Skip to content

মোট ৩৪ টি পদে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC)

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) মোট ৩৪ টি শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) নিয়োগের জন্য যোগ্য এবং ইচ্ছুক ব্যক্তিদের আবেদন জানাচ্ছে।

মোট পদ সংখ্যা:- ৩৪

কর্মস্থান:– পশ্চিমবঙ্গ

আবেদন পদ্ধতি:- অনলাইনের মাধ্যমে যোগ্য এবং ইচ্ছুক ব্যক্তিরা পদের জন্য আবেদন করতে পারেন।

এই চাকরির নিয়োগের ব্যাপারে বিশদে জানতে নিচে দেওয়া তথ্যের উপর চোখ রাখুন।

শিক্ষাগত যোগ্যতা:-আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অনুসারে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং- এ কোন স্বনামধন্য কলেজ বা বিশ্ববিদ্যালয়ের প্রাপ্ত ডিগ্রী থাকতে হবে। আবেদনকারীকে বাংলা লিখতে এবং পড়তে জানতে হবে। (মাতৃভাষা বাংলা বাদে অন্য ভাষা হলে এই নিয়ম প্রযোজ্য নয়)

বিশদ বিজ্ঞাপন:- Advertisement No. 21/2020

মাসিক বেতন:- ₹১৫,৬০০- ₹৪২,০০০/-

নির্বাচন পদ্ধতি:-  যোগ্য আবেদনকারীদের নির্বাচন করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। লিখিত পরীক্ষা হবে ২০০ নম্বরে এবং ইন্টারভিউ হবে ১০০ নম্বরে। ইন্টারভিউয়ের সঠিক তারিখ, স্থান এবং সময় আবেদনকারীদের জানিয়ে দেওয়া হবে, অথবা সমস্ত তথ্য অফিশিয়াল ওয়েবসাইট পাওয়া যাবে।

আবেদন পদ্ধতি:- যোগ্য এবং ইচ্ছুক আবেদনকারীরা, নিম্নে প্রদত্ত ওয়েবসাইটে অনলাইনে  আবেদন করতে পারেন।

আবেদনকারীদের অ্যাপ্লিকেশন ফি বাবদ ₹২১০ টাকা ধার্য করা হয়েছে। (SC/ST/PWD অন্তর্ভুক্ত ব্যাক্তিদের অ্যাপ্লিকেশন ফ্রী ধার্য করা হবে না)

অফিশিয়াল ওয়েবসাইট:- https://wbpsc.gov.in/

অনলাইন আবেদনের সূচনা:- ১১/০১/২০২১

অনলাইন আবেদনের সর্বশেষ তারিখ:- ০১/০২/২০২১

এই চাকরির নিয়োগের ব্যাপারে বিশদে জানতে চোখ রাখুন পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)-এর অফিশিয়াল ওয়েবসাইটে।


[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন