Skip to content

খোলার পরের দিনই এই কারণ ফের বন্ধ হয়ে গেল তারকেশ্বর মন্দির

তারকেশ্বর: মন্দির খোলার পরের দিন ই ফের ভক্তদের জন্য বন্ধ হয়েগেলো তারকেশ্বর মন্দির।

খবরের সূত্র অনুযায়ী, তারকেশ্বরে ১০ জন করোনা আক্রান্ত হয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্দির কতৃপক্ষ জানিয়েছিলেন বৃহস্পতিবার থেকে প্রতিদিন দু দফায় মন্দির খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

প্রথম দফার সময় ছিল ৬ টা থেকে সকাল ৯টা ৩০ মিনিট এ ও দ্বিতীয় দফার সময় ছিল ১১ টা থেকে ১ টা।

মন্দিরের মহন্ত মহাজন জানান যে বুধবার সন্ধ্যায় তারকেশ্বর থানার আধিকারিক, পৌরসভার প্রশাসক সহ বিভিন্ন পক্ষের সাথে গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

বৃহস্পতিবার বিকেলেই কতৃপক্ষের কাছে এই খবর এসে পৌঁছায় যে, ভনজিপুর স্কুলে কোয়ারান্টিনে সেন্টারে যে পরিযায়ী শ্রমিকদের রাখা হয়েছিল তাদের মধ্যে মন্দিরের সংলনগ্ন এলাকার ১০ জন করোনায় আক্রান্ত।

এই খবর সরকারি ভাবে মন্দির কতৃপক্ষ কে জানানো হয়।

মহন্ত মহারাজ জানান যে, তারকেশ্বর মন্দির থেকে ভনজিপুর দূরত্ব মাত্র আধা কিলোমিটার হওয়ার জন্ন্য সংক্রমণ দ্রুত ছড়াতে পারে।

মন্দির সংলগ্ন ভনজিপুর গ্রাম ও অন্যান্য গ্রাম থেকে প্রায় আসে পুরোহিত, পথ দর্শক ও কর্মীরা।

তাই সংক্রমণ আটকাতে অনির্দিষ্টকালের জন্য মন্দির প্রাঙ্গন বন্ধ করে দেওয়া হয়েছে।

৮ জুন থেকে সমস্ত ধর্মীয় স্থান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেন পশ্চিমবঙ্গ সরকার। তবে এতদিন বন্ধই রাখা হয়েছিল তারকেশ্বর মন্দির।

এবার খোলার এক দিন পর ই ফের মন্দির ভক্তদের জন্য বন্ধ হয়ে যাই।

সমস্ত লেটেস্ট খবর আপনার Telegran এ পেতে Join করুন আমাদের Telegram Group

আরো লেটেস্ট খবর পড়ুন