১৪ ই জুন, ২০২০, গোটা দেশ স্তব্ধ হয়ে পড়েছিল যখন খবর পাওয়া গেলো সুশান্ত সিংহ রাজপুত আর এই পৃথিবীতে নেই।
ভেঙে পড়েছিলেন তার ভক্তেরা। এমন কি তার মৃত্যুর কারণ নিয়ে কম জলঘোলা হয়নি।
তার মৃত্যু ভীত নড়িয়ে দিয়েছে বলিউডের অন্দরমহলের।
সুশান্ত এর মৃত্যুর পর তার ভক্তেরা আঙ্গুল তোলেন নামীদামী পরিচালক, অভিনেতা, অভিনেত্রী, এমনকি প্রযোজক সংস্থার দিকেও, এমনকি তাদের বয়কট করার দাবি জানান অনেকে।
স্বজন পোষণ এর মত নানা তথ্য সামনে আসতে থাকে, তাতে অসস্তিতে পড়ে যায় বলিউড।
এই সবের মধ্যে ভক্তদের জন্য দারুন খুশির খবর এনেছেন প্রযোজক সংস্থা ফক্স স্টার।
আজই মুক্তি পেল সুশান্ত সিংহ রাজপুত অভিনীত শেষ ছবি “ দিল বেচারা” র ট্রেলার।
আজ বিকেল ৪ টের সময় ফক্স স্টার ইন্ডিয়ার ইউটিউব চ্যানেলে মুক্তি পায় এই সিনেমার ট্রেলার।
মুকেশ ছাবড়া পরিচালিত এই সিনেমা আদতে আন্সেল এলগর্ট এবং সাইলিন উডলে অভিনীত হলিউড সিনেমা “ দ্য ফল্ট ইন আওয়ার স্টার” এর অফিসিয়াল রিমেক।
এই সিনেমার মুখ্য চরিত্রে সুশান্তের বিপরীতে আছেন নবাগতা অভিনেত্রী সঞ্জনা সংঘী।
করোনা আবহে সিনেমাটি সিনেমাহলে মুক্তি না পেলেও তা মুক্তি পাবে ডিসনী হটস্টার এর মতো ওটিটি প্লাটফর্মে।
সমস্ত দর্শকদের জন্যই এই সিনেমাটি উপলব্ধ হবে। সিনেমাটি মুক্তি পাবে ২৪ শে জুলাই, ২০২০ তে।
ইউটিউবে ট্রেলার আসতেই নিমেষে ভাইরাল হয় এই ট্রেলার।
ভক্তদের মনের মধ্যেই এভাবে বেঁচে থাক সুশান্ত সিংহ রাজপুত।
ভক্তদের এই উন্মাদনা আজ বলিউডকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছে কতো মূল্যবান এক তারকাকে হারিয়েছে বলিউড।
আপাতত ২৪ শে জুলাই পর্যন্ত ভক্তদের অপেক্ষা করতে হবে এই সিনেমার জন্য।
দেখুন ট্রাইলর:
সমস্ত লেটেস্ট খবর আপনার Telegran এ পেতে Join করুন আমাদের Telegram Group
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- Vahan NR ই-পরিষেবা পোর্টাল কিভাবে রেজিস্ট্রেশন করবেন ২০২৩
- mParivahan অ্যাপে রেজিস্টার ও লগইন করার অনলাইন পদ্ধতি 2023
- ভারতে ট্রেনের টিকিট কীভাবে বুক করবেন (রিজার্ভেশন) অনলাইনে
- UTS অ্যাপ R-Wallet-এ কীভাবে টাকা যোগ করবেন অনলাইনে 2023
- UTS-এ কীভাবে অসংরক্ষিত (লোকাল বা এক্সপ্রেস) ট্রেনের টিকিট বুক করবেন
- ভারতীয় রেলওয়ে UTS অ্যাপে রেজিস্ট্রেশন কিভাবে করবেন 2023