Skip to content

বিয়ের পর পশ্চিমবঙ্গ ডিজিটাল রেশন কার্ড ট্রান্সফার (Form ১৪) – আবেদন পদ্ধতি

যদি আপনি সদ্যবিবাহিত হয়ে থাকেন তাহলে আপনি আপনার রেশন কার্ডটি আপনার নতুন পরিবারে ট্রানস্ফার করতে পারেন।

আপনি যদি হাজব্যান্ড হন তাহলে আপনি আপনার স্ত্রী রেশন কার্ডটি আপনার নামের সঙ্গে যুক্ত করতে পারেন আপনার পরিবারের সদস্য হিসেবে।

পশ্চিমবঙ্গ সরকার নতুন পরিবারে ট্রানফার বা আপনার ফ্যামিলির থেকে আপনার বরের পরিবার এ রেশন কার্ড টি অনলাইন ট্রানস্ফার করানোর অনেক সহজ করে দিয়েছে।

নতুন পরিবারের রেশন কার্ড অনলাইন ট্রান্সফার করার জন্য আপনাকে ফর্ম নম্বর ১৪ পূরণ করতে হবে।

এই আর্টিকেলে আপনি জানতে পারবেন কিভাবে আপনি রেশন কার্ডের ফর্ম নম্বর ১৪ অনলাইনে পূরণ করতে পারবেন।

নতুন পরিবারে রেশন কার্ড ট্রান্সফার করার পদ্ধতি

অনলাইনের মাধ্যমে নতুন পরিবারে রেশন কার্ড ট্রান্সফার আবেদন করতে,

ধাপ ১: পশ্চিমবঙ্গে রেশন কার্ড এর ওয়েবসাইটে যান

“Apply Of an Individual For Shifting to a New Family” বিকল্প
  1. প্রথমে আপনাকে যেতে হবে পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তর এর অফিশিয়াল ওয়েবসাইট food.wb.gov.in-এ।
  2. এরপর, ‘Citizen’s Home’ বিকল্পে ক্লিক করুন।
  3. এরপর, ‘Ration Card Related Corner’ বিকল্পে ক্লিক করুন।
  4. এরপর, ‘Services Requiring Office Approval’ বিকল্পে ক্লিক করুন।
  5. এরপর, ‘Apply Online’ বিকল্পে ক্লিক করুন।
  6. এরপর, ‘Form 14’ বিকল্পে ক্লিক করুন।

(পেজটির সরাসরি লিংক)

পশ্চিমবঙ্গ সরকারের ডিজিটাল রেশন কার্ড ফেসিলিটি উপভোগ করার জন্য প্রথমত আপনাকে আপনার রেশন কার্ড আধার কার্ড এবং মোবাইল নাম্বারের সঙ্গে লিংক করাতে হবে।

এই লিংকটিতে ক্লিক করুন আপনার আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড অনলাইন লিঙ্ক করানোর জন্য

ধাপ ২: আপনি ওয়েস্ট বেঙ্গল ডিজিটাল রেশন কার্ড পোর্টালটিতে লগইন করুন

পশ্চিমবঙ্গ রেশন পোর্টালের login পেজ
  1. এরপর, রেশন কার্ড category নির্বাচন করুন।
  2. এরপর, আপনাকে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি দিতে হবে যেটা আপনার রেশন কার্ডের সাথে লিংক করানো আছে।
  3. আপনি যদি আপনার স্ত্রীর রেশন কার্ড স্থানান্তর করতে চান তবে আপনার স্ত্রীর রেশন কার্ড যে পরিবারের সাথে লিঙ্ক করা আছে তার মোবাইল নম্বর এন্টার করুন।
  4. তারপর ‘Get OTP’ অপশনটিতে ক্লিক করুন। আপনি আপনার রেজিস্টারড মোবাইল নাম্বারে OTP পাবেন।
  5. নির্দিষ্ট জায়গায় OTPএন্টার করুন এবং ‘Proceed’ বোতামটিতে ক্লিক করুন।
  6. পশ্চিমবঙ্গ সরকারের অনলাইন রেশন কার্ড পোর্টালটি আপনার স্ক্রিনে খুলে যাবে।

যদি আপনার রেশন কার্ড এর সাথে কোন নম্বরটি যোগ করা আছে না জেনে থাকেন, তাহলে নিচে দেওয়া আর্টিকেল টি পড়তে পারেন।

রেশন কার্ড এর সাথে কোন নম্বর যুক্ত আছে জানার পদ্ধতি জানতে ক্লিক করুন

ধাপ ৩: ফর্ম ১৪ ফিলাপ করার পদ্ধতি

  1. রেশন কার্ড পোর্টাল টি খুললে ফ্রম বিভাগে জান তারপর ফ্রম ১৪ এর নিচে ‘Apply Now’ অপশনটিতে ক্লিক করুন।
  2. আপনার সমস্ত পরিবারের সদস্যদের নাম থাকবে। এরপর সেই পরিবারের সদস্য এর পাশের চেকবক্সটি তে ক্লিক করুন যার অনলাইন রেশন কার্ড ট্রান্সফার করতে চান।
  3. তার পর স্ক্রিনে একদম নিচের বিভাগে যান এবং তারপর ক্লিক করুন ‘Next’ অপশনটিতে।
  4. এর পর যে পরিবারে আপনি রেশন কার্ড ট্রান্সফার করতে চান সেই পরিবারের মূল বেক্তির রেশন কার্ডের নাম্বার এবং বিভাগ টি দিন।
  5. আপনি যদি আপনার স্ত্রী এর পরিবারের অ্যাকাউন্টে লগইন থাকেন, আপনি আপনার পরিবারের মূল বেক্তির রেশন কার্ডের নাম্বার টি দিয়ে দিন। এরপর ‘Search’ অপশনে ক্লিক করুন।
  6. যে পরিবারে রেশন কার্ড অনলাইনে ট্রানস্ফার করতে চান সেই পরিবারের সমস্ত সদস্যর নাম স্ক্রিনে চলে আসবে। তারপর ‘Next’ বোতামটিতে ক্লিক করুন।
  7. এরপর, ড্রপ-ডাউন তালিকা থেকে ‘Relation with HOF’ নির্বাচন করুন।
  8. এরপরে, ড্রপ-ডাউন তালিকা থেকে ‘Reason for shifting to a new family’ নির্বাচন করুন।
  9. স্ক্রিনের একদম নিচের ভাগে চলে যান তারপর ক্লিক করুন “It’s Okay” চেকবক্সটি।
  10. তারপর ক্লিক করুন ‘Next’ বোতামে। একটি নতুন পেজ আপনার সামনে খুলে যাবে।

ধাপ ৪: ফ্রম ১৪ সাবমিট করার পদ্ধতি

  1. নতুন পেজটিতে, “I Certify” চেকবক্সটিতে ক্লিক করবেন এবং তারপরে ‘Get OTP’ অপশনটিতে ক্লিক করবেন।
  2. OTP পাওয়ার পর নির্দিষ্ট জায়গায় সেটি এন্টার করুন এবং ‘Submit OTP’ বোতামটিতে ক্লিক করুন।
  3. এরপর আপনার কাছে একটি সাকসেস নোটিশ আসবে। আপনার ফর্মটি সফলভাবে জমা পড়েছে এটাই তার প্রমান হিসেবে থাকবে আপনার কাছে।

এই পদ্ধতি অবলম্বন করে আপনি একটি ডিজিটাল রেশন কার্ড একটি নতুন পরিবারে ট্রান্সফারের আবেদন করতে পারেন অনলাইনে – ওয়েস্ট বেঙ্গল ফুড এন্ড সাপ্লাই ডিপার্টমেন্ট এর অফিশিয়াল ওয়েবসাইট এর সাহায্যে।

এরপর আপনি পশ্চিমবঙ্গ ডিজিটাল রেশন কার্ড পোর্টালটিতে লগইন করতে পারেন এবং আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারেন।

লগইন করা ছাড়াও অপর একটি অপশন আছে যার দ্বারা আপনি আপনার রেশন কার্ডের অ্যাপ্লিকেশন এর স্ট্যাটাস চেক করতে পারবেন।

আপনার রেশন কার্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার পদ্ধতি জানতে ক্লিক করুন


আরো রেশন কার্ড সংক্রান্ত তথ্য