Skip to content

১৫৪১ সশস্ত্র সীমা বল (SSB) কর্তৃক কনস্টেবল নিয়োগ – নূন্যতম যোগ্যতা দশম/দ্বাদশ/গ্রাজুয়েট

সশস্ত্র সীমা বল (SSB) নানাবিধ পদের জন্য ( গাড়িচালক, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, মালি, সফাইওয়ালা ইত্যাদি) যোগ্য এবং ইচ্ছুক ব্যক্তিদের আবেদন জানাচ্ছে।

মোট পদ সংখ্যা:- ১৫৪১

কর্মস্থান:- সমগ্র ভারত

চাকরির ধরন:- সেন্ট্রাল গভর্নমেন্ট জব

আবেদন পদ্ধতি:- অনলাইন

এই চাকরির নিয়োগের ব্যাপারে বিশদে জানতে নিচের তথ্যের ওপর চোখ রাখুন।

যোগ্যতা:-

• কনস্টেবল (ড্রাইভার):- দশম শ্রেণী উত্তীর্ণ+ বড় গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স
• কনস্টেবল (ল্যাব অ্যাসিস্ট্যান্ট):- দশম শ্রেণী উত্তীর্ণ+ ল্যাব অ্যাসিস্ট্যান্ট কোর্স সার্টিফিকেট
• কনস্টেবল ( ভেটেরিনারি) :- বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে এই বিষয়ে ডিগ্রি
• কনস্টেবল (আয়া):- দশম শ্রেণী উত্তীর্ণ+ রেডক্রস সোসাইটি কর্তৃক ফার্স্ট এইড পরীক্ষা পাশ + ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা
• কনস্টেবল (রংমিস্ত্রি, নাপিত, মালি, সফাইওয়ালা ইত্যাদি):- দশম শ্রেণী উত্তীর্ণ+ ন্যূনতম দু বছরের অভিজ্ঞতা
বয়স সীমা:-
• কনস্টেবল (ড্রাইভার):- ২১-২৭
• কনস্টেবল (ল্যাব অ্যাসিস্ট্যান্ট):- ১৮-২৫
• কনস্টেবল (ভেটেনারি):- ১৮-২৫
• কনস্টেবল (আয়া):- ১৮-২৫
• কনস্টেবল (রংমিস্ত্রি, নাপিত, মালি, সফাইওয়ালা ইত্যাদি):- ১৮-২৫
• কনস্টেবল (অন্যান্য) :- ১৮-২৩
মাসিক বেতন:- ২৭,১০০-৬৯,১০০/-

নির্বাচন পদ্ধতি:-

যোগ্য আবেদনকারীদের নির্বাচন করা হবে পরীক্ষা অথবা ইন্টারভিউয়ের মাধ্যমে।

আবেদন পদ্ধতি:-

যোগ্য এবং ইচ্ছুক আবেদনকারীরা নিম্নে প্রদত্ত ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারেন।

ওয়েবসাইট:- www.ssbrectt.gov.in

আবেদনকারীকে অ্যাপ্লিকেশন ফি বাবদ ১০০ টাকা দিতে হবে (জেনারেল, OBC)
SC,ST এবং মহিলাদের জন্য অ্যাপ্লিকেশন ফি প্রযোজ্য নয়।

উল্লেখযোগ্য তারিখ:-

অনলাইন আবেদন এর সূচনা:- ২৮/০৭/২০২০
অনলাইন আবেদনের সমাপ্তি:- ২৬/০৮/২০২০

এই চাকরির ব্যাপারে বিশদে জানতে চোখ রাখুন সশস্ত্র সীমা বল (SSB) এর অফিশিয়াল ওয়েবসাইটে।

[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন