পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পরিযায়ী শ্রমিকদের জন্য একটি নতুন প্রকল্পের সূচনা করা হয়েছে। এই প্রকল্পের নাম “পরিযায়ী সহায়”।
এই প্রকল্পের অন্তর্গত পশ্চিমবঙ্গের সমস্ত পরিযায়ী শ্রমিকরা বিনামূল্যে খাদ্য সামগ্রী পাবে। তাদের মধ্যে কারোর রেশন কার্ড না থাকলেও তিনি এই সামগ্রী পাবেন।
আজ এই আর্টিকেলটিতে, পশ্চিমবঙ্গ পরিযায়ী সহায় প্রকল্প সমন্ধে বিস্তারিত জানবো,
তাহলে চলুন বিষয়গুলি বিস্তারিত ভাবে জানা যাক…
পরিযায়ী সহায় প্রকল্প ২০২১ কি
প্রকল্পের নাম | পরিযায়ী সহায় |
কে চালু করেছে | পশ্চিমবঙ্গ সরকার |
করা পাবে | পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের জন্য |
প্রকল্পের সুবিধা | বিনামূল্যে খাদ্য সামগ্রী |
পরিযায়ী সহায় প্রকল্পের যোগ্যতা
পশ্চিমবঙ্গের পরিযায়ী সহায় প্রকল্পের অন্তর্গত খাদ্য সামগ্রী পাওয়ার জন্য,
- আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আপনাকে একদিন পরিযায়ী শ্রমিক হতে হবে অর্থাৎ পশ্চিমবঙ্গ ছাড়া ভারতবর্ষের অন্য রাজ্যে চাকরি করতে হবে।
পরিযায়ী সহায় প্রকল্প ২০২১ এর সুবিধা
পরিযায়ী সহায় প্রকল্পের দ্বারা পশ্চিমবঙ্গের সমস্ত পরিযায়ী শ্রমিকরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রতিমাসে ৫ কেজি করে খাদ্য সামগ্রী পাবেন বিনামূল্যে।
তাদের রেশন কার্ড না থাকলেও তারা এই সামগ্রী সংগ্রহ করতে পারবেন।
পরিযায়ী সহায় প্রকল্প কিভাবে লাঘু করা হচ্ছে
পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের তথ্য সংগ্রহ করছে।
যদি কোন পরিযায়ী শ্রমিকের বা তার পরিবারের কারও রেশন কার্ড না থাকে তাহলে তাদের সরকারের পক্ষ থেকে কুপন দেওয়া হবে।
এই কুপন দেখিয়ে তারা যেকোনো রেশন দোকান থেকে মাসে ৫ কিলো খাদ্য সামগ্রী সংগ্রহ করতে পারবেন।
ভোটের আগে পশ্চিমবঙ্গ সরকার পক্ষ থেকে জানানো হয়েছিল যে তারা খুব শীঘ্রই পরিযায়ী শ্রমিক দের জন্য অনেক প্রকল্প নিয়ে আসতে চলেছে।
পশ্চিমবঙ্গ সরকারের এই পরিযায়ী সহায় প্রকল্প এ রকমই এক প্রকল্প।
সুপ্রিম কোর্টের তরফ থেকে কেন্দ্র সরকার ও বিভিন্ন রাজ্য সরকারকে জানানো হয়েছিল পরিযায়ী শ্রমিক দের সাহায্যের জন্য। এর ফলে কেন্দ্র সরকারের তরফ থেকে ও বিভিন্ন রাজ্যের সরকারের তরফ থেকে অনেক প্রকল্প চালু করা হয়েছে।
পশ্চিমবঙ্গ সরকারের যে দুয়ারের সরকার ক্যাম্প চলছে রাজ্যের কোনায় কোনায় তা খুব শীঘ্রই শেষের দিকে এসে গেছে প্রায় এক মাস চলার পরে।
সমস্ত লেটেস্ট খবর আপনার Telegran এ পেতে Join করুন আমাদের Telegram Group
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- পশ্চিমবঙ্গ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (PCC)-র আবেদন কিভাবে করবেন
- WBSEDCL পোর্টালে একটি অ্যাকাউন্ট কিভাবে তৈরি (রেজিস্টার) করবেন
- PM Kisan রেজিস্ট্রেশন নম্বর অনলাইনে কীভাবে খুঁজে পাবেন
- WBSEDCL বিদ্যুৎ বিল অনলাইনে কিভাবে ডাউনলোড করবেন
- WBSEDCL পেমেন্ট রসিদ অনলাইনে কিভাবে ডাউনলোড করবেন
- পুরোনো (ম্যানুয়াল) জাতি শংসাপত্র কিভাবে ডিজিটাল করবেন জেনে নিন
- কাস্ট সার্টিফিকেট ডিজিটাইজেশন স্ট্যাটাস চেক কিভাবে করবেন 2024
- সামস্য সমাধন (জন সংযোগ) প্রকল্প পশ্চিমবঙ্গ 2024 – সমস্ত তথ্য
- স্বাস্থ্য সাথী কার্ড ব্যালেন্স চেক করার অনলাইন পদ্ধতি 2024