ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC), ইন্ডিয়ান ইকোনমিক্স সার্ভিস (IES),২০২০ এর জন্য যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের আবেদন জানাচ্ছে।
পদ সংখ্যা:- ১৫
আবেদন পদ্ধতি:- অনলাইন
এই পরীক্ষার আবেদনের ব্যাপারে বিশদে জানতে নিচের দেওয়া তথ্যের ওপর চোখ রাখুন।
শিক্ষাগত যোগ্যতা:-
ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিসের জন্য আবেদনকারীকে ন্যূনতম অর্থনীতি/প্রযুক্ত অর্থনীতি/ব্যাবসায়িক অর্থনীতি অথবা ইকোনোমেট্রিক্স এ স্নাতকোত্তর হতে হবে, কোন বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে।
সার্ভিসের জুনিয়র টাইমস্কেলের জন্য, কমিশন ১৬ অক্টোবর, ২০২০ থেকে দফায় দফায় পরীক্ষার আয়োজন করবে।
[যেকোনো চাকরির খবর পেতে আমাদের Telegram চ্যানেল টি subscribe করুন]
আবেদন পদ্ধতি:-
যোগ্য এবং ইচ্ছুক ব্যক্তিরা অনলাইনে, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে (UPSC) আবেদন করতে পারেন।
অফিশিয়াল ওয়েবসাইট:- https://upsconline.nic.in
আবেদনকারীদের অনলাইনে রেজিস্ট্রেশন ফি বাবদ ২০০ টাকা দিতে হবে।
SC/ST/মহিলাদের অনলাইন রেজিস্ট্রেশন ফি এর কোন টাকা দিতে হবে না।
উল্লেখযোগ্য তারিখ:-
আবেদনের সমাপ্তি:- যোগ্য এবং ইচ্ছুক ব্যক্তিরা ১ সেপ্টেম্বর, ২০২০, বিকেল ৬ টা পর্যন্ত www.upsc.gov.in এ অনলাইনে আবেদন করতে পারবে।
আবেদন বাতিল:- ১ সেপ্টেম্বর, ২০২০ পর্যন্ত করা আবেদন বাতিল করা যাবে ৮-১৪ সেপ্টেম্বর, ২০২০ এর মধ্যে।
এই পরীক্ষার ব্যাপারে বিশদে জানতে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (UPSC) অফিশিয়াল ওয়েবসাইটে চোখ রাখুন।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- পশ্চিমবঙ্গ জমির খাজনা অনলাইন পেমেন্ট করার পদ্ধতি ২০২৩
- পশ্চিমবঙ্গ খাজনার আবেদন নম্বর অনলাইনে কীভাবে খুঁজে পাবেন
- পশ্চিমবঙ্গ জমির খাজনা দেওয়ার জন্য আবেদন পদ্ধতি অনলাইন
- আপনার ট্রাফিক চালান বা জরিমানা হয়েছে কিনা চেক করার পদ্ধতি
- ট্র্যাফিক চালান (বা জরিমানা) অনলাইনে পেমেন্ট করার পদ্ধতি
- কীভাবে অনলাইনে ট্রাফিক চালান এবং পেমেন্টের স্টেটাস চেক করবেন