আগামী ২১ জুন কলকাতা সহ উত্তরভারতর বাসিন্দারা দেখতে পারবেন এক মহাজাগতিক দৃশ্য।
পৃথিবীর বেশ কিছু অংশ থেকেই দেখা যাবে এই বিরলতম সূর্যগ্রহণের যাকে বলা হচ্ছে অ্যানিউলার বা বলয়গ্রাস সূর্যগ্রহণ।
সেদিন সকাল ১০.৪৬ মিনিটে কলকাতার আকাশে শুরু হবে গ্রহণ।
তবে সর্বোচ্চ গ্রহণ দেখা যাবে দুপুরে ১২টা ৪০ মিনিট ৬ সেকেন্ডে ভারতের যোশিমঠে।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে অনুযায়ী সূর্যগ্রহণ শুরু হবে কঙ্গোতে, সর্বোচ্চ গ্রহণ দেখা যাবে ভারতে এবং গ্রহণ শেষ দেখা যাবে ফিলিপিন্সের আকাশে।
যখন সূর্য, চাঁদ এবং পৃথিবী একই সরলরেখায় থাকে, তখন পূর্ণ সূর্যগ্রহণ দেখা যায়।
পৃথিবীর ছোট অংশ থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখা যায়। যখন সূর্য, চাঁদ এবং পৃথিবী একই সরলরেখায় থাকে না, তখন আংশিক সূর্যগ্রহণ হয়।
যখন চাঁদ থেকে পৃথিবী থেকে অনেক দূরে অবস্থান করে, তখন পৃথিবী থেকে বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যায়।
২১ জুন মহাজাগতিক এই সূর্যগ্রহণের বিরল দৃশ্য দেখবার জন্য এখন অপেক্ষা করে রয়েছে অনেকেই।
এই বছর ২টি চন্দ্র গ্রহণ দেখা গেছে যার মধ্যে একটি ভারত থেকেও দেখা গেছে।