Skip to content

পশ্চিমবঙ্গ উৎসশ্রী পোর্টাল টিচার ট্রান্সফার – আবেদন পদ্ধতি, ডকুমেন্টস

সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে চালু হয়েছে উৎসশ্রী পোর্টাল শিক্ষক ও শিক্ষিকাদের ট্রান্সফারের জন্য। ৩১ জুলাই শিক্ষা মন্ত্রী এই নতুন পোর্টাল টি উদ্বোধন করেছেন।

এই আর্টিকেলে আমরা আলোচনা করব উৎসশ্রী পোর্টাল ২০২১ এর জন্য কি কি বদলির জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে এবং তার পদ্ধতি।

উৎসশ্রী পোর্টালে আবেদনের প্রয়োজনীয় ডকুমেন্টস

চলুন তাহলে দেখেনি কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস উৎসশ্রী পোর্টাল এর জন্য লাগবে-

  1. শিক্ষক-শিক্ষিকাদের ইউনিক কোড
  2. নিয়োগপত্র
  3. জয়নিং রিপোর্ট
  4. সার্ভিস বুক
  5. সার্ভিস সার্টিফিকেট সময়সীমা মেডিকেলের প্রমাণপত্র

উৎসশ্রী পোর্টাল এপ্লাই করার আগে আপনি আপনার জেনারেল ট্রান্সফারের জন্য কতটা প্রযোজ্য সেইটি আন্দাজ করতে পারেন নিচের দিয়ে থাকা অনলাইন ক্যালকুলেটরের সাহায্যে।

পশ্চিমবঙ্গ উষসী পোর্টাল বদলির আবেদন পদ্ধতি

উষসী পোর্টাল বদলির জন্য এই পদ্ধতি গুলো অবলম্বন করুন:

প্রথমে এই লিঙ্কটিতে যাবেন। তার তার পর “Log In” এ ক্লিক করুন।

  1. এই পেজে আপনি (ওএসএমএস) OSMS টাইপ এন্টার করুন, স্কুলের ডিস্ট্রিক্ট সার্কেল বা সাব ডিভিশন, টিচারের ইউনিক কোড এবং প্যান নাম্বার দিয়ে পোর্টালটিতে লগইন করুআবার একটি নতুন পেজ আপনার সামনে খুলে যাবে।
  2. জেনারেল ট্রান্সফার এই অপশনটিতে ক্লিক করুন।
  3. দিয়ে সেলফ ইনিসিয়েটড ট্রানস্ফার অপশনটিতে ক্লিক করুন।
  4. এরপর আপনি যে স্কুলে বদলি হতে চান সেই ডিসট্রিক্ট, সার্কেল, সাব ডিভিশন এবং স্কুলের নাম আপনি ড্রপডাউন থেকে বেছে নিতে পারেন।
  5. আপনি ‘চেক ভ্যাকেন্সি’ এই অপশনটিতে ক্লিক করে দেখতে পারেন যে আপনার সিলেক্ট করা স্কুলটি তে ভ্যাকেন্সি আছে কিনা।
  6. এরপর আপনি যথাযথ বদলির কারণ দিতে পারেন ড্রপডাউন অপশনগুলো থেকে।
  7. তার সাথে আপনি প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপলোড করে দিন এবং ফর্ম এর বাকি অংশ ফিলাপ করে নেবেন যেমনভাবে দেওয়া থাকবে।
  8. এরপর চেকবক্সটি তে ক্লিক করুন এবং তারপর প্রসিড অপশনটি সিলেক্ট করুন।
  9. এরপর একটা পপ আপ আপনার সামনে চলে আসবে।
  10. তারপরে ক্লিক করুন ‘ওকে’।
  11. চেকবক্সটি পুনরায় আবার ক্লিক করুন এবং আপনাকে ফাইনালাইজ করতে বলা হবে।
  12. ফাইনালাইজ ক্লিক করার আগে আপনার দেওয়া তথ্য গুলি একবার ভেরিফাই করে নেবেন কারণ এই তথ্যগুলি পরে আর পরিবর্তন করা যাবে না।
  13. ক্লিক করুন ফাইনালাইজ।
  14. এরপর ইয়েস এ ক্লিক করুন।
  15. আপনার ফর্মটি সফলভাবে জমা পড়ে যাবে।

উপরে দেওয়া পদ্ধতি গুলো অবলম্বন করে রাজ্যের যেকোনো শিক্ষক বা শিক্ষিকারা নিজেরাই ট্রানস্ফার হতে পারেন পশ্চিমবঙ্গ সরকারের উৎসশ্রী পোর্টালের দ্বারা।

প্রাইমারি অধ্যাপক বা অধ্যাপিকা, হাইস্কুলের অধ্যাপক বা অধ্যাপিকা এবং যেকোন নন টিচিং স্টাফ উৎস শ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারেন ২ আগস্ট ২০২১ থেকে।


সমস্ত লেটেস্ট খবর আপনার Telegran এ পেতে Join করুন আমাদের Telegram Group

[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন