আপনি যদি রেশন কার্ড বিভাগে অনুপযুক্ত হন তাহলে অনলাইন রেশন কার্ড ক্যানসেল করা উপযুক্ত হবে বা আপনার পরিবারে কেউ বিগত হলে রেশন কার্ড ক্যানসেল করা আবশ্যকতা বলে মনে করা হয়।
পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা অনলাইন রেশন কার্ড ক্যানসেল/বাতিল করানো সহজ হয়ে গেছে।
এই আর্টিকেল এর মাধ্যমে আপনি কিভাবে রেশন কার্ড ক্যান্সেল বা বাতিল করবেন সে সম্পর্কে নিম্নলিখিত বিষয়গুলি জানতে পারবেন,
- প্রয়োজনীয় তথ্য
- অনলাইনে রেশন কার্ড বাতিল করার পদ্ধতি
- আধার ব্যবহার করে রেশন কার্ড ক্যানসেল করার পদ্ধতি
তাহলে চলুন এই প্রতিটি বিষয় বিস্তারিত ভাবে দেখে নেওয়া যাক।
রেশন কার্ড অনলাইনে বাতিল করার জন্য প্রয়োজনীয় তথ্য
পশ্চিমবঙ্গ সরকারের ডিজিটাল রেশন কার্ড ফেসিলিটি এবং ‘Self Service through Aadhaar’ ফেসিলিটি উপভোগ করার জন্য প্রথমত আপনাকে আপনার রেশন কার্ড এর সাথে আধার কার্ড এবং মোবাইল নাম্বারের সঙ্গে লিংক করাতে হবে।
আপনার রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার পদ্ধতি জানতে ক্লিক করুন
অনলাইনে রেশন কার্ড বাতিলের আবেদন করার পদ্ধতি
অনলাইনের মাধ্যমে রেশন কার্ড বাতিল করতে,
ধাপ ১: পশ্চিমবঙ্গে রেশন কার্ড এর ওয়েবসাইটে যান
- প্রথমে, আপনাকে যেতে হবে পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তর এর অফিশিয়াল ওয়েবসাইট food.wb.gov.in-এ।
- এরপর, ‘Citizen’s Home’ বিকল্পে ক্লিক করুন।
- এরপর, ‘Ration Card Related Corner’ বিকল্পে ক্লিক করুন।
- এরপর, ‘Services Requiring Office Approval’ বিকল্পে ক্লিক করুন।
- এরপর, ‘Apply Online’ বিকল্পে ক্লিক করুন।
- এরপর, ‘Form 7’ বিকল্পে ক্লিক করুন।
আপনি যদি এই পদ্ধতিটি মোবাইল থেকে করছেন, তাহলে আপনাকে একটু স্ক্রল করতে হতে পারে অপসনগুলি পেতে।
ধাপ ২: রেশন কার্ড পোর্টালটিতে লগইন করুন
- এরপর, রেশন কার্ড category নির্বাচন করুন।
- এরপর, আপনাকে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি দিতে হবে যেটা আপনার রেশন কার্ডের সাথে লিংক করানো আছে।
- তারপর ‘Get OTP’ অপশনটিতে ক্লিক করুন। আপনি আপনার রেজিস্টারড মোবাইল নাম্বারে OTP পাবেন।
- নির্দিষ্ট জায়গায় OTPএন্টার করুন এবং ‘Proceed’ বোতামটিতে ক্লিক করুন।
- পশ্চিমবঙ্গ সরকারের অনলাইন রেশন কার্ড পোর্টালটি আপনার স্ক্রিনে খুলে যাবে।
যদি আপনার রেশন কার্ড এর সাথে কোন নম্বরটি যোগ করা আছে না জেনে থাকেন, তাহলে নিচে দেওয়া আর্টিকেল টি পড়তে পারেন।
রেশন কার্ড এর সাথে কোন নম্বর যুক্ত আছে জানার পদ্ধতি জানতে ক্লিক করুন
ধাপ ৩: ফর্ম ৭ ফিলাপ করার পদ্ধতি
- ফর্ম বিভাগটিতে স্ক্রল ডাউন করুন এবং ক্লিক করুন Apply Now অপশনটিতে ‘Apply for FORM-7’ এর অপশন এর নিচে।
- আবার পুনরায় একটি পেজ আপনার সামনে খুলে যাবে যেই পেজ এর মধ্যে আপনার পরিবারের সদস্য ও তাদের নাম্বার লিঙ্ক করা থাকবে।
- যেই সদস্যের রেশন কার্ড আপনি ক্যান্সেল করাতে চান তার পাশের চেকবক্সেটি সিলেক্ট করুন।
- যদি কোন মৃত সদস্যের রেশন কার্ড ক্যান্সেল করাতে চান তবে “deceased” চেকবক্সটির পাশের নামটি ক্লিক করুন।
- এরপর তালিকার একদম শেষ প্রান্তে চলে যাবেন এবং প্রসিড অপশনটিতে ক্লিক করবেন।
ধাপ ৪: ফ্রম ৭ সাবমিট করার পদ্ধতি
- আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাওয়াতে আপনি ‘I Certify’ চেক বক্স টি তে ক্লিক করবেন এবং তারপরে ‘Get OTP’ অপশনটিতে ক্লিক করবেন।
- ওটিপি পাওয়ার পর নির্দিষ্ট জায়গায় ওটিপি এন্টার করুন এবং ‘Submit OTP’ অপশনটিতে ক্লিক করবেন।
- এই পদ্ধতিটি শেষ করার পরে আপনার কাছে একটি সাকসেস নোটিশ আসবে।
- আপনার ফর্মটি সফলভাবে জমা পড়েছে এটাই তার প্রমান হিসেবে থাকবে আপনার কাছে।
এরপর আপনি পশ্চিমবঙ্গ ডিজিটাল রেশন কার্ড পোর্টালটিতে লগইন করতে পারেন এবং আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারেন।
লগইন করা ছাড়াও অপর একটি অপশন আছে যার দ্বারা আপনি আপনার রেশন কার্ডের অ্যাপ্লিকেশন এর স্ট্যাটাস চেক করতে পারবেন। সেইটি জানার জন্য আপনি নিচের আর্টিকেলটি পড়তে পারেন।
আপনার রেশন কার্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার পদ্ধতি জানতে ক্লিক করুন
এই পদ্ধতিগুলো অবলম্বন করলে আপনি সহজেই আপনার ডিজিটাল রেশন কার্ড ওয়েস্ট বেঙ্গল ফুড এন্ড সাপ্লাই ডিপার্টমেন্ট অফিশিয়াল ওয়েবসাইট (food.wb.gov.in) থেকে বাতিল করতে পারেন।
Self Service through Aadhaar ব্যবহার করে রেশন কার্ড বাতিল করার পদ্ধতি
পশ্চিমবঙ্গে রেশন কার্ড বাতিল করতে,
ধাপ ১: অফিসিয়াল ওয়েবসাইটে যান
- প্রথমে, আপনাকে যেতে হবে পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তর এর অফিশিয়াল ওয়েবসাইট food.wb.gov.in-এ।
- এরপর, ‘Citizen’s Home’ বিকল্পে ক্লিক করুন।
- এরপর, ‘Ration Card Related Corner’ বিকল্পে ক্লিক করুন।
- এরপর, ‘Self Service through Aadhaar’ বিকল্পে ক্লিক করুন।
- এরপর, ‘Ration card surrender’ অপশনে ক্লিক করুন।
- একটি নতুন পেজ খুলে যাবে।
ধাপ ২: রেশন কার্ড নম্বর এন্টার করুন
- এরপর, নির্দিষ্ট ক্ষেত্রে ‘Ration Card Number’ এন্টার করুন।
- এরপর, ‘SEARCH’ বোতামে ক্লিক করুন।
- রেশন কার্ডের বিবরণ স্ক্রিনে প্রদর্শিত হবে।
আপনি যদি আপনার রেশন কার্ড নম্বর ভুলে গিয়ে থাকেন, তবে আপনি এটি অনলাইনে অনুসন্ধান করতে পারেন।
অনলাইনে আপনার রেশন কার্ড নম্বর খোঁজার পদ্ধতি জানতে ক্লিক করুন।
ধাপ ৩: OTP ভেরিফাই করুন
- এরপর, consent বাক্সে টিক দিন।
- এরপর, ‘SEND OTP’ বোতামে ক্লিক করুন।
- নিবন্ধিত মোবাইল নম্বরে একটি OTP পাঠানো হবে। এটি নির্দিষ্ট ক্ষেত্রে এন্টার করুন।
- এরপর, ‘Submit OTP’ বোতামে ক্লিক করুন।
- পরিবারের সবার রেশন কার্ডের তথ্য স্ক্রিনে প্রদর্শিত হবে।
ধাপ ৪: রেশন কার্ড বাতিল করুন
- এরপর, যার রেশন কার্ড আপনি বাতিল করতে চান তার নামের পাশে টিক দিন।
- এরপর, ড্রপ-ডাউন তালিকা থেকে বাতিল করার উপযুক্ত কারণ নির্বাচন করুন।
- একটি নতুন পেজ খুলে যাবে।
- এরপর, ‘Confirm’ বোতামে ক্লিক করুন।
- এরপর, ‘Yes’ বোতামে ক্লিক করুন।
- রেশন কার্ডটি সফলভাবে বাতিল করা হবে।
আপনি ‘Surrender Certificate’ বোতামে ক্লিক করে আপনার রেশন কার্ড বাতিলের শংসাপত্র ডাউনলোড করতে পারেন।
এই পদক্ষেপগুলি অনুসরণ করে আপনি পশ্চিমবঙ্গ রেশন কার্ড অফিসিয়াল ওয়েবসাইটের ‘Self Service through Aadhaar’ বিকল্পটি ব্যবহার করে সহজেই আপনার পরিবারের কারুর রেশন কার্ড বাতিল করতে পারেন।
আরো রেশন কার্ড সংক্রান্ত তথ্য
- ডিজিটাল রেশন কার্ড পশ্চিমবঙ্গ (খাদ্য সাথী স্কিম) 2024
- ভর্তুকিহীন রেশন কার্ড পশ্চিমবঙ্গ (ফর্ম ১০) অনলাইনে আবেদন করুন
- খাদ্য সাথী আমার রেশন মোবাইল অ্যাপ – কীভাবে ব্যবহার করবেন
- পশ্চিমবঙ্গ দুয়ারে রেশন ও রেশন কার্ড হোয়াটসঅ্যাপ নম্বর
- নাম বা মোবাইল নম্বর দিয়ে রেশন কার্ড চেক করার পদ্ধতি জেনে নিন
- পশ্চিমবঙ্গে e-Ration কার্ড কিভাবে ডাউনলোড করবেন তা জেনে নিন