১৪ ই জুন, সুশান্ত সিং রাজপুতের বান্দ্রার ফ্লাট এ তাঁর ঝু’লন্ত দেহ পাওয়া গেছিল। ময়না তদন্তের পর জানা গেছে তাঁর মূল হত্যার কারণ হলো আত্ম হ
“ত্যা।
নেটিজেনরা ও সুশান্তের পরিবারে সবাই মানতে নারাজ, যে সুশান্তের মতো এত স্বতঃস্ফূর্ত ও দিলদরিয়া মানুষের পক্ষে কোনো প্রকার আত্ম-হ”ত্যা করা সম্ভব নয়।
সুশান্তের মৃত্যু ঘিরে যখন চাঞ্চল্যকর ঘটনা সৃষ্টি হয় তখনই জানা যায় যে চলতি বছরে ৮ই জুন সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানও আত্ম-হ"ত্যা করেন নিজের ফ্ল্যাটে। ক্রমশ এই দুই মৃত্যু ঘটনা ঘিরে রহস্যের দানা বাঁধতে থাকে।
যেহেতু মাত্র পাঁচ দিনের ব্যাবধানে দিশা ও সুশান্তের মৃত্যু ঘটে, তাই অনেকেই আন্দাজ করেন যে, দুজনের আত্ম-হ`ত্যার মধ্যে এক গভীর সংযোগ আছে। যদিও এই ঘটনাটি পুরোপুরি অস্বীকার করেছেন দিশার পরিবার।
দিশার মৃত্যুকে ঘিরে , অভিনেতা সুরাজ পাঞ্চলীর সাথে তার সম্পর্ক আছে এই নজির উঠে এসছে। সুরাজের সাথে জিয়া খানের মৃত্যু রহস্য টেনে আনা হয়। পরিস্তিতির চাপে পড়ে দিশার পরিবারের তরফ থেকে সুশান্ত আর দিশার ওহাটসআপ এর কথোপকথনের স্ক্রিনশট এর প্রমান দেখায়।
[আরো পড়ুন: ভারতেও আছে “লিনিঙ টাওয়ার অফ পিসার “মতো স্থাপত্য জেনে নিন কোথায়!]
সুশান্ত ও দিশার ইনবক্স ঘেটে জানা গেছে যে তাদের মধ্যে প্রতিবার কোনো না কোনো নতুন প্রজেক্ট নিয়ে আলোচনা হয়েছে এবং কোনোরূপ ব্যক্তিগত কথার সূত্র পাওয়া যায়নি।
সুরাজ ও দিশার সম্পর্কে টানাপোড়েনে দিশা আত্ম-হ`ত্যা করছেন বলে জানিয়েছেন অনেক নেটিজেন। জিয়া খানের মৃত্যু রহস্যে সলমন খানের হস্তক্ষেপে ছাড় পেয়ে যায় সুরাজ।
কিন্তু সুরাজ অস্বীকার করেন যে তার সাথে দিশার সম্পর্কের কথা, এমনকি সে জানায় যে দিশাকে সে চেনেই না। সুশান্ত, দিশা ও সুরাজ এর ঘটনার কোনো গোপন তথ্য জানতো বলে তাকে পরিকল্পনা করে মেরে ফেলা হয়েছে বলে অনেকের দাবি।
সুরাজ এর বিরুদ্ধে অনেকেই কুমন্ত্রণা করেছেন সোশ্যাল মিডিয়া তে, সেই নিয়েও পুলিশ এর কাছে অভিযোগ জানিয়েছে সুরাজ।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- পশ্চিমবঙ্গ জমির খাজনা অনলাইন পেমেন্ট করার পদ্ধতি ২০২৩
- পশ্চিমবঙ্গ খাজনার আবেদন নম্বর অনলাইনে কীভাবে খুঁজে পাবেন
- পশ্চিমবঙ্গ জমির খাজনা দেওয়ার জন্য আবেদন পদ্ধতি অনলাইন
- আপনার ট্রাফিক চালান বা জরিমানা হয়েছে কিনা চেক করার পদ্ধতি
- ট্র্যাফিক চালান (বা জরিমানা) অনলাইনে পেমেন্ট করার পদ্ধতি
- কীভাবে অনলাইনে ট্রাফিক চালান এবং পেমেন্টের স্টেটাস চেক করবেন