Skip to content
Sail Recruitment 2021

মোট ১০০ টি শিক্ষানবিশ পদে নিয়োগ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের (SAIL-IISCO)

স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (SAIL-IISCO) মোট ১০০ টি শূন্যপদে শিক্ষানবিশ নিয়োগের জন্য যোগ্য এবং ইচ্ছুক ব্যক্তিদের আবেদন জানাচ্ছে।

মোট পদ সংখ্যা:-১০০

  • সিভিল:- ১০ পদ
  • ইলেকট্রিক্যাল:- ২০ পদ
  • ইন্সট্রুমেন্টেশন:- ১০ পদ
  • মেকানিক্যাল :- ২০ পদ
  • মেটালার্জি:- ৩০ পদ
  • কেমিক্যাল:- ১০ পদ

কর্মস্থান:-  বার্নপুর স্টিল প্লান্ট, পশ্চিমবঙ্গ, বর্ধমান

আবেদন পদ্ধতি:- অনলাইনের মাধ্যমে যোগ্য এবং ইচ্ছুক ব্যক্তিরা পদের জন্য আবেদন করতে পারেন।

এই চাকরির নিয়োগের ব্যাপারে বিশদে জানতে নিচে দেওয়া তথ্যের উপর চোখ রাখুন।

শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য আবেদনকারীদের ন্যূনতম সরকার স্বীকৃত কলেজ অথবা বিশ্ববিদ্যালয় থেকে বিষয়ভিত্তিক ডিগ্রী/ডিপ্লোমা থাকতে হবে।

বয়স সীমা:- ১৮-২৪ বছর

নির্বাচন পদ্ধতি:-  যোগ্য আবেদনকারীদের নির্বাচন করা হবে (ডিপ্লোমা) পরীক্ষায় প্রাপ্ত নম্বরের মাধ্যমে।

আবেদন পদ্ধতি:- যোগ্য এবং ইচ্ছুক আবেদনকারীরা, নিম্নে প্রদত্ত ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারেন।আবেদন করার আগে আবেদনকারীদের নিম্নে প্রদত্ত ওয়েবসাইটে রেজিস্টার করতে হবে।

অফিশিয়াল ওয়েবসাইট:- https://www.sail.co.in

রেজিস্টার করার জন্য ওয়েবসাইট:- https://portal.mhrdnats.gov.in/

অনলাইন আবেদনের সূচনা:- ১০/০২/২০২১

অনলাইন আবেদনের সর্বশেষ তারিখ:- ১৯/০২/২০২১

এই চাকরির নিয়োগের ব্যাপারে বিশদে জানতে চোখ রাখুন স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (SAIL) -এর অফিশিয়াল ওয়েবসাইটে।

চাকরির আরো আপডেট পেতে আমাদের WhatApp Telegram Group Join করুন


[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন