক সহজ করে দিয়েছে।

এই আর্টিকেলটিতে, আপনি কিভাবে অনলাইন পশ্চিমবঙ্গ সরকারের কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করবেন তার সমস্ত তথ্য দেওয়া রইলো।

এই পদ্ধতি অবলম্বন করে আপনি পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন।

এই আর্টিকেল এর মধ্যে থাকবে,

  1. আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে
  2. কিভাবে আবেদন করবেন
  3. এপ্লিকেশন কিভাবে সংসদন করবেন

তাহলে চলুন এই প্রত্যেকটি বিষয় বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক।

কাস্ট সার্টিফিকেট আবেদন করার প্রয়োজনীয় ডকুমেন্টস

পশ্চিমবঙ্গ কাস্ট সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করতে আপনার এই ডকুমেন্টস গুলি লাগবে,

  1. একটি পাসপোর্ট সাইজের ফটো
  2. কাস্ট আইডেন্টিফিকেশন ডকুমেন্টের একটা স্ক্যানড কপি (যেমন মা বাবার কাস্ট সার্টিফিকেট)
  3. আপনার বয়সের প্রমাণপত্রের স্ক্যানড কপি
  4. আপনার আধার কার্ডের একটি স্ক্যানড কপি
  5. আপনার ঠিকানার পরিচয় পত্রের একটি স্ক্যানড কপি

পশ্চিমবঙ্গে কাস্ট সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন পদ্ধতি

পশ্চিমবঙ্গে কাস্ট সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন করতে ,

ধাপ ১: পশ্চিমবঙ্গের কাস্ট সার্টিফিকেটের ওয়েবসাইটে যান

পশ্চিমবঙ্গে কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করার বিকল্প
  1. প্রথমে, পশ্চিমবঙ্গ কাস্ট সার্টিফিকেট এর অফিসিয়াল ওয়েবসাইটটিতে (castcertificatewb.gov.in) যান।
  2. এরপর, প্রধান মেনুতে ‘Applicant’ বিকল্পে ক্লিক করুন।
  3. এরপর, ‘Apply for SC/ST/OBC’ বিকল্পে ক্লিক করুন।
  4. একটি ফ্রম আপনার সামনে খুলে যাবে।

(পেজটির সরাসরি লিংক)

ধাপ ২: ফর্ম fill up করুন

caste certificate online application form
  1. অ্যাপ্লিকেশন ফর্ম সঠিক ভাবে ফিলাপ করুন।
  2. ফরমটি ফিলাপ হয়ে গেলে ক্লিক করুন ‘Save and Continue’ বোতামটিতে।
  3. আপনি যদি OBC বিভাগ সিলেক্ট করে থাকেন তাহলে আরেকটি নতুন ফর্ম আপনার সামনে আসবে যেখানে আপনার মাতা-পিতার সার্ভিস, বা চাষের জমি, ল্যান্ড হোল্ডিং, ইত্যাদি তথ্য আপনার কাছে চাইবে।
  4. সঠিক ভাবে সেই তথ্যগুলো এন্টার করুন।
  5. ফর্মটি ফিলাপ হয়ে গেলে ক্লিক করুন ‘Save and Continue’ বোতামটিতে।

ধাপ ৩: ডকুমেন্ট আপলোড করুন

  1. আরেকটি নতুন পেজ আপনার সামনে খুলে যাবে সেখানে আপনি ডকুমেন্টগুলো আপলোড করে দিন এবং আপনার একটি ছবি আপলোড করে দিন।
  2. এরপর, আরো বাকি যা যা প্রয়োজনীয় ডকুমেন্টস আছে সেগুলো আপলোড করে দিন।
  3. ওই ডকুমেন্টস সংক্রান্ত তথ্য যথাযত জায়গায় এন্টার করে দিন।

ধাপ ৪: এপ্লিকেশন ফর্ম জমা দিন

  1. সব তথ্য সঠিকভাবে এন্টার করা হয়ে গেলে ও সমস্ত ডকুমেন্টস আপলোড হলে ‘Submit’ বোতামে ক্লিক করুন।
  2. একটি অটো-জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম আপনার সামনে খুলে যাবে।
  3. এই অ্যাপ্লিকেশন ফর্ম টি ডাউনলোড করে রাখুন কারণ এই একনলেজমেন্ট ফর্ম টি ভবিষ্যতে আপনার বিভিন্ন কাজে লাগতে পারে।

কাস্ট সার্টিফিকেটের আবেদনের পরে, আপনি castcertificatewb.gov.in এর মাধ্যমে অনলাইনে আপনার আবেদনের স্ট্যাটাস চেক করতে পারেন।

কাস্ট সার্টিফিকেটের স্ট্যাটাস চেক করার পদ্ধতি জানতে ক্লিক করুন

কাস্ট সার্টিফিকেটের জমা করা অ্যাপ্লিকেশন সংসদন করার পদ্ধতি

পশ্চিমবঙ্গ সরকার এর বাকওয়ার্ড ক্লাস ওয়েলফারে ডিপার্টমেন্ট আপনাকে আপনার জমা করা কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেশনটি এডিট করার সুবিধা দেয়।

যদি আপনার কাস্ট সার্টিফিকেট টিতে কোন ভুলত্রুটি তাকে, তাহলে আপনি তা ঠিক করতে এই পদ্ধতি অবলম্বন করতে পারেন।

আপনার জমা করা জাত শংসাপত্রের আবেদন এডিট করতে,

  1. প্রথমে ওয়েস্টবেঙ্গল কাস্ট সার্টিফিকেট এর অফিশিয়াল ওয়েবসাইটে (castcertificatewb.gov.in) জান।
  2. এরপর, প্রধান মেনুতে ‘Applicant’ বিকল্পে ক্লিক করুন।
  3. এরপর, ‘Edit Application’ বিকল্পে ক্লিক করুন।
  4. একটি নতুন পেজ আপনার সামনে খুলে যাবে।
  5. এরপর, আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি এন্টার করে দিন এবং আপনার জন্ম তারিখ নির্দিষ্ট জায়গায় পূরণ করুন।
  6. এরপর, ‘Search’ বোতামটিতে ক্লিক করুন।

এরপর আপনি আপনার অ্যাপ্লিকেশন ফর্ম টি এডিট করতে পারেন এবং পুনরায় জমা করতে পারেন।


আরো রাজ্য সরকারের প্রকল্প গুলি জানুন